Posts

নতুন জীবন দেওয়া পরিবারটিকে ২৬ বছর ধরে খুঁজছিলেন তিনি

Image
গত ২৬ বছর ধরে প্রাণ বাঁচানো মুসলিম পরিবারের সম্মানে রমজান মাসে এক দিন রোজা রাখেন বিকাশ খান্না। ছবিটি ফেসবুক থেকে নেওয়া ১৯৯২ সাল। সাম্প্রদায়িক সহিংসতায় ভারতের মুম্বাই তখন অস্থির। সেই সময় হিন্দু ধর্মাবলম্বী এক ব্যক্তিকে লুকিয়ে রেখেছিল শহরের এক মুসলিম পরিবার। সেই ব্যক্তির জীবন ছিল হুমকির মুখে। কিন্তু সন্তান পরিচয় দিয়ে তাঁর প্রাণ বাঁচায় মুসলিম পরিবারটি। এরপর থেকে গত ২৬ বছর ধরে প্রাণ বাঁচানো মুসলিম পরিবারের সম্মানে রমজান মাসে এক দিন রোজা রাখেন বিকাশ খান্না। এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেফ হিসেবে বিখ্যাত বিকাশ খান্না। তবে খ্যাতির চূড়ায় উঠেও ওই মুসলিম পরিবারের কথা ভুলে যাননি তিনি। ১৯৯২ সালের পর অনেক দিন সেই পরিবারের খোঁজ পাচ্ছিলেন না বিকাশ। শেষে ২৬ বছর পর অপেক্ষার অবসান হয়েছে। প্রাণ বাঁচানো পরিবারের দেখা পেয়েছেন তিনি, তা-ও আবার রমজান মাসে। উৎফুল্ল বিকাশ ওই পরিবারের সঙ্গে ইফতারও করেছেন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন বিকাশ খান্না। ১৯৯২ সালের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ওই সময় মুম্বাইয়ের একটি হোটেলে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯৯২ সালের ডিসেম্বরে যখন ...

‘‌বাবা, আমি দেখতে পাচ্ছি না’‌

Image
আবদুল মইন আল হাসান নামে শিশুটির বয়স দশের গণ্ডিও পার হয়নি। আর এর মধ্যেই যুদ্ধের ভয়াবহতার শিকার হতে হল তাকে। মেনে নিতে হল অন্ধত্বকে। সম্প্রতি বোমাবর্ষণে আবদুলের গোটা বাড়িটা উড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় তুরস্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর হাসপাতালের বেডে যখন আবদুলের ঘুম ভাঙে, তখন সে আর কিছু দেখতে পাচ্ছিল না। এরপরই বাবাকে ডাকতে থাকে ছোট্ট আবদুল।  কাতর কণ্ঠে বলে ওঠে, ‘‌বাবা, আমি কিছুই দেখতে পাচ্ছি না।’ ‌এরপর অসহায় বাবা আবদুলকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই পেরে উঠছিলেন না। আর এই গোটা মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।  অনেকেই আবদুলের চিকিৎসার জন্য এগিয়ে আসেন। ইতিমধ্যে ৯৯০ পাউন্ড সংগ্রহও করা হয়েছে। গত কয়েকদিনে সিরিয়ার ইদলিবে বোমাবর্ষণে ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে গত রবিবার মারা গিয়েছিলেন ৪০ জন।  আবদুলের ভিডিওটি ভাইরাল হলেও লাভ কিছুই হবে না। কারণ রাতে গুলি‌ ও বোমার শব্দে ঘুমাতে যাওয়া, আর সকালে সেই শব্দেই ঘুম ভাঙা। এটাই সিরিয়ায় সাধারণ মানুষের অভ্যাস হয়ে গেছে। আট থেকে আ...

অস্ত্র রেখে তালেবান যোদ্ধাদের সাথে আফগান সেনাদের কোলাকুলি!

Image
মাত্র কয়েকদিন আগেও দু'পক্ষ পরস্পরের সাথে তুমুল লড়াইয়ে ব্যস্ত ছিল। কিন্তু ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছে। শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন। এরপর আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করেন যা দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। একজন মুখপাত্র জানান, তালেবান গত শুক্রবার ঈদ উপলক্ষে তিন দিনের এই অস্ত্র-বিরতি ঘোষণা করে। (তালেবানের সাথে  সেলফি  তুলছেন এক আফগান।) একজন জঙ্গিকে শহরের একটি সেতুর ওপর থেকে তালেবানের পতাকা দোলাতেও দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। কিন্তু এই তালেবানের সাথে এই আপোষের চিত্র শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছল না। আফগানিস্তানের অন্যান্য শহর থেকেও সৈন্যরা তালেবানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, এমন ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে। এই যুদ্ধবিরতি স্থায়ী রূপ নেবে, এমনটাই আশা করছেন অনেক আফগান। সূত্র: বিবিসি বাংলা বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৮/হিমেল

সৈকতে বর্ষার রূপ দেখছেন পর্যটকেরা

Image
কয়েক দিন ধরেই উত্তাল কক্সবাজার। ভারী বর্ষণ হচ্ছে। সৈকতের বালুচরে দাঁড়িয়ে ভিজতে ভিজতে দূরের পানে তাকালে মনে হয় আকাশ আর সমুদ্র যেন একাকার হয়ে গেছে। বর্ষার এই রূপ উপভোগ করতে অনেকে ঈদের ছুটিতে হাজির হয়েছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে। আজ শনিবার ঈদের প্রথম দিন সৈকতে সমবেত হয়েছেন হাজারো পর্যটক। ঈদের দ্বিতীয় দিন থেকে এই সংখ্যাটা বাড়বে বলে জানান হোটেল ব্যবসায়ীরা। কক্সবাজার কটেজ মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহমদ বলেন, ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী সাত দিনে সৈকত ভ্রমণে আসবেন দুই লাখের বেশি পর্যটক। তিনি বলেন, এবার ঈদের ছুটি খুব দীর্ঘ নয়। এর পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে এবার পর্যটকের আগমন অনেক কমে গেছে। হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, গত বছর ঈদুল ফিতরের ছুটিসহ সাত দিনে কক্সবাজারে আসেন অন্তত ছয় লাখ পর্যটক। তখন হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ পর্যটন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসা হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। ঈদের দিন দুপুরে সৈকতের লাবণি পয়েন্টে গিয়ে দেখা যায়, কয়েক শ পর্যটক উত্তাল সমুদ্রে নেমে গোসল করছেন। লাইফগার্ড কর্মীরা তাঁদের উপকূলের কাছাকাছি থাকতে অনুরোধ জানাচ্ছেন, হুইসিল বাজাচ্ছেন। ...

উ. কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

Image
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা উত্তর কোরিয়ার ওপর থেকে সব ধরনের এক তরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি চুক্তি সই হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার তিনি এ আহ্বান জানান। জাখারোভা বলেন, আমরা নিশ্চিত যে, কোরীয় অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পিয়ংইয়ংয়ের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাখারোভা আরও বলেন, উত্তর কোরিয়ার ওপর একতরফা নিষেধাজ্ঞাসহ আরও যেসব দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সে সম্পর্কে রাশিয়ার মনোভাব পরিষ্কার এবং তা হচ্ছে নেতিবাচক। আমরা সবার আগে সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানাই। ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অযুহাতে দেশটির ওপর এসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৮/আরাফাত

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে জনসংহতি সমিতির সদস্য নিহত

Image
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা দূর্গম পাইয়ংপাড়ায় দুর্বৃত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন।  জনসংহতি সমিতির এই সদস্যের নাম বিজয় ত্রিপুরা (৩২)। আজ বিকালে সাড়ে  ৩টার দিকে এই ঘটনা ঘটে। একদল অস্ত্রধারী লোক তাকে ঘরে ঢুকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এদিকে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে গেছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের কেন্দ্রীয় তথ্য সম্পাদক সুধাকর ত্রিপুরা ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন। অবশ্য ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে। বিডি-প্রতিদিন/ ই-জাহান

যানজটহীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ৩০ বছরের রেকর্ড ভঙ্গ

Image
৩০ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। প্রশাসনের কঠোর নজরদারী থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে নেই চিরচেনা ঈদের যানজট। ঈদের আগে ও পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে আজ শুক্রবার মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান জানিয়েছেন। মহাসড়ক পরিদর্শন করতে এসেছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়সহ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা। শুক্রবার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে পুলিশের কঠোর নজরদারীর কারণে মহাসড়ক প্রায়ই ফাঁকা। দু, চারটি যানবাহন চলচলাচল করলেও নেই কোন যানজট। মহাসড়কের মির্জাপুর বাইপাস, পাকুল্যা, ধেরুয়া, গোড়াই ও ক্যাডেট কলেজ এলাকাসহ বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে যানজট নেই। পুলিশ সূত্র জানায়, চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থানা পর্যন্ত মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করে পুলিশ দায়িত্ব পালন করছেন। প্রতিটি সেক্টরে একজন করে সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে কাজ করছেন, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মস পুলিশ ব্যাটালিয়ন, আনসার বাহিনী ও কমিউনিটি পুলিশের সদস্যরা।...