banner-image
Bangladesh Pratidin
ঢাকা, সোমবার, ৮ মে, ২০১৭
banner-image
banner-image

শিরোনাম

প্রকাশ : ৮ মে, ২০১৭ ১১:২২
আপডেট :
কাশ্মীরে আইফেল টাওয়ারের চেয়েও উচু রেল-সেতু নির্মাণ করছে ভারত
অনলাইন ডেস্ক
  • Currently 0/5
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)
কাশ্মীরে আইফেল টাওয়ারের চেয়েও উচু রেল-সেতু নির্মাণ করছে ভারত
সংগৃহীত ছবি
ভারত অধ্যুষিত কাশ্মীরের চেনাব নদীর উপর দিয়ে তৈরি হতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু। আইফেল টাওয়ারের চেয়েও বেশি উচু ওই সেতুর উপর দিয়ে ছুটবে ট্রেন। বিশ্বের সব রেকর্ড ভেঙে এই সেতু তৈরি করছে ভারত। বিশ্বের আর কোনও দেশে এত উচু রেল সেতু নেই।  
জেনে নিন সেতুটি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:
১. জার্মানি ও ফিনল্যান্ডের সংস্থা এই রেল সেতুর ডিজাইন করে দিচ্ছে। এই সেতু হবে ১ দশমিক ৩১৫ কিলোমিটার দীর্ঘ, এর উচ্চতা হবে ৩৫৯ মিটার, যা আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার বেশি উচু।
২.কাতরা ও বানিহালের মধ্যে সংযোগ স্থাপনকারী রেলপথেই থাকবে এই সেতু। এটি উধমপুর-শ্রীনগর-বারামুলা সেকশনের অংশ। যেহেতু এটির উচ্চতা অত্যন্ত বেশি, তাই এর জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হবে DRDO-কে।
৩. এই প্রজেক্টের মোট খরচ ১২ হাজার কোটি টাকা। সেতুটি নির্মাণে জন্য প্রত্যেকদিন ১ হাজার ৪০০ লোক কাজ করছে। ২০১৯-এর মার্চ মাসে এই সেতু নির্মাণ সম্পূর্ণ হবে।
৪. একটি প্রত্যন্ত জায়গায় স্টিলের তৈরি এই ব্রিজ নজিরবিহীন বলে জানিয়েছে ব্রিটেন। এই এলাকায় যোগাযোগের ব্যবস্থা খুবই খারাপ ছিল, তাই সেতু নির্মাণের আগে ২২ কিলোমিটার রাস্তা তৈরি করতে হয়েছে। সেতুটির নিরাপত্তায় আকাশপথে সিকিউরিটি দেওয়া হবে।
৫. ট্রেন ও যাত্রীদের উপর নজর রাখতে অনলাইন মনিটরিং-এর ব্যবস্থা করা হচ্ছে। এই সেতুর সঙ্গে থাকবে ফুটপাথ ও সাইকেল চালানোর রাস্তা। বায়ুর গতিবেগ বুঝতে সেন্সর লাগানো থাকবে সেতুতে। ৯০ কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইলেই থামিয়ে দেওয়া হবে ট্রেন , জ্বলে লাল সিগন্যাল।
৬. ইন্সপেকশন ও মেরামতের জন্য সেতুর উপর দিয়ে থাকবে রোপওয়ের ব্যবস্থা। স্টিল দিয়ে এই সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এই ধাতুই পারে মাইনাস ২০ ডিগ্রিতেও ঠিক থাকতে ও ২৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার বেগ সহ্য করতে।
৭. এ সেতু তৈরি করতে ২৪ হাজার ০০০ টন স্টিল লাগবে।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ৮ মে ২০১৭/ ই জাহান

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা