দুটি মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ বিজেপি
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় গত চার দিনে বিজেপির দুই কর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই দুটি মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিযোগ তুলেছে বিজেপি। হত্যার শিকার বলে কথিত বিজেপির দুই কর্মী হচ্ছেন বলরামপুরের সুপুরডি গ্রামের ত্রিলোচন মাহাতো এবং ডাভা গ্রামের দুলাল কুমার। বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র শাহনাজ হুসেন এই ‘হত্যার’ নিন্দা করে বলেছেন, ‘এটা তৃণমূল কংগ্রেস নয়, এটা তালিবান কংগ্রেস। মমতার দল টিএমসি এখন সন্ত্রাসবাদের প্রচার করছে।’ নিহত ত্রিলোচন মাহাতো কলেজের ছাত্র ছিলেন। ৩০ মে তাঁর মৃতদেহ দড়ি বাঁধা অবস্থায় উদ্ধার হয় একটি গাছ থেকে। মৃতদেহের জামায় লেখা ছিল, বিজেপি করার শাস্তি। এরপর গতকাল শনিবার সকালে সেই বলরামপুরের ডাভা গ্রামের হাইটেনশন লাইনের তারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বিজেপির আরেক কর্মী দুলাল কুমারের (৩০) মৃতদেহ। দুলাল কুমার এবারের পঞ্চায়েত নির্বাচনে বুথ এজেন্ট ছিলেন বিজেপির। বিজেপির অভিযোগ, তৃণমূলের গুন্ডারাই তাঁদের হত্যা করে গাছ এবং হাইটেনশন তারে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনার প্রতিবাদে আজ রোববার পুরুলিয়ায় ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। এই বনধে ব্যাপক সাড়া মিলেছ...