Posts

Image
বাংলাদেশ সংবাদ ঢেউয়ের তালে মন ভেজালেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ০৬ মে ২০১৭, ২০:৪১ ১৬ সমুদ্রের বিশালতা মানুষকে মুগ্ধ করে, কাছে টানে। সমুদ্রদর্শনের পর আর দশটা সাধারণ মানুষের মতো উচ্ছ্বাসিত-আনন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ছবি: ফোকাস বাংলা কক্সবাজারের উখিয়া উপজেলার পাথুরে সৈকতখ্যাত ইনানী সমুদ্র উপকূলে আজ শনিবার দুপুরে প্রায় ৮০ কিলোমিটার লম্বা ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ’ সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ‘বেওয়াচ রিসোর্ট’-সংলগ্ন এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণও দেন। সমুদ্রের জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা ভাষণ শেষে প্রধানমন্ত্রী নেমে পড়েন সমুদ্রসৈকতে। সমুদ্রতীরে যাবেন আর জলে পা ভেজাবেন না, তা কি হয়? হয় না বলেই প্রধানমন্ত্রী নেমে পড়েন ঝিনুকফোটা সাগরবেলায়। তিনি অনেকটা সময় খালি পায়ে হাঁটেন। মন ভেজান সমুদ্রের ঢেউয়ের তালে। প্রায় ১৫ মিনিট তিনি সমুদ্রজলে পা ভিজিয়ে খুঁজে বেড়ান নিজের শৈশবকাল। কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছ...
Image
পরীক্ষার ফল চ্যালেঞ্জ আজ থেকেই এসএসসি ও সমমানের ফল যাদের মনঃপূত হয়নি তারা আজ থেকেই চ্যালেঞ্জ করতে পারবে। ১১ মে পর্যন্ত বোর্ডগুলো এসএমএসে আবেদন গ্রহণ করবে। ১১ জুনের মধ্যে আবেদনের ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবেদন প্রক্রিয়া আগের মতই। বোর্ডগুলোর ওয়েবসাইটেও এ ব্যাপারে বিজ্ঞপ্তি আছে। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। RSC   লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে।
Image
খাতা মূল্যায়নে নয়া পদ্ধতি, কমেছে পাসের হার ইংরেজি ও গণিতে ফেল বেশি ইত্তেফাক রিপোর্ট ০৫ মে, ২০১৭ ইং এবার এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতিতে আনা হয়েছিল পরিবর্তন। কোন প্রশ্নের কোন উত্তর হবে তার একটি মডেল নির্ধারণ করে দেওয়া হয়। আর এই মডেলের ওপর ভিত্তি করে শিক্ষকরা নম্বর দিয়েছেন। শিক্ষামন্ত্রী দাবি করেছেন সঠিকভাবে খাতা মূল্যায়নের কারণেই পাসের হার কমেছে। তবে এ নিয়ে প্রশ্ন রয়েছে অভিভাবকদের। বারবার পরীক্ষা পদ্ধতির পরিবর্তনে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। উল্লেখ্য এবার এসএসসিতে পাসের হার গত ৬ বছরের চেয়ে কম। এবার সার্বিক পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। ২০১১ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ৩১ শতাংশ।  এরপর ২০১২ সালে ৮৬ দশমিক ৩৭ শতাংশ, ২০১৩ সালে ৮৯ দশমিক ০৩ শতাংশ, ২০১৪ সালে ৯১ দশমিক ৩৪ শতাংশ, ২০১৫ সালে ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ এবং গত বছর পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। সবচেয়ে খারাপ করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ০৩ শতাংশ। পাসের হার কমার চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন,  আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক, আমরা এ তথ্য জানার জন্য প্রস্তুতও ছিলাম। যেহে...
Image
পরমাণু যুদ্ধ শুরু হলে প্রথমেই ঝলসে যাবে জাপান! অনলাইন ডেস্ক Currently 4.50/5 1 2 3 4 5 গড় রেটিং:  4.5 /5 (2 টি ভোট গৃহিত হয়েছে) প্রতীকী ছবি এবার জাপানকে হুঁশিয়ারির বার্তা দিল উত্তর কোরিয়া।  কোরিয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে নাকি রেডিও অ্যাক্টিভ মেঘমণ্ডলীতে প্রথমেই ঝলসে যাবে জাপান। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত দৈনিক রোডং সিনমুন এ হুঁশিয়ারির কথা বলা হয়েছে। দৈনিক রোডং সিনমুনের সেই প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে মার্কিন কয়েকটি ঘাঁটি রয়েছে এবং কোরিয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে তেজস্ক্রিয় মেঘমণ্ডলীতে প্রথমেই যে দেশ ঝলসে যাবে সেটি হলো জাপান। এতে আরও বলা হয়েছে, নিজ স্বার্থ সম্পর্কে যদি সত্যিই যদি সচেতন হয় তবে শান্তিপূর্ণ ভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা জাপানের করা উচিত। এছাড়া জাপানকে অতীতের পরমাণু বোমা হামলার অভিজ্ঞতার কথাও এতে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এছাড়া পরমাণু বোমার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই আছে। পরমাণু বোমার অভিজ্ঞতার কতোটা ভয়াবহ তা অন্যের চেয়ে জাপান বেশ ভাল করেই জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে। - S...
Image
পৃথিবীতে মানুষের আয়ু আর মাত্র ১০০ বছর! অনলাইন ডেস্ক ০৪ মে ২০১৭, ২২:২৬ স্টিফেন হকিং প্রখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং মনে করেন, অস্তিত্ব রক্ষা করতে হলে আগামী এক শতাব্দীর মধ্যেই মানবজাতিকে পৃথিবী ছাড়তে হবে। বেঁচে থাকার জন্য অন্য কোনো গ্রহে আবাস গড়তে হবে মানুষকে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, মহামারি ও জনসংখ্যা বৃদ্ধির কারণে এই গ্রহের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে মনে করেন ব্রিটিশ এই বিজ্ঞানী। স্টিফেন হকিং ‘এক্সপেডিশন নিউ আর্থ’ নামের বিবিসির একটি নতুন তথ্যচিত্রে এ মন্তব্য করেছেন। বিবিসি টু’তে ওই তথ্যচিত্র সম্প্রচার করা হয়েছে। এই তথ্যচিত্রের নির্মাতা হকিং নিজেই। এই তথ্যচিত্রটি বিবিসির সায়েন্স সিজন ‘টুমোরোস ওয়ার্ল্ড’-এর অংশ। তথ্যচিত্রটিতে হকিং বলেছেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব, উল্কার আঘাত, মহামারি এবং জনসংখ্যা বৃদ্ধি এই গ্রহটিকে ‘ক্রমাগতভাবে বিপজ্জনক’ করে তুলেছে। অস্তিত্ব রক্ষা করতে হলে আমাদের এই পৃথিবী ত্যাগ করা প্রয়োজন। হকিংয়ের ধারণা, আমরা যদি নতুন একটি পৃথিবী খুঁজে পেতে ব্যর্থ হই, তবে মানবজাতির অস্তিত্ব সর্বোচ্চ ১০০ বছর পর্যন্ত টিকবে। যুগান্তকারী ধারাবা...
Image
ইউটিউবের নতুন ডিজাইন অনলাইন ডেস্ক সংগৃহীত ছবি ইউটিউব তাদের ওয়েবসাইটে নতুন ডিজাইন নিয়ে পরীক্ষা শুরু করেছে। ম্যাটেরিয়াল ডিজাইনের উপর ভিত্তি করে এই ওয়েবসাইটের রিডিজাইন করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।   এ ব্যাপারে ইউটিউবের ব্যবহারকারীর অভিজ্ঞতা বিভাগটির প্রধান ফ্রেড গিলবার্ট বলেন, প্রতিষ্ঠানটি আরও অনেক ভিডিও সহজে আবিস্কারের জন্যই পদক্ষেপ নিচ্ছে। এছাড়াও এখানে সাইড বার মেন্যু সরিয়ে নেয়া হয়েছে এবং বাম পাশে উপরে ইউটিউব লোগো আরও ছোট করা হয়েছে।   ব্যবহারকারীরা নতুন ডিজাইন ব্যবহার করে দেখতে পারবেন। আর ভালো না লাগলে পুরনো ডিজাইনে ফিরে যাওয়ার সুযোগও রয়েছে। নতুন ডিজাইনে ইউটিউব ওয়েবসাইটকে ইউটিউব টিভির মতো মনে হবে।   সূত্র: ম্যাশেবল বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/ওয়াসিফ
Image
এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ০৩ মে, ২০১৭ ইং ১৭:২৫ মিঃ ২০১৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার ফলাফলপত্র হস্তান্তর করবেন।    দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। শিক্ষার্থীরা আগামীকাল দুপুর ২টা থেকে ইন্টারনেট, মোবাইল এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে।   শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান বলেন, এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৯০ জন বেশি।   তথ্য কর্মকর্তা জানান, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র ও ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী  দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত তত্ত্বীয় পরীক্ষা চলতি ব...