কোয়ালার মাছ শিকার!

কোয়ালার মাছ শিকার!অস্ট্রেলিয়ার জনপ্রিয় বন্যপ্রাণীর মধ্যে কোয়ালা অন্যতম। তবে সময়ের সঙ্গে সঙ্গে আজ অনেকটাই বিলুপ্তপ্রায় মিষ্টি স্বভাবের কোয়ালা। এরা দেখতে অনেকটা ভল্লুকের মতো হলেও এটির বৈশিষ্ট্য ক্যাঙ্গারুর মতো। এটি ক্যাঙ্গারুর মতো তৃণভোজী। বাচ্চা জন্মের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাকে পেটের মধ্যে থাকা বিশেষ থলেতে রাখে মা কোয়ালারা।
বেশ আদুরে স্বভাবের কোয়ালাদের ভালোবাসে অস্ট্রেলিয়ানরা। মানুষের ভালোবাসার কারণে কখনো কখনো এরাও মানুষের কাছাকাছি এসে নানা কাণ্ডকারখানা ঘটিয়ে থাকে। এদিন এমনই একটি কোয়ালা বেড়াতে আসা একটি পরিবারের সঙ্গে নেমে পড়েছিল মাছ ধরতে। মূলত ঐ পরিবারের সবাই মিলে নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিল।
অনেকক্ষণ ধরে দূর থেকে তাদের সেই মাছ ধরা পর্যবেক্ষণ করছিল কোয়ালাটি। এরপর তারা বড়শি রেখে একটু দূরে যেতেই তাদের মতো বড়শি নিয়ে বসে পড়ে কোয়ালাটি। এমন আদুরে একটি প্রাণীর এমন আদুরে কাণ্ড ঐ পরিবারের সবার বেশ মনে ধরে যায়। তাই কোনরকম বিরক্ত না হয়ে নিজেদের কাছে থাকা মোবাইল ফোনে সেটিকে ক্যামেরাবন্দি করেন তারা।-ইউপিআই।
ইত্তেফাক/মোস্তাফিজ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা