কোয়ালার মাছ শিকার!
বেশ আদুরে স্বভাবের কোয়ালাদের ভালোবাসে অস্ট্রেলিয়ানরা। মানুষের ভালোবাসার কারণে কখনো কখনো এরাও মানুষের কাছাকাছি এসে নানা কাণ্ডকারখানা ঘটিয়ে থাকে। এদিন এমনই একটি কোয়ালা বেড়াতে আসা একটি পরিবারের সঙ্গে নেমে পড়েছিল মাছ ধরতে। মূলত ঐ পরিবারের সবাই মিলে নদীতে বড়শি দিয়ে মাছ ধরছিল।
অনেকক্ষণ ধরে দূর থেকে তাদের সেই মাছ ধরা পর্যবেক্ষণ করছিল কোয়ালাটি। এরপর তারা বড়শি রেখে একটু দূরে যেতেই তাদের মতো বড়শি নিয়ে বসে পড়ে কোয়ালাটি। এমন আদুরে একটি প্রাণীর এমন আদুরে কাণ্ড ঐ পরিবারের সবার বেশ মনে ধরে যায়। তাই কোনরকম বিরক্ত না হয়ে নিজেদের কাছে থাকা মোবাইল ফোনে সেটিকে ক্যামেরাবন্দি করেন তারা।-ইউপিআই।
ইত্তেফাক/মোস্তাফিজ
Comments