স্টেডিয়ামে যাওয়ার অনুমতি পেলেন সৌদি নারীরা

এবার স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেলেন সৌদি আরবের নারীরা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রোববার সরকারি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সাল থেকে দেশটির তিনটি বড় শহর – রিয়াদ, জেদ্দা ও দাম্মামে পরিবারের সঙ্গে বসে খেলা দেখার সুযোগ পাবেন নারীরা। গত মাসে সৌদি নারীদের ওপর থেকে ড্রাইভিংয়ের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। সৌদি কর্তৃপক্ষ দেশটির নারীদের জন্য যে স্বাধীনতার উদ্যোগ নিয়েছে, তারই ধারবাহিকতায় এলো স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি।
রক্ষণশীল সৌদি সমাজে নারীদের ওপর নানা ধরনের কঠোর বিধি-নিষেধ আছে। কর্তৃপক্ষ বলছে, যেসব স্টেডিয়ামে নারীদের যাবার অনুমতি দেয়া হচ্ছে সেখানে রেস্টুরেন্ট, ক্যাফে এবং বড় পর্দা বসানো হবে।
এর আগে গত সেপ্টেম্বরে জাতীয় দিবস উপলক্ষে রিয়াদের একটি স্টেডিয়ামে নারীদের যাবার অনুমতি দেয়া হয়েছিল।
logo

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা