Posts

নতুন করে রোহিঙ্গা এসেছে তিন হাজার?

Image
বাংলাদেশে অনুপ্রবেশ-চেষ্টায় রোহিঙ্গারা। ছবিটি রোববার কক্সবাজার সীমান্ত দিয়ে তোলা। ছবি: রয়টার্স মিয়ানমারের রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর পর এ পর্যন্ত তিন হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে ধারণা করছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ঢাকা কার্যালয়। আজ সোমবার সংস্থাটির ঢাকা কার্যালয় প্রথম আলোকে এই ধারণার কথা জানায়। কক্সবাজারে ইউএনএইচসিআর এবং অন্য যারা নিবন্ধিত শরণার্থীশিবির পরিচালনা করে, তাদের অনুমানের ওপর ভিত্তি করে এই সংখ্যা জানানো হয়। শরণার্থীশিবির এবং এর আশপাশে আসা রোহিঙ্গাদের দেখে এই অনুমান করা হয়েছে। ইউএনএইচসিআরের এক কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গারা বিচ্ছিন্নভাবে আসছে। ফলে তাদের আসার সংখ্যাটি দ্রুত পরিবর্তিত হচ্ছে। যারা আসছে, তাদের মধ্যে নারী-শিশুর সংখ্যাই বেশি। শিশুদের অনেকেই আবার পরিবার বা বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে।’ সংস্থাটি বলছে, সীমান্তে এখন তীব্র উত্তেজনা চলছে। এ কারণে সেখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলো যেতে পারছে না। গণমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে সংস্থাটি জানায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে হাজারো রোহিঙ্গা আটকে আছে। স্থানীয়...

কিংবদন্তি বেনোকে ছাড়িয়ে যাওয়ার আনন্দ

Image
লায়ন আউট হতেই এক পাক নেচে নিলেন সাকিব! সিরিজে কোন দলের স্পিনের ঝাঁজ বেশি, তা নিয়ে দুজনের কথার লড়াই হয়েছে সিরিজ শুরুর আগেই। লায়নের উইকেটটি নিয়ে সাকিবের বাড়তি উচ্ছ্বাস হয়তো এ কারণেই। সাকিবের উইকেটটিও কিন্তু নিয়েছেন লায়ন l প্রথম আলো সাকিবের উইকেটটা নিয়ে রিচি বেনোর পাশে বসেছিলেন। মিরাজের উইকেটটা নিয়ে ছাড়িয়ে গেলেন বেনোকে। পরে তাইজুলকে আউট করে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন নাথান লায়ন। অস্ট্রেলিয়ান স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এত দিন শেন ওয়ার্নের (৭০৮) পরেই ছিলেন বেনো (২৪৮)। কাল বেনোকে তিন নম্বরে ঠেলে দিয়ে দ্বিতীয় হয়ে গেলেন লায়ন। কেমন এই অনুভূতি? মিরপুরে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে লায়ন দিলেন উত্তরটা, ‘অবশ্যই দারুণ। রিচি বেনো শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটেরই নন, বিশ্ব ক্রিকেটেরও কিংবদন্তি। উইকেটসংখ্যায় তাঁকে পেরিয়ে যাওয়া অবশ্যই বিশেষ কিছু। অর্জনটা আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। দলে আমার দারুণ কিছু সতীর্থ আছে, যারা আজ আমাকে নিয়ে এটা উদ্‌যাপন করবে। সিরিজ শেষে দেশে ফিরে গেলে আমি পরিবারের সঙ্গেও এটা উদ্‌যাপন করব।’ লায়নের এই অর্জনের পেছনে তাঁর প...

সকালে আক্ষেপ, বিকেলে আনন্দ

Image
দুর্দান্তভাবে ঝাঁপিয়ে পড়ে স্টাম্প ভেঙে দিলেন সৌম্য সরকার। সর্বোচ্চ চেষ্টা করেও ক্রিজে ফিরতে পারলেন না উসমান খাজা। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত, খাজা রানআউট। শেষ বিকেলে অস্ট্রেলিয়া হারাল তাদের দ্বিতীয় উইকেট l শামসুল হক ১০ রানে ৩ উইকেট হারানো বেশি বেদনার, নাকি ১৪ রানে প্রতিপক্ষের ৩ উইকেট পাওয়ার আনন্দ বেশি? দুটি এমনই বিপরীত মেরুর ব্যাপার যে একটির সঙ্গে আরেকটির তুলনা একটু কঠিন। কিন্তু মিরপুর টেস্টের প্রথম দিনের সকালের বেদনা আর শেষ বিকেলের আনন্দের মধ্যে বোধ হয় একটা তুলনামূলক রেখাচিত্র আঁকা যায়। সেখানে শেষ বিকেলের আনন্দটাই বেশি নম্বর পাবে। কারণ এই আনন্দ দিচ্ছে আরও বড় আনন্দের হাতছানি। টেস্টের প্রথম দিন শেষেই এত দূরের ভবিষ্যৎ কল্পনা করা ক্রিকেটীয় চিন্তার সঙ্গে যায় না। কিন্তু দিনের সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান যখন এসে বলে যান, ‘এখন পর্যন্ত যা হলো, তাতে মনে হয় না টেস্টটা পাঁচ দিন যাওয়ার সম্ভাবনা আছে;’ তখন কে জিতবে, কে হারবে প্রশ্নটাও আসে। প্রথম দিনের পর সেই সম্ভাবনায় বাংলাদেশের পাল্লাই ভারী দেখছেন সাকিব এবং অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেওয়া নাথান লায়ন। আর এটা সম্ভব হচ্ছে শেষবেলায়...

৪৩ রানের লিড পেল বাংলাদেশ

Image
বাংলাদেশকে হতাশ করে যাচ্ছেন কামিন্স ও অ্যাগার। ছবি: এএফপি বেশ ভোগালেন অ্যাশটন অ্যাগার। নিজের ব্যাটিং-প্রতিভা দেখানো সুযোগ পেয়ে, সেটি দারুণভাবে কাজে লাগালেন। দল যখন ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে, বাংলাদেশ যখন বড় লিডের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে, ঠিক তখনই প্যাট কামিন্সের সঙ্গে নবম উইকেটে গড়লেন ৪৯ রানের জুটি। কামিন্স চা বিরতির ঠিক পরপরই ২৫ রানে ফিরলেও অ্যাগার অপরাজিত থাকলেন ৪১ রানে। জশ হ্যাজলউডকে ইমরুল কায়েসের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে ৪৩ রানের লিড এনে দিলেন সাকিব আল হাসানই। সাকিবের বলে স্টাম্পড হলেন ম্যাক্সওয়েল। ছবি: শামসুল হক নিজের ৫০তম টেস্টে ব্যাটে-বলে অনন্য সাকিব। কাল দলের বিপর্যয়ের মুখে ৮৪ রানের দারুণ একটা ইনিংস খেললেন। অস্ট্রেলিয়ার ইনিংসে তুলে নিলেন নিজের আরও একটি ৫ উইকেট। সেই সঙ্গে দারুণ একটা রেকর্ডের অধিকারী তিনি। মাত্র চতুর্থ বোলার হিসেবে সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই ৫ উইকেটে কীর্তি তাঁর। অস্ট্রেলিয়ার শেষ ভরসাকেও ফেরালেন সাকিব ।ছবি: শামসুল হক দ্বিতীয় সেশনে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছেন অ্যাগার ও কামিন্স। ৪৯ রানের জুটিতে অবশ্য শফিউল ইসলামের একটা বড় ভূমিকা আছে। সাকিবে...

ওয়ার্নেরও যে রেকর্ড নেই, সেটাই করলেন সাকিব

Image
আরেকটি রেকর্ডে সাকিবের নাম। ছবি: শামসুল হক জশ হ্যাজলউডের ব্যাটে বলটা লাগতেই সে মুহূর্তটা এল। ইমরুল কায়েস আর কোনো ভুল করলেন না, বলটা মুঠোয় পুরে নিলেন। ব্যস, পাঁচ উইকেট পেয়ে গেলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে ১৬তম বারের মতো। সেই সঙ্গে একটি রেকর্ডও হয়ে গেল তাঁর। টেস্ট খেলুড়ে প্রতিটি দলের বিপক্ষেই ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার রেকর্ড হয়ে গেল সাকিবের। দশটি দল টেস্ট খেলছে ২০০০ সাল থেকে। ফলে নয়টি দশের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার সম্ভাবনা এ যুগের বোলারদেরই হয়েছে। সে সৌভাগ্যও কম বোলারের হয়নি। ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, ড্যানিয়েল ভেট্টোরি—তালিকাটা এর চেয়ে অনেক লম্বা হবে। কিন্তু সব কটি দেশের বিপক্ষে ইনিংসে কমপক্ষে পাঁচ উইকেট পাওয়ার কীর্তি করে দেখিয়েছেন মাত্র চারজন। সাকিব তাঁদেরই একজন। মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন আর রঙ্গনা হেরাথ—এই তিনজনই এত দিন এমন এক কীর্তির মালিক ছিলেন। সাকিব এত দিন এ তালিকায় ঢুকতে পারছিলেন না একটি কারণেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে যে বাংলাদেশ টেস্ট খেলতে পারছিল না। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েই হিসাব মিলিয়ে দিলেন। টেস্টে সব প্রতিপক্ষের বিপক্ষেই ই...

কঠোর অবস্থানেও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করা যাচ্ছে না

Image
কাগজ অনলাইন প্রতিবেদক:  বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধ করা যাচ্ছে না। রাতের অন্ধকারে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করছে। আশ্রয় পাচ্ছে শরণার্থী শিবিরসহ আশপাশের লোকালয়ে। এছাড়া মিয়ানমারের নাগরিক এসব রোহিঙ্গাকে দেশে প্রবেশে সুযোগের পাশাপাশি গোপনে আশ্রয় দেওয়ার জন্য অপেক্ষায় থাকে অনেকে। এদিকে রবিবার বিকেল ৪টায় ঘুমধুম বিজিবি ক্যাম্প ও সীমান্তের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে বিজিবি সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন সাংবাদিকদের প্রেস ব্রিফিং-এ বলেন, আমরা পরিপূর্ণভাবে যেকোন সমস্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছি। অতিরিক্ত ১৫ হাজার বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের কোন অবস্থাতেই বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানান তিনি। - বিজ্ঞাপন - এ সময় বিজিবির মহাপরিচালকের ব্রিফিং এ উপস্থিত ছিলেন, চট্টগ্রামের রিজিওনাল কমান্ডার কর্নেল আলিফ, কক্সবাজারের সেক্টর কমান্ডার আনোয়ারুল আজিম, বান্দরবান জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, ৩৪ বিজিবির অধিনায়ক লে. ...

লামায় সাজাপ্রাপ্ত ৪ পলাতক আসামি গ্রেপ্তার

Image
লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক ৪ আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে লামার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে মো. কালু (৪৪), মো. জাহাঙ্গীর (২৯), মো. ইয়াছিন (২৪) ও মো. সেলিম (২৫) বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। এ ছাড়া মো. ওসমান (২৫) জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। লামার ওসি মো. আনোয়ার হোসেন জানান, থানার উপপরিদর্শক কৃষ্ণ কুমার দাসের নেতৃত্বে আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালু, জাহাঙ্গীর, ইয়াছিন ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওসমানকে (২৫) গ্রেপ্তার করা হয়।