Posts

বিশ্বকাপের খরচ ১ লাখ ১২ হাজার কোটি টাকা!

Image
রাশিয়া বিশ্বকাপ যে কেবল মাঠের খেলাতেই চমক দেখাচ্ছে সেটি বললে ভুল হবে। মাঠের বাইরেও এই বিশ্বকাপে চমকের কমতি নেই। এবার যেমন জানা গেল, বিশ্বকাপের ফাইনাল শেষ হতে হতে এই টুর্নামেন্টে যে খরচ হবে সেটি ছাড়িয়ে যেতে পারে আগের সব বিশ্বকাপকেই। বিশ্বকাপ উপলক্ষে ৬টি নতুন স্টেডিয়াম তৈরি করেছে রাশিয়া। আরও ৬টি স্টেডিয়ামকে সংস্কার করা হয়েছে। বিশ্বকাপের আয়োজক ১১টি শহরে বসানো হয়েছে অস্থায়ী অনেক স্থাপনা। এসব তৈরি ও সংস্কারে প্রায় ৮০ হাজার কোটি টাকা খরচ হয়েছে রাশিয়া সরকারের। বিশ্বকাপের পর এই স্টেডিয়াম ও স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ করাও জরুরি। কারণ স্টেডিয়ামগুলোর যে পরিমাণ দর্শক ধারণক্ষমতা তার তিন ভাগের একভাগও রাশিয়ান লিগ ম্যাচগুলোর সময় পূর্ণ হয় না। যার ফলে ক্ষতির মুখে পড়তে পারে স্টেডিয়ামগুলোর সংরক্ষণকারী সংস্থা। সেই ক্ষতি যেন না হয় সে জন্য আগেভাগেই তাঁরা পরিকল্পনা করে রেখেছেন। যার ব্যয় ধরা হয়েছে ৩২ হাজার কোটি টাকা। বিশ্বকাপে কেবল মাঠেই খেলা হয় না, মাঠের বাইরেও চলে টাকার খেলা। এর জলজ্যান্ত তো উদাহরণ রাশিয়া বিশ্বকাপ।

১৬ জুলাই ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক

Image
শক্তিধর দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী জুলাই মাসের ১৬ তারিখ বসছেন বৈঠকে। বৈঠকটি তাদের দুই দেশের কোথাও নয়, হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে।   আজ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডারস এ বৈঠকের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দুই দেশের জাতীয় নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্ক প্রাধান্য পাবে বৈঠকে।   গতকাল মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা উরি উশাকভ জানান, এবার কোন তৃতীয় দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্প-পুতিন বৈঠক। উশাকভের ঘোষণার একদিন পর হোয়াইট হাউস থেকে জানানো হল বৈঠকের তারিখ ও স্থান।   ইত্তেফাক/নূহু

সিরিয়া যুদ্ধ: বিমান হামলায় বন্ধ হাসপাতালের কার্যক্রম

Image
দক্ষিণ-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকায় সরকার সমর্থিত বাহিনীর বিমান হামলায় তিনটি হাসপাতালে সেবাদান কাজ বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।  যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ডেরা শহরের পূর্বে সাইদা, জিযাহ ও মুসাইফিরা অঞ্চলে রাতে বিমান হামলা চালানো হয়। ইসরাইল অধ্যুষিত গোলান হাইটস এলাকা ও জর্ডানের সীমান্ত এলাকায় আক্রমণগুলো চালানো হয়।  উল্লেখ্য, গত এক সপ্তাহের যুদ্ধে অন্তত ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অবজারভেটরির দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে বিমান হামলার পর সাইদা শহরের হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, মুসাইফিরা’র হাসপাতালে আঘাত করে রুশ যুদ্ধবিমান। হাসপাতালটি ক্ষতিগ্রস্থ হয় এবং কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়ে। পরে জিযাহ’র হাসপাতালও রুশ যুদ্ধবিমানের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে হাসপাতালে আক্রমণ করার অভিযোগ অস্বীকার করেছে সিরিয়ান ও রুশ সেনাবাহিনী। তবে জাতিসংঘের যুদ্ধাপরাধ তদন্তকারীরা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষ...

আন্তর্জাতিক বাজারে কমবে তেলের দাম

Image
আগামী জুলাই থেকে সৌদি আরব ১ কোটি ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা নিয়েছে। এটি হবে সৌদি আরবের খনিজ তেল উৎপাদনের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। বিশেষজ্ঞরা ভাবছেন আগামী মাস থেকে তাই আন্তর্জাতিকভাবে কমবে খনিজ তেলের দাম। চলতি বিশ্বকাপ আসরে রাশিয়ায় উপস্থিত হয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে হয়। বৈঠকে সৌদি আরবের তেল উত্তোলন সংক্রান্ত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সৌদি আরবের জাতীয় তেল উত্তোলন কোম্পানি 'আরামকো' আগামী জুলাই মাস থেকে অতিরিক্ত ৮০ লাখ ব্যারেল তেল উত্তোলন করবে। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্প চান নির্বাচনের আগে বিশ্ববাজারে তেলের দাম কম দেখাতে। এজন্য সৌদি আরবকে ট্রাম্প বাড়তি তেল উত্তোলনের চাপ দিয়ে আসছিলেন। তাতে শেষমেশ সায় দিল সৌদি আরব। ইত্তেফাক/এসরআর/নূহু

হোয়াইট হাউসের মুখপাত্রের সঙ্গে অসদাচরণের শাস্তি

Image
হোয়াইট হাউসের মুখপাত্র সারা সেনডারসকে নিজের রেস্তোরাঁ থেকে বের করে দিয়েছিলেন স্টেফিনিয়া উইলকিন্স। ঘটনার সাত দিনের মাথায় খেসারত দিতে হল তার। পদত্যাগ করতে হলো ভার্জিনিয়ার ব্যবসায়ী গোষ্ঠী থেকে।   ভার্জিনিয়া ব্যবসায়ী গোষ্ঠীর প্রেসিডেন্ট এলিজাবেথ ব্রানার বলেন, হোয়াইট হাউসের মুখপাত্র তো বলে কথা নয়, কারো সঙ্গে এমন ব্যবহার মেনে নেওয়া যায় না।   ভার্জিনিয়ার 'রেড হর্ণ' রেস্তারাঁয় গত মঙ্গলবার স্বপরিবারে রেস্তারাঁয় আসেন সারা সেনডারস। স্টেফিনিয়া তাদের কোনো ২ মিনিটের মধ্যে বের হয়ে যেতে বলেন। কারণ হিসেবে তিনি বলেন, মার্কিন সরকার অমানবিক ও বর্বর। তাই  মার্কিন সরকারের কোন প্রতিনিধিকে তিনি রেস্তারাঁয় খাওয়াবেন না।    তবে এমন ঘটনায় একদম মেজাজ হারাননি সারা। টুইটে তিনি জানান, ট্রাম্প সরকারের প্রতিনিধি হওয়ার রেস্তারাঁর মালিক তাকে উঠে যেতে বলেন। মোটেই বিচলিত হননি তিনি। হাসিমুখে বের হয়ে আসেন রেস্তারাঁ থেকে।    রেস্তারার মালিক স্টেফিনিয়া বলেন, ট্রাম্প সরকারের আমার কাছে কখনোই ভাল মনে হয়নি। তাছাড়া ট্রাম্প সরকার সমকামীদের কোথাও কাজ দিচ্ছে না।   তিনি আরো...

দুই কোরিয়ার মধ্যে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা শুরু

Image
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সড়ক পথে দিয়ে যাতায়াতের লক্ষ্যে দুই দেশের পরিবহন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা বৃহস্পতিবার আলোচনা শুরু করেছেন। সিউল ও পিয়ংইয়ের মধ্যে সরাসরি গাড়ি নিয়ে যাতায়াতের লক্ষ্যে একটি সংযোগ সড়ক নির্মাণে তারা এ উদ্যোগ নিয়েছেন। খবর বার্তা সংস্থা তাস-এর। বার্তা সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে খবরে বলা হয়, দুই কোরিয়াকে বিভক্তকারী বেসামরিক এলাকা পানমুনজোমে দুই কোরিয়ার মধ্যে সংযোগ সড়ক বিষয়ক বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়ার কায়েসং ও দক্ষিণ কোরিয়ার মুনসানের মধ্যে ১৯ কিলোমিটার সড়কপথ নির্মাণের বিষয়েই মূলত আলোচনা হচ্ছে। যদিও এ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অর্থনৈতিক অবরোধের কারণে দুই কোরিয়ার মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা ব্যাহত হয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এ অবরোধ আরোপ করা হয়। ২৭ এপ্রিল পানমুনজোমে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হয়। দশ বছরের বেশি সময়ের মধ্যে এটাই ছিল দুই কোরিয়ার মধ্যে প্রথম শীর্ষ বৈঠক। বৈঠকটিতে দুই নেতা শান্তি, সমৃদ্ধি ও একত্রীকরণের...

বাড়ছে সন্দেহজনক লেনদেন

Image
আর্থিক ব্যবস্থায় সন্দেহজনক লেনদেনের রিপোর্ট জমা বাড়ছে। ব্যাংকসহ রিপোর্টকারী বিভিন্ন প্রতিষ্ঠান শুধু ২০১৬-১৭ অর্থবছর ২ হাজার ৩৫৭টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট দিয়েছে। আগের অর্থবছর এক হাজার ৬৮৭টি সন্দেহজনক লেনদেন জমা হয়। এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৩৯ দশমিক ৭২ শতাংশ। সন্দেহজনক এসব লেনদেনের প্রায় ৯৮ শতাংশ হয়েছে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অর্থ লেনদেনকারী বিভিন্ন সংস্থার দেওয়া তথ্যের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে ২০১৬-১৭ অর্থবছরের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। জঙ্গী বা সন্ত্রাসে অর্থায়ন, ঘুষ-দুর্নীতি বা বেআইনি কোনো লেনদেনের বিষয়ে সন্দেহ হলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান, বিমাসহ অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকে স্থাপিত বিএফআইইউতে রিপোর্ট করে। ব্যাংকিং পরিভাষায় যা সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (এসটিআর) হিসেবে বিবেচিত। একই সঙ্গে কোনো হিসাব থেকে দিনে ১০ লাখ টাক...