উত্তর কোরিয়ায় সফর করবেন সিরিয়ার আসাদ
উত্তর কোরিয়ায় সফর করার পরিকল্পনা করছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সফরটির জন্য এখনো কোন নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। তবে সফরটি সম্পন্ন হলে, কিম জং উন ক্ষমতায় আসার পর এটাই হবে উত্তর কোরিয়ায় কোন বিদেশী রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, সম্প্রতি বেশকিছু আকস্মিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন আসাদ। মে মাসে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া এই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এর মধ্যে নতুন করে তার উত্তর কোরিয়া সফরের খবর প্রকাশিত হল।
আসাদের সম্ভাব্য সফর নিয়ে এখনো কোন মন্তব্য করেনি সিরিয়া। দেশ দু’টি বহুদিন ধরে পরস্পরের মিত্র হিসেবে পরিচিত। উভয় দেশের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরিতে পারস্পরিক সহযোগিতার অভিযোগ রয়েছে। তবে উভয় দেশই এই অভিযোগ অস্বীকার করেছে।
বুধবার আসাদকে উদ্ধৃত করে উত্তর কোরীয় বার্তা সংস্থা কেসিএনএ’র এক খবরে বলা হয়, আমি (উত্তর কোরিয়া) সফর করবো ও কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবো।
আসাদ জানান, তিনি নিশ্চিত যে, কিম চূড়ান্ত জয় অর্জন করতে পারবেন ও নিশ্চিতভাবে কোরিয়ার পুনরেকত্রিকরণ সম্পন্ন করতে পারবেন। সিরিয়ায় উত্তর কোরিয়ার নতুন নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার পর দেশটিতে সফর করার ঘোষণা দিয়েছেন আসাদ।
উত্তর কোরিয়া ১৯৬৬ সালে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধে সিরিয়ার সমর্থনে দেশটিতে সৈন্য ও অস্ত্র পাঠায়।
এই বছরের ফেব্রুয়ারিতে ফাঁস হওয়া জাতিসংঘের এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, দেশটি ২০১২ ও ২০১৭ সালের মধ্যে এমন ৪০টি জাহাজ ভর্তি পণ্য সিরিয়ায় পাঠিয়েছে। জাহাজগুলোতে রাসায়নিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় উপাদান ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইত্তেফাক/ জেআর
Comments