ল্যাটিন আমেরিকা থেকে প্রথম ন্যাটোর অংশীদার হতে যাচ্ছে কলম্বিয়া

ল্যাটিন আমেরিকা থেকে প্রথম ন্যাটোর অংশীদার হতে যাচ্ছে কলম্বিয়া
কলম্বিয়া আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রথম ল্যাটিন আমেরিকান দেশ হিসেবে ন্যাটোর ‘বৈশ্বিক অংশীদার’ হতে যাচ্ছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ একথা বলেন।
সান্টোশ বলেন, ‘এটা বিশ্বের দরবারে কলম্বিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করবে। আগামী সপ্তাহে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রাসেলসে ন্যাটোর অংশীদার হতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটোতে কলম্বিয়ার অন্তর্ভুক্তি বৈশ্বিক অংশীদারিত্ব। আমরাই ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথম এই বিশেষ সুবিধা পেতে যাচ্ছি।
সান্টোশ দেশটির সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে অর্ধশত বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে প্রচেষ্টা চালানোর জন্য ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
উল্লেখ্য, কলম্বিয়ার পাশাপাশি, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইরাক, জাপান ও কোরিয়া রিপাবলিক (দ. কোরিয়া), মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান ন্যাটো বৈশ্বিক অংশীদার হতে যাচ্ছে।-এএফপি।
ইত্তেফাক/মোস্তাফিজ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা