Posts

Image
গরু আমদানি বন্ধের দাবি মাংস ব্যবসায়ী সমিতির অনলাইন ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৭:৫৭ মিঃ দেশের কৃষক ও শিল্প বাঁচাতে, পশু পালন উন্নয়ন, চামড়া শিল্প সুরক্ষা, পশুর বর্জ্য রফতানি বৃদ্ধি করতে ভারতীয় গরু আমদানি বন্ধের কথা বলেছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি।   কোরবানির ঈদকে সামনে রেখে অবাধে গরু আসছে- এমন অভিযোগ করে সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ‘দেশে কোরবানির যোগ্য প্রায় সোয়া কোটি পশু রয়েছে। কিন্তু যেভাবে সীমান্ত অতিক্রম করে গরু আসছে। এতে আমাদের দেশীয় গরু ব্যবসায়ীরা মার খাবে।’   শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব রবিউল আলম এই দাবি জানিয়েছেন।   ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, ২০ থেকে ৩০ হাজার কোটি টাকা পশু পালনে ব্যয় করলে নিজেদের চাহিদা পূরণ করেও মাংস, চামড়া, পশুর বর্জ্য রফতানি করে দেশের এক নম্বর রফতানিজাত পণ্য হিসেবে পরিচিতি লাভ করতে পারবো। দুধের চাহিদাও পূরণ হবে, বাঁচবে গুড়া দুধ আমদানীর অর্থ।   তিনি বলেন, দেশের মাংসের দাম নিয়ন্ত্রণের জন্য গরুর হাটে চাদাবাজি, অতিরিক্ত খাজনা আদায় ব...
Image
বাবা আবার শহর গড়ার কাজে ফিরবেন: নাভিদুল হক অনলাইন ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১০:৪৮ মিঃ মস্তিষ্কের রক্তনালী প্রদাহে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং এখনো তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে মেয়রের একান্ত সচিব মিজানুর রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার মেয়রের অবস্থা যেমন ছিল, বৃহস্পতিবারও তেমন আছে।   এর মধ্যে আনিসুল হকের সুস্থতা কামনা করে বিবৃতি দিচ্ছেন তার পরিবারের সদস্যরা। গতকাল (বৃহস্পতিবার) বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন মেয়রের ছেলে নাভিদুল হক। ওই পোস্টে তিনি বলেন, ‘আমার বাবা মস্তিষ্কের বিরল রোগ সেরিব্রাল ভাসকিউলাইটিসে আক্রান্ত হয়েছে। দু’মাসের মতো অবসাদ, মাথাব্যথায় ভুগে ও রোগ নির্ণয়ে ঢাকার চিকিৎসকদের ব্যর্থতার পর এ রোগের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা পাওয়ার আশায় তাকে লন্ডনের বর্তমান হাসপাতালে ভর্তি করা হয়।’   ‘বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও, তিনি নাজুক পরিস্থিতিতে রয়েছেন। তবে তার চিকিৎসা চলছ...
Image
রায় পুনর্বিবেচনার আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে: আনিসুল হক অনলাইন ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৮:১১ মিঃ   আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপির জন্য দরখাস্ত করা হয়েছে উল্লেখ করে বলেছেন, ‘রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে।’   তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি আরো পরীক্ষা করা হচ্ছে। আরো পড়ে দেখা হচ্ছে। অর্থাত্ রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে।’   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের ১৫৪ জন অসহায় ও সুবিধা বঞ্চিত শিশুর মাঝে খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।   মন্ত্রী বলেন, রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং আপত্তিকর যে কথাগুলো উঠে এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক। তিনি বলেন, য...
Image
সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, ৪৬টির পানি হ্রাস অনলাইন ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৫:৪৭ মিঃ ফাইল ছবি দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। নদ-নদীর ৯০টি পয়েন্টের মধ্যে ৪৬টির পানি হ্রাস, ৪৩টির বৃদ্ধি ও ১টি নদীর পানি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। বর্তমানে দেশের ২৮টি পয়েন্টে নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঢাকার চতুর্দিকের ৫টি নদীর পানি বিপৎসীমার ১৫ সে.মি. থেকে ১২০ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।   গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলে বৃদ্ধি পেলেও ব্রহ্মপুত্র-যমুনা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী ৪৮ ঘণ্টা সমতলে বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বর্তমানে বিপৎসীমার প্রায় ৫৬-১২৩ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।    ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী ৭২ ঘণ্টা এবং সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী ২৪ ঘণ্টা সমতলে হ্রাস অব্যাহত থাকতে পারে। তিস্তা-ধরলা-দুধকুমার অববাহিকার নদীর পানি হ্রাস অব্যাহত রয়েছে, এতে এ অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে। মেঘনা অববাহিকায় বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উন্নতি অ...
Image
সবার আগে দরকার খাদ্য ড. আর এম দেবনাথ ১৮ আগষ্ট, ২০১৭ ইং বাজেট সমস্যা এবং প্রাকৃতিক কারণে চলতি অর্থবছরটি (২০১৭-১৮) ভালো যাবে বলে মনে হচ্ছে না। ‘ভ্যাটের’ আইন স্থগিত হওয়ায় বাজেট একটা ধাক্কা খেয়েছে। বিশ হাজার কোটি টাকা রাজস্ব কম হবে। তার ওপর প্রকৃতি এবার বিরূপ আচরণ করছে। এ কারণে অনেক কিছু ওলট-পালট হয়ে যেতে পারে। গত ঈদের সময়ে যখন বাজেট, মানে নতুন বাজেট হয়, তখন দেশে সীমিত আকারে বন্যা হয়। বৃহত্তর সিলেট এবং বৃহত্তর ময়মনসিংহের বিস্তীর্ণ অঞ্চল অকাল বন্যা ও পাহাড়ি ঢলের শিকার হয়। অতিবৃষ্টি পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। ছয়-সাতটি জেলার ফসল নষ্ট হয়। গরু-বাছুর, ছাগল, হাঁস-মুরগি ভেসে যায়। মাছের খামারিরা বিপদগ্রস্ত হয়। অগণিত মানুষ নতুন করে ঋণগ্রস্ত হয়। এক ফসলি জমির দেশ সিলেট ও ময়মনসিংহের কিশোরগঞ্জ ও নেত্রকোনার কৃষকরা সারাবছরের ফসল হারিয়ে বাস্তবে রাস্তায় দাঁড়ান। সরকারি হিসাবেই ছয় লাখ টন খাদ্যশস্য নষ্ট হয়েছে। সাড়ে তিন কোটি টন বাত্সরিক ফসলের মধ্যে ছয় লাখ টন বোরো ধান কিছুই নয়। তবু এই খবরের পুরো সুবিধা নেয় চালকলের মালিকরা। সরকারি গুদামে চালের স্টক কম, সংগ্রহাভিযানে ব্যর্থতা এবং নতুন করে স্টক জোগাড়ে অ...
Image
ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা ভয়ঙ্কর ক্রিস সিলিজ্জা ১৮ আগষ্ট, ২০১৭ ইং আমরা যা ভেবেছিলাম ডোনাল্ড ট্রাম্প আসলে তাই-ই। জন্মবাদ বা জন্মের ভিত্তিতে মানুষের মাঝে বিভাজন রীতির বিরুদ্ধে প্রচারাভিযান শুরুর পর ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ডেভিড ডিউকের মতামতের নিন্দা করতে ধীরে চলো নীতি গ্রহণ করেন। অবশেষে  জনগণের আক্রোশ থেকে রক্ষা পাওয়ার জন্য বর্ণবাদী কথাবার্তার বিরুদ্ধে যে বিবৃতি দেন তা রুটিনমাফিক ও দায়সারা গোছের। যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাদেরকেও তিনি সহিংসতার জন্য দোষারোপ করেছেন। ট্রাম্প গত কয়েকদিনে প্রমাণ করেছেন তিনি প্রেসিডেন্ট হিসেবেও একই ব্যক্তি। প্রেসিডেন্ট হওয়ার আগে ও পরের মধ্যে কোনো তফাত্ নেই এবং তিনি একজন নেতার ঠিক বিপরীত চরিত্রের মানুষ। এই ধরনের ব্যক্তি আমেরিকার মতো দেশের কল্যাণের জন্য বিপজ্জনক। গত মঙ্গলবার ট্রাম্প টাওয়ারে সাংবাদিক সম্মেলনে তিনি যে মন্তব্য করেন তাতে দেশের জাতিগত ইতিহাস ও এই দেশের বাস্তবতার নিরিখে শুধু গোঁড়ামিই প্রকাশ পায়নি, বরং নৈতিকভাবে অযৌক্তিক এক ব্যক্তিগত অবস্থানের প্রতি তার ইচ্ছের প্রতিফলনও ঘটেছে। ভার্জিনিয়ার শার্লটসভিলিতে নব্য নািসবাদী ও শ্বে...
Image
পরীর 'ইনোসেন্ট লাভ' ছাড়পত্র পেল অনলাইন ডেস্ক ১৮ আগষ্ট, ২০১৭ ইং ১৮:৪৮ মিঃ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘ইনোসেন্ট লাভ’। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ।   ছবিটির নির্মাতা রানা ছাড়পাত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।    তিনি বলেন, শুটিং অনেক আগেই শেষ করা হয়েছে। গতকাল বুধবার বিনা কর্তনে ছবিটির ছাড়পত্র পেয়েছি।   'ইনোসেন্ট লাভ'-এ পরীমণি ও জেফ ছাড়া আরও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, আমির সিরাজী ও কাবিলা।   ইত্তেফাক/রেজা