১৬ জুলাই ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক
শক্তিধর দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী জুলাই মাসের ১৬ তারিখ বসছেন বৈঠকে। বৈঠকটি তাদের দুই দেশের কোথাও নয়, হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে।
আজ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডারস এ বৈঠকের কথা ঘোষণা করেন। তিনি বলেন, দুই দেশের জাতীয় নিরাপত্তা ও পারস্পরিক সম্পর্ক প্রাধান্য পাবে বৈঠকে।
গতকাল মস্কোতে রুশ প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা উরি উশাকভ জানান, এবার কোন তৃতীয় দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্প-পুতিন বৈঠক। উশাকভের ঘোষণার একদিন পর হোয়াইট হাউস থেকে জানানো হল বৈঠকের তারিখ ও স্থান।
ইত্তেফাক/নূহু
Comments