রমেল চাকমার মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে দোষীদের শাস্তির দাবীতে রাঙ্গামাটি হতে খাগড়াছড়ি জেলা পর্যন্ত দীর্ঘ মানববন্ধন

সোমবার, ০৮ মে, ২০১৭, ০৩:৩৪:১৪
রমেল চাকমার মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে দোষীদের শাস্তির দাবীতে রাঙ্গামাটি হতে খাগড়াছড়ি জেলা পর্যন্ত দীর্ঘ মানববন্ধন
রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির নানিয়াচর পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়াচর উপজেলার সাধারণ সম্পাদক রমেল চাকমার মৃত্যুকে হত্যাকান্ড দাবী করে দোষীদের শাস্তির দাবীতে রাঙ্গামাটি হতে খাগড়াছড়ি জেলা পর্যন্ত দীর্ঘ মানববন্ধন করেছে রমেল চাকমা হত্যা প্রতিরোধ কমিটি, পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
সোমবার (৮ মে) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত একযোগে এই মানববন্ধন চলে। মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আসা উপজাতী নারী-পুরুষরা বিভিন্ন প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ১৯ এপ্রিল আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রমেলে মৃত্যুর পর দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবী করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই অতিদ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল নানিয়াচর সদর থেকে রমেল চাকমাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। পরে চিকিৎসারধীন অবস্থায় ১৯ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করছে।

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা