Posts

দুটি মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গ বিজেপি

Image
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় গত চার দিনে বিজেপির দুই কর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই দুটি মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিযোগ তুলেছে বিজেপি। হত্যার শিকার বলে কথিত বিজেপির দুই কর্মী হচ্ছেন বলরামপুরের সুপুরডি গ্রামের ত্রিলোচন মাহাতো এবং ডাভা গ্রামের দুলাল কুমার। বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র শাহনাজ হুসেন এই ‘হত্যার’ নিন্দা করে বলেছেন, ‘এটা তৃণমূল কংগ্রেস নয়, এটা তালিবান কংগ্রেস। মমতার দল টিএমসি এখন সন্ত্রাসবাদের প্রচার করছে।’ নিহত ত্রিলোচন মাহাতো কলেজের ছাত্র ছিলেন। ৩০ মে তাঁর মৃতদেহ দড়ি বাঁধা অবস্থায় উদ্ধার হয় একটি গাছ থেকে। মৃতদেহের জামায় লেখা ছিল, বিজেপি করার শাস্তি। এরপর গতকাল শনিবার সকালে সেই বলরামপুরের ডাভা গ্রামের হাইটেনশন লাইনের তারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বিজেপির আরেক কর্মী দুলাল কুমারের (৩০) মৃতদেহ। দুলাল কুমার এবারের পঞ্চায়েত নির্বাচনে বুথ এজেন্ট ছিলেন বিজেপির। বিজেপির অভিযোগ, তৃণমূলের গুন্ডারাই তাঁদের হত্যা করে গাছ এবং হাইটেনশন তারে ঝুলিয়ে রেখেছে। এই ঘটনার প্রতিবাদে আজ রোববার পুরুলিয়ায় ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। এই বনধে ব্যাপক সাড়া মিলেছ...

দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

Image
পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। রবিবার সকালে ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে অগ্নি-৫ নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।  দেশীয় প্রযুক্তিতে পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।  ৫,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড ৪ থেকে উৎক্ষিপ্ত হয় মোবাইল লঞ্চারের মাধ্যমে। এ নিয়ে ষষ্ঠবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হল। অগ্নি-৫ সফলভাবেই তার পুরো পাল্লা পরিক্রমা করে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাডারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের উড়ান পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা হয়, দেখা হয় প্রতিটি যন্ত্রপাতি কীভাবে কাজ করছে। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি অগ্নি-৫ এই সিরিজের আধুনিকতম ক্ষেপণাস্ত্র। ইত্তেফাক/ইউবি

উত্তর কোরিয়ায় সফর করবেন সিরিয়ার আসাদ

Image
উত্তর কোরিয়ায় সফর করার পরিকল্পনা করছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সফরটির জন্য এখনো কোন নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। তবে সফরটি সম্পন্ন হলে, কিম জং উন ক্ষমতায় আসার পর এটাই হবে উত্তর কোরিয়ায় কোন বিদেশী রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, সম্প্রতি বেশকিছু আকস্মিক কূটনৈতিক পদক্ষেপ  নিয়েছেন আসাদ। মে মাসে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া এই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এর মধ্যে নতুন করে তার উত্তর কোরিয়া সফরের খবর প্রকাশিত হল। আসাদের সম্ভাব্য সফর নিয়ে এখনো কোন মন্তব্য করেনি সিরিয়া। দেশ দু’টি বহুদিন ধরে পরস্পরের মিত্র হিসেবে পরিচিত। উভয় দেশের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরিতে পারস্পরিক সহযোগিতার অভিযোগ রয়েছে। তবে উভয় দেশই এই অভিযোগ অস্বীকার করেছে। বুধবার আসাদকে উদ্ধৃত করে উত্তর কোরীয় বার্তা সংস্থা কেসিএনএ’র এক খবরে বলা হয়, আমি (উত্তর কোরিয়া) সফর করবো ও কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবো। আসাদ জানান, তিনি নিশ্চিত যে, কিম চূড়ান্ত জয় অর্জন করতে পারবেন ও নিশ্চিতভাবে কোরিয়ার পুনর...

ইসরায়েল থেকে পরমাণু তথ্য নিচ্ছে সৌদি আরব

Image
পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলের কাছ থেকে পারমাণবিক তথ্য ক্রয় করছে সৌদি আরব। মিডল ইস্ট মনিটর সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। ইসরায়েলি লেখক আমি ডর-অন জানান, এই তথ্য সৌদি সরকারকে পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষমতা প্রদান করবে। মধ্যপ্রাচ্যে ইরান পরমাণু অস্ত্র ক্ষমতাধর দেশ- এই বিষয়টি যেন সৌদি রাজ্যের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় সেটি নিশ্চিত করতেই ইসরায়েল-সৌদি সরকারের এই যৌথ তৎপরতা। তিনি বলেন, এই তথ্যে আমাদের বিস্মিত হওয়া উচিত। কারণ বিশ্বপরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যেও পরমাণু অস্ত্র দখলে রাখার লড়াই শুরু হয়ে গেছে।  বিডি প্রতিদিন/ফারজানা

ট্রাম্প-কিম বৈঠকের আগে 'কড়া বার্তা' পেল উত্তর কোরিয়া

Image
পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে সুস্পষ্ট এবং অপরিবর্তনীয় পদক্ষেপের পরই উত্তর কোরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। সিঙ্গাপুরে একটি বার্ষিক নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় ম্যাটিস বলেন, আমাদের একটি শক্তিশালী সম্মিলিত প্রতিরক্ষার অবস্থান বজায় রাখতে হবে যাতে সংকটের মুহূর্তে আমাদের কূটনীতিকরা শক্ত জায়গা থেকে আলোচনা করতে পারেন। তিনি আরও বলেন, আমাদের সতর্ক থাকতে হবে এবং উত্তর কোরিয়ার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন করে যাবো। পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়ার পরই কেবল উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে। উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যখন এ কথা বলছিলেন তখন তার পাশেই ছিলেন দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: সিএনএন বিডি প্রতিদিন/ ৩ জুন ২০১৮/ ওয়াসিফ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনার গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত

Image
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতের জম্মু-কাশ্মীরে পাকিস্তানি সেনার ছোড়া গোলাবর্ষণে ২ বিএসএফ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বিএসএফ সদস্যসহ ৬ জন। নিহতরা হলেন বিএসএফ’এর অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর এস.এন.যাদব ও কনস্টেবল বি.কে পান্ডে।  পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর থেকে জম্মুর আখনৌর সেক্টরের পারঘালে এই ঘটনা ঘটে। বিএসএফ’এর পক্ষ থেকে অভিযোগ বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনার পক্ষ থেকে গুলি চালানো হয়েছে।   সূত্রে খবর, এদিন ভোর ৩ টা নাগাদ পাক সেনার পক্ষ থেকে প্রথমে গুলি চালানো হয়, এরপর ভারি গোলাবর্ষণ শুরু হয়। পাক সেনার লক্ষ্যবস্তু ছিল ১০ নম্বর বিএসএফ সীমান্ত চৌকি এবং প্রায় ৩০টি গ্রাম। পাক সেনার ছোঁড়া মর্টার ভারতীয় সীমান্তের প্রায় ১০ কিমি ভিতরে এসে পড়ে বলে খবর। তাতেই নিহত হয় দুই বিএসএফ সদস্যের। আহত হয় এক বিএসএফ সদস্য এবং ৫ জন সাধারণ মানুষ। তাদের সকলকেই জম্মু শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  যদিও বিএসএফ’এর পক্ষ থেকেও পাল্টা জবাব দেওয়া হয়। বিভিন্ন গণমাধ্যমের খবর দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর পারঘাল এবং কানাচক সাব সেক্টর...

ভারতের সাবেক ফুটবলার বাইচুং ভুটিয়া নতুন রাজনৈতিক দল গড়েছেন

Image
ভারতের একসময়ের নামী ফুটবলার বাইচুং ভুটিয়া রাজনীতিতে প্রবেশ করেছিলেন আগেই। এবার সিকিম রাজ্যে ‘হামরো সিকিম পার্টি’ নামে গড়ে তুলেছেন নতুন রাজনৈতিক দল। গতকাল বৃহস্পতিবার পশ্চিম সিকিমের দারামদিন এলাকায় এক বিশাল সমাবেশ করে আনুষ্ঠানিকভাবে বাইচুং ভুটিয়া নিজের নতুন দলের নাম ঘোষণা করেছেন। ১৯৯৫ থেকে ২০১১ সাল পর্যন্ত বাইচুং ভুটিয়া ছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। জন্ম সিকিম রাজ্যে হলেও তিনি ফুটবল খেলেছেন বেশির ভাগ সময় পশ্চিমবঙ্গে। কলকাতার ইস্টবেঙ্গল ও মোহনবাগান দলের সঙ্গে খেলেছেন। এই তারকা স্ট্রাইকার ফুটবল থেকে অবসর নিয়ে ফিরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের পাশে নিজের রাজ্য সিকিমে। সেখানে তিনি যোগ দিয়েছিলেন ইউনাইটেড সিকিম দলের কোচ হিসেবে। ৪১ বছর বয়সী সাবেক কৃতী ফুটবলার বাইচুং ভুটিয়া নিজের রাজ্য সিকিমকে গড়ার লক্ষ্যে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর দলকে চ্যালেঞ্জ জানিয়ে গড়ে তুলেছেন নতুন একটি রাজনৈতিক দল ‘হামরো সিকিম পার্টি’। বাইচুং বলেছেন, ‘সিকিমের যুবকদের এক ছাতার নিচে এনে ঐক্যবদ্ধ করাই হবে এই দলের প্রধান লক্ষ্য। দুর্নীতি, মাদকের প্রভাব থেকে সিকিমের যুবসমাজকে মুক্ত করাই হবে তাঁর দলের প্রথম কাজ। ২০ বছর ধর...