প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত মরিয়মের দ্য নিউইয়র্ক টাইমসকে সাক্ষাৎকার
পাকিস্তানে আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্ব›িদ্বতার ইঙ্গিত দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। এ ধরনের চিন্তাভাবনার কথা জানালেও এ ক্ষেত্রে পাকাপাকি সিদ্ধান্ত তার পরিবারের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি। গত শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই ইঙ্গিত দেন মরিয়ম। সাক্ষাৎকারে মরিয়ম বলেন, তার ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধব মহল তাকে নেতৃত্বের আসনে দেখতে চান। পাকিস্তানের ভবিষ্যৎ নেতা হিসেবে নিজেকে কখনো ভাবেন কি না? এ প্রশ্নের জবাবে মরিয়ম বলেন, ‘আমার আশপাশের লোকজন আমাকে বলেন, দেশের জন্য আমার সুনির্দিষ্ট কিছু ভূমিকা রাখা উচিত’। গত শনিবার মরিয়ম তার ৪৪তম জন্মদিন উদ্যাপন করেন। এ উপলক্ষে এক টুইটে তিনি বলেন, শরিফ পরিবার তার ওপর ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতৃত্বদানের ভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে যে বিবৃতি প্রচারের কথা বলা হচ্ছে, তা তার ক্ষেত্রে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। শাহবাজ আমার নায়ক সাক্ষাৎকারে মরিয়ম নওয়াজ জোর দিয়ে বলেন, তার পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য নিয়ে যেসব খবরাখবর...