Posts

ভেনিজুয়েলায় মাদুরো বিরোধী দুই জেনারেল আটক

Image
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে গত সপ্তাহে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজন জেনারেলও রয়েছেন। রবিবার তাদের আইনজীবী একথা জানান। এই দুই জেনারেলের বিরুদ্ধে আট সেনা ও এক বেসামরিক লোকের একটি দলের নেতৃত্ব দেয়ার অভিযোগ আনা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ওই দুই সেনা কর্মকর্তার আইনজীবী আলফোনসো মেদিনা রোয়া বলেন, সামরিক আদালতে তাদের বিরুদ্ধে ‘জন্মভূমির বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি, বিদ্রোহে উস্কানি প্রদান ও সামরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।’ মাদুরো গত সপ্তাহে এক ভাষণে এই দলটিকে গ্রেপ্তারের কথা উল্লেখ করেন। মানবাধিকার সংগঠন এনজিও ফোরো পেনাল এই গ্রেফতারকে রাজনৈতিক আটক হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি ৩৫০ জনকে আটকের কথা উল্লেখ করে। এদের মধ্যে ৭০ সেনা সদস্য রয়েছে। এএফপি। ইত্তেফাক/সেতু

ভারতকে কেউ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের কথা বলে না'

Image
ফাইল ছবি পাকিস্তানের সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফ।   কিছুদিন আগে ভয়েস অব আমেরিকা নামে একটি অনুষ্ঠানে সাক্ষাতকার দিতে গিয়ে তিনি বলেন, ‘‌ভারত যে পরমাণু অস্ত্রের হুমকি দেয় তা নিয়েও একবারও কেউ কোনও প্রশ্ন তোলে না। অথচ পাকিস্তান পরমাণু অস্ত্র তৈরি করলেই বার বার এই নিয়ে প্রশ্ন তোলা হয়। আমেরিকার উচিত ভারতকে থামতে বলা। আমরা সবসময় আমাদের পরিকল্পনা সর্বসমক্ষে প্রকাশ করে থাকি।’‌ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে মোশারফ বলেছেন, ‘‌পাকিস্তানের প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী এবং মনমোহন সিং দু’‌জনের সঙ্গেই কথা বলেছি আমি। তারা শাস্তি আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইতেন। কিন্তু মোদি আলোচনার কোনও উদ্যোগই নেননি।’‌ মোদি শাস্তি স্থাপন চায় না। শুধু আধিপত্য বিস্তার করতে চায় বলেও অভিযোগ করেছেন মোশারফ।  বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

ইরান ইস্যুতে ৪৮ ভাগ মার্কিনী ট্রাম্পবিরোধী

Image
ইরানে সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি থেকে সম্প্রতি নিজেকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে। তবে ট্রাম্পের এমন পদক্ষেপকে সমর্থন করেন না দেশটির ৪৮ শতাংশ মানুষ। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট নিউজ চ্যানেলটি অনেক রাখঢাক রেখে জরিপের ফলাফল প্রকাশ করেছে। তারপরও এতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের শতকরা ৪৮ ভাগ মানুষ ট্রাম্পের ইরানবিরোধী পদক্ষেপের বিপক্ষে কথা বলেছেন। এ জরিপের ফলাফলে আরও দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের শতকরা ৩৪ ভাগ মানুষ ট্রাম্পের ইরানবিরোধী পদক্ষেপ সমর্থন করেছেন এবং ১৮ শতাংশ জনগণ এ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত ২৬ মে টেলিফোন সাক্ষাৎকারের ভিত্তিতে এ জনমত জরিপ চালিয়েছে ফক্স নিউজ। এদিকে ২০১৫ সালের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা এগিয়ে নিয়ে যাবে। এ লক্ষ্যে গত কয়েক দিন ধরে ওই...

সৌদি যুবরাজ সালমানের সঙ্গে ফিফা প্রেসিডেন্টের সাক্ষাৎ

Image
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো।  শুক্রবার সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া ওই বৈঠকে ফিফা ও জেনারেল স্পোর্টস অথরিটির মধ্যে সহযোগিতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেছেন যুবরাজ সালমান ও ফিফা প্রেসিডেন্ট।  ওই বৈঠকে জেনারেল স্পোর্টস অথরিটি চেয়ারম্যান তুর্কি আল-শেখও অংশগ্রহণ করেন। এর আগে গেলো মাসে ২১ তারিখ রিয়াদে একটি রাজপ্রাসাদের বাইরে গোলাগুলোর খবর প্রকাশ করে কিছু মিডিয়া। অনেক মিডিয়াই তখন দাবি করে যে তখন সেনা অভ্যুত্থানের ঘটনায় সৌদি যুবরাজ হয়তো নিহত হয়েছেন। যদিও সৌদি মিডিয়া জানায়, ওইদিন এমন কিছুই ঘটেনি। বরং রাজপ্রাসাদের কাছে বিনা অনুমতিতে চালানো একটি ড্রোন ভূপাতিত করে নিরাপত্তা বাহিনী। কিন্তু মূলত এরপর থেকেই যুবরাজ মোহাম্মদকে আর জনসম্মুখে দেখা না যাওয়ায় জোর জল্পনা-কল্পনা শুরু হয় যে, তিনি হয়তো সত্যিই মারা গেছেন। এমন অবস্থায় বৃহস্পতিবার সৌদি রাজপরিবারের সদস্য তুর্কি বিন সালমান আল সৌদের মালিকানাধীন আরব নিউজ দাবি করে যে, যুবরাজ মোহাম্মদ এখন মিশর আছেন। এর আগে বুধবার দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজ...

ল্যাটিন আমেরিকা থেকে প্রথম ন্যাটোর অংশীদার হতে যাচ্ছে কলম্বিয়া

Image
কলম্বিয়া আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রথম ল্যাটিন আমেরিকান দেশ হিসেবে ন্যাটোর ‘বৈশ্বিক অংশীদার’ হতে যাচ্ছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ একথা বলেন। সান্টোশ বলেন, ‘এটা বিশ্বের দরবারে কলম্বিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করবে। আগামী সপ্তাহে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রাসেলসে ন্যাটোর অংশীদার হতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটোতে কলম্বিয়ার অন্তর্ভুক্তি বৈশ্বিক অংশীদারিত্ব। আমরাই ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথম এই বিশেষ সুবিধা পেতে যাচ্ছি। সান্টোশ দেশটির সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে অর্ধশত বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে প্রচেষ্টা চালানোর জন্য ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। উল্লেখ্য, কলম্বিয়ার পাশাপাশি, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইরাক, জাপান ও কোরিয়া রিপাবলিক (দ. কোরিয়া), মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান ন্যাটো বৈশ্বিক অংশীদার হতে যাচ্ছে।-এএফপি। ইত্তেফাক/মোস্তাফিজ

মহাঅগ্ন্যুত্পাতের পরও বেঁচে ছিল দ. আফ্রিকার মানুষ

Image
আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত বিশেষ এক ধরনের একটি ভোগোলিক প্রক্রিয়া। কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। আর আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্ন্যুত্পাত। বহুদিন পরপর অগ্ন্যুত্পাত সংঘটিত হয়ে থাকে। তবে একটি মহা অগ্নুত্পাত বা সুপার ভলকানো সাধারণ আগ্নেয়গিরি থেকে কয়েক লাখ গুণ বেশি শক্তিশালী। পৃথিবীতে সংঘটিত সব থেকে ভয়াবহ   সুপার ভলকানোর ঘটনা ঘটেছিল ৭৪ হাজার বছর আগে সুমাত্রার একটি দ্বীপে। এটি এতোটাই তীব্র সুপার ভলকানো ছিল যে, এটি তিন টানা তিন বছর জীবিত ছিল। এর গলিত শিলা ও ছাই ছড়িয়ে পড়েছিল কয়েক হাজার মাইল দূর পর্যন্ত আফ্রিকার দক্ষিণ অংশে। ৭৪ হাজার বছর আগে মূলত আফ্রিকাতেই ছিল মানুষের বসবাস। ধীরে ধীরে সেই মানুষরা ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নানা প্রান্তে। এমন তীব্র সুপার ভলকানোয় সাধারণত নিঃশেষ হয়ে যাওয়ার কথা ছিল মানবজাতির; কিন্তু ঐ ঘটনার পরও টিকে ছিল আফ্রিকার দক্ষিণ অংশের সেই প্রাচীন মানবগোষ্ঠী। ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের ভূতত্ত্ববিদ জেনে স্মিথের মতে, গত ২০ লাখ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সুপ...

কোয়ালার মাছ শিকার!

Image
অস্ট্রেলিয়ার জনপ্রিয় বন্যপ্রাণীর মধ্যে কোয়ালা অন্যতম। তবে সময়ের সঙ্গে সঙ্গে আজ অনেকটাই বিলুপ্তপ্রায় মিষ্টি স্বভাবের কোয়ালা। এরা দেখতে অনেকটা ভল্লুকের মতো হলেও এটির বৈশিষ্ট্য ক্যাঙ্গারুর মতো। এটি ক্যাঙ্গারুর মতো তৃণভোজী। বাচ্চা জন্মের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাকে পেটের মধ্যে থাকা বিশেষ থলেতে রাখে মা কোয়ালারা। বেশ আদুরে স্বভাবের কোয়ালাদের ভালোবাসে অস্ট্রেলিয়ানরা। মানুষের ভালোবাসার কারণে কখনো কখনো এরাও মানুষের কাছাকাছি এসে নানা কাণ্ডকারখানা ঘটিয়ে থাকে। এদিন এমনই একটি কোয়ালা বেড়াতে আসা একটি পরিবারের সঙ্গে নেমে পড়েছিল মাছ ধরতে। মূলত ঐ পরিবারের সবাই মিলে নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিল। অনেকক্ষণ ধরে দূর থেকে তাদের সেই মাছ ধরা পর্যবেক্ষণ করছিল কোয়ালাটি। এরপর তারা বড়শি রেখে একটু দূরে যেতেই তাদের মতো বড়শি নিয়ে বসে পড়ে কোয়ালাটি। এমন আদুরে একটি প্রাণীর এমন আদুরে কাণ্ড ঐ পরিবারের সবার বেশ মনে ধরে যায়। তাই কোনরকম বিরক্ত না হয়ে নিজেদের কাছে থাকা মোবাইল ফোনে সেটিকে ক্যামেরাবন্দি করেন তারা।-ইউপিআই। ইত্তেফাক/মোস্তাফিজ