ডেনমার্কে গাঁজা চাষে আগ্রহী বহু কোম্পানি

ডেনমার্কে গাঁজা চাষে আগ্রহী বহু কোম্পানি
ওষুধ হিসেবে ব্যবহারের জন্য ডেনমার্কে বৈধ হয়ে যাচ্ছে গাঁজা। চার বছর ধরে পরীক্ষা চালানোর পর ২০১৮ সালের জানুয়ারি থেকে ডেনমার্কে গাঁজাকে বৈধ করা হচ্ছে।
এর ফলে রোগীরা প্রেসক্রিপশনের মাধ্যমে গাঁজা কিনতে পারবেন। আর তার আগেই গাঁজা চাষের অনুমতি পেতে মরিয়া হয়ে উঠেছে বহু কোম্পানি।
জানা গেছে, এরই মধ্যে ডেনমার্কের মোট ১৩টি কোম্পানি কর্তৃপক্ষের কাছে গাঁজা চাষ করার অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে ঠিক কিভাবে এই গাঁজা উৎপাদিত হবে সে বিষয়ে এখনও কাজ করছে ডেনিশ পার্লামেন্ট।
এ ব্যাপারে ডানস্ক গার্টেনরি নামের এক কোম্পানির কর্মকর্তা ইয়োর্গেন কে এন্ডারসন বলেছেন, এর নিয়মকানুন খুবই জটিল। গাঁজা দিয়ে একজন রোগীর চিকিৎসার জন্য খরচ হবে প্রায় ৬ হাজার ক্রোন বা ৯৩৫ মার্কিন ডলার। তবে অনেকে বলছেন, উৎপাদিত গাঁজা অন্য দেশে রফতানি করে হয়তো এ খরচ কমিয়ে আনা যেতে পারে।
প্রসঙ্গত, ক্যান্সার ও মাল্টিপল সেক্লরোসিসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্যথা উপশমের জন্য গাঁজা বা ক্যানাবিস ব্যবহৃত হয়ে থাকে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা