ট্রাম্প-কিম বৈঠকের আগে 'কড়া বার্তা' পেল উত্তর কোরিয়া

ট্রাম্প-কিম বৈঠকের আগে 'কড়া বার্তা' পেল উত্তর কোরিয়া
পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে সুস্পষ্ট এবং অপরিবর্তনীয় পদক্ষেপের পরই উত্তর কোরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। সিঙ্গাপুরে একটি বার্ষিক নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় ম্যাটিস বলেন, আমাদের একটি শক্তিশালী সম্মিলিত প্রতিরক্ষার অবস্থান বজায় রাখতে হবে যাতে সংকটের মুহূর্তে আমাদের কূটনীতিকরা শক্ত জায়গা থেকে আলোচনা করতে পারেন।
তিনি আরও বলেন, আমাদের সতর্ক থাকতে হবে এবং উত্তর কোরিয়ার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাস্তবায়ন করে যাবো। পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেয়ার পরই কেবল উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে।
উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যখন এ কথা বলছিলেন তখন তার পাশেই ছিলেন দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষামন্ত্রী।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ ৩ জুন ২০১৮/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা