পরীর 'ইনোসেন্ট লাভ' ছাড়পত্র পেল
বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে বাংলাদেশের আলোচিত নায়িকা পরীমণি অভিনীত সিনেমা ‘ইনোসেন্ট লাভ’। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত এই ছবিতে পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জেফ।
ছবিটির নির্মাতা রানা ছাড়পাত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুটিং অনেক আগেই শেষ করা হয়েছে। গতকাল বুধবার বিনা কর্তনে ছবিটির ছাড়পত্র পেয়েছি।
'ইনোসেন্ট লাভ'-এ পরীমণি ও জেফ ছাড়া আরও অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, আমির সিরাজী ও কাবিলা।
ইত্তেফাক/রেজা
Comments