Posts

Image
প্রকাশ : ১০ মে, ২০১৭ ১৮:০৮ আপডেট :   প্রিন্ট করুন  রাঙামাটিতে ভুল চিকিৎসায় নার্সের মৃত্যুর অভিযোগে হাসপাতালে কর্মবিরতি ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি: Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং:  0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) রাঙামাটি নাসিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (নার্স) মাহামুদা খাতুনের ভুল চিকিৎসায় মৃত্যুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষোভ শুরু করছে তার সহকর্মীরা। বুধবার এঘটানায় সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালন করে রাঙামাটি নাসিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয়ে রাঙামাটি হাসপাতালে ভর্তি হয় নাসিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী (নার্স) মাহামুদা খাতুন।   তাকে প্রথমে রাঙামটি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও তাকে বাঁচানো গেলোনা। বুধবার ভোরে মাহামুদাকে মৃত্যু ঘটে। পরে তার মরদেহ রাঙামাটি নাসিং ইনস্টিটিউটে নিয়ে আসা হলে ক্ষোভ পেটে পরে সহকর্মীরা...
Image
প্রকাশ : ১০ মে, ২০১৭ ০৯:৩৯ আপডেট : ১০ মে, ২০১৭ ১৩:০০   প্রিন্ট করুন  পেটের চর্বি কমাতে করণীয় অনলাইন ডেস্ক Currently 1.00/5 1 2 3 4 5 গড় রেটিং:  1.0 /5 (2 টি ভোট গৃহিত হয়েছে) সংগৃহীত ছবি মেদহীন পেট সবারই কাম্য। অন্যদের মতো আপনারও নিশ্চয় চাই মেদহীন পেট। অথচ আপনার চাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পেটে জমছে চর্বি। আর এই চর্বি থেকে আপনি খুব সহজেই মুক্তি পেতে পারেন এর জন্য দরকার সচেতনতা।   লেবুর শরবত পান : লেবুর শরবত দিয়ে আপনার দিন শুরু হোক। কারণ লেবুর শরবত পেটের চর্বি দূর করার জন্য খুবই উপকারী। এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও লবণ দিয়ে শরবত করে নিয়মিত পান করলে পেটের চর্বি থেকে মিলবে মুক্তি। সাদা চালের ভাত : পেটের চর্বি দূরে রাখতে হলে সাদা চালের ভাত থেকে দূরে থাকুন। এর পরিবর্তে আটার তৈরি খাবার খেতে হবে। চিনি ও চিনি জাতীয় খাবার : পেটের চর্বি থেকে রেহাই পেতে হলে চিনি ও চিনি জাতীয় খাবারের সঙ্গে শত্রুতা ছাড়া উপায় নেই। চিনি জাতীয় খাবার শরীরের বিভিন্ন অংশে চর্বি জমাতে কার্যকর ভূমিকা রাখে, বিশেষ করে পেট ও ঊরুতে। প্রচুর পা...
Image
রমেল চাকমার মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে দোষীদের শাস্তির দাবীতে রাঙ্গামাটি হতে খাগড়াছড়ি জেলা পর্যন্ত দীর্ঘ মানববন্ধন সোমবার, ০৮ মে, ২০১৭, ০৩:৩৪:১৪ রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির নানিয়াচর পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়াচর উপজেলার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে দোষীদের শাস্তির দাবীতে রাঙ্গামাটি হতে খাগড়াছড়ি জেলা পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করেছে রমেল চাকমা হত্যা প্রতিরোধ কমিটি, পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। সোমবার (৮ মে) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত একযোগে এই মানববন্ধন চলে। মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আসা উপজাতী নারী-পুরুষরা বিভিন্ন প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহন করে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রমেলে মৃত্যুর পর দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবী করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই অতিদ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার আহবান জানান। উল্লেখ্য, গত ৫ এপ্রিল নানিয়াচর সদর থেকে রমেল চাকমাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। পরে চিকিৎসারধীন অবস্থায় ১৯ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপ...
Image
আন্তর্জাতিক ইউরোপ আন্তর্জাতিক সংবাদ রুশ জনগণকে কোণঠাসা করে রাখার শক্তি নেই: পুতিন জামিল খান, মস্কো থেকে ০৯ মে ২০১৭, ২৩:৪৫ ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বে এমন কোনো শক্তি নেই, যারা রাশিয়াকে কোণঠাসা করে রাখতে পারে, রুশ জনগণের অধিকার হরণের চেষ্টা চালাবে। জার্মান বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত জনগণের মহান পিতৃভূমি রক্ষা যুদ্ধ বিজয়ের ৭২ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার মস্কোয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভ্লাদিমির পুতিন বলেন, আমাদের জনগণকে দাবিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নেই, ছিল না এবং ভবিষ্যতেও তৈরি হবে না। অতীত থেকে পাওয়া শিক্ষা আমাদের সজাগ করে তুলেছে এবং রাশিয়ার সামরিক শক্তি আজ যেকোনো আগ্রাসনের সমুচিত জবাব দিতে তৈরি আছে। পিতৃভূমি রক্ষা যুদ্ধের স্মৃতিচারণ করে পুতিন বলেন, সোভিয়েত ইউনিয়নে নাৎসি জার্মান বাহিনী ভয়াবহ হামলা চালায়, আমাদের জনগণ মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মাতৃভূমি রক্ষায় ঝাঁপিয়ে পড়ে। আমরা শত্রু বাহিনীকে পিছু হটতে বাধ্য করি। সন্ত্রাস ও জঙ্গিবাদসহ যেকোনো হুমকির বিরুদ...
Image
বাংলাদেশ প্রতিদিন ০২:৪৭ ( দুপুর ) ই-পেপার ফ্রাইডে শনিবারের সকাল ঢাকা, সোমবার, ৮ মে, ২০১৭  হোম আজকের পত্রিকা  জাতীয় পূর্ব-পশ্চিম সবিশেষ পাঁচফোড়ন জীবন ধারা টেক ওয়ার্ল্ড দেশগ্রাম নগর জীবন মাঠে ময়দানে ইসলাম শোবিজ পরবাস মুক্তমঞ্চ ফেসবুক কর্নার ফিচার মিডিয়া কর্নার জব মার্কেট নগর পরিক্রমা ক্যাম্পাস কর্পোরেট কর্নার পাঠক কলাম শিরোনাম  ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু  আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের অধিনায়ক সাকিব  আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড  জার্মানিতে বোমা আতঙ্কে অর্ধলক্ষ মানুষের গৃহত্যাগ  আইএসের আফগান শাখার প্রধান নিহত  মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বন্ধের দাবিতে চীনের হুঁশিয়ারি  চীনের তৈরি বিমানটি ঘণ্টায় ৩০০ কিমি বেগে উড়তে সক্ষম!  ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু  আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের অধিনায়ক সাকিব  আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড  জার্মানিতে বোম...