Posts

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ‘হিমার্স’ অস্ত্র রাখার গুদাম উড়িয়ে দেয়ার দাবি রাশিয়ার

Image
  ফাইল ছবি ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট সিস্টেম রাখার গুদাম উড়িয়ে দেয়ার দাবি করেছে রাশিয়া। সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের পশ্চিম দিকের শহর খেমেলেনতেস্কি শহরে হামলা চালিয়ে তাদের সেনারা একটি অস্ত্রের গুদাম উড়িয়ে দিয়েছে। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বেশ কয়েকটি হিমার্স রকেট সিস্টেম ধ্বংস করে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দুই পক্ষই বিষয়টি অস্বীকার করেছে।  যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলে বলেছিলেন, রাশিয়া এখন পর্যন্ত একটি হিমার্স বা ওই গোত্রের কোনো অস্ত্র ধ্বংস করতে পারেনি।  রাশিয়া সর্বশেষ যে হামলার কথা জানিয়েছে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে রাশিয়ার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।  রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (ব্যবস্থা) তথা হিমার্স দিয়েছে যুক্তরাষ্ট্র। হিমার্স ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ভূমিকা রাখতে পা...

রয়টার্সের প্রতিবেদন প্রবল রুশ গোলাবর্ষণের মধ্যে শস্য পরিবহন শুরু করতে যাচ্ছে ইউক্রেন

Image
  কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহনে গত শুক্রবার রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক চুক্তি করে ইউক্রেন রাশিয়ার সঙ্গে চুক্তির আওতায় খাদ্যশস্য পরিবহন শুরু করতে যাচ্ছে ইউক্রেন। যুদ্ধের কারণে বিগত পাঁচ মাস যাবত জমে থাকা খাদ্যশস্য বিদেশে পাঠানো গেলে বৈশ্বিক খাদ্য সংকট লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার আঙ্কারায় তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহনে চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ষষ্ঠ মাসে পড়েছে। গেল সপ্তাহেও ইউক্রেনে ব্যাপক গোলাবর্ষণ করেছে রাশিয়া। চুক্তির পরদিন শনিবার ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ কারণে পণ্য পরিবহনে ঝুঁকি রয়েছে বলে মনে করছে ইউক্রেন। ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী ওলেকসান্দার কুবরাকভ বলেন, কৃষিপণ্য পরিবহনে আমাদের কারিগরি প্রস্তুতি চলমান রয়েছে। খবরে বলা হয়েছে, খাদ্যশস্য পরিবহনে রাশিয়া-ইউক্রেনের চুক্তির অনিশ্চয়তার মধ্যে সোমবার বৈশ্বিক গমের দাম বেড়েছে। যদিও শুক্রবার চুক্তি হওয়ার পর দাম কমেছিল। সূত্র:  রয়টার্স বিডিপ্রতিদিন/কবিরুল  

ঋণখেলাপি থেকে বাঁচতে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করছে পাকিস্তান

Image
  বিভিন্ন পণ্য ও প্রয়োজনীয় পরিষেবার ভয়াবহ ঘাটতির মুখে পড়েছে পাকিস্তান। দেশটিতে সংকট শুধু বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতিতে থেমে নেই। অন্যান্য গুরুত্বপূর্ণ খাত যেমন ওষুধ, শিক্ষা এবং খাদ্যের মূল্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এরইমধ্যে ঋণখেলাপি হওয়ার কবল থেকে বাঁচতে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির জন্য অধ্যাদেশ জারি করেছে পাকিস্তানের মন্ত্রিসভা। বৃহস্পতিবার ফেডারেল মন্ত্রিসভা এই অধ্যাদেশের অনুমোদন দেয়। তবে এই অদ্যাদেশে এখনো স্বাক্ষর করেননি দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। জানা গেছে, গত বৃহস্পতিবার আন্তঃসরকারি বাণিজ্যিক লেনদেন অধ্যাদেশ ২০২২ নামে একটি অধ্যাদেশ জারি করে পাকিস্তানের মন্ত্রিসভা। ওই অধ্যাদেশ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকারকে বিদেশি সংস্থা এবং সরকারের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করার অনুমতি দেবে। এছাড়া আন্তঃসরকারি বাণিজ্যিক লেনদেন অধ্যাদেশ ২০২২-এর মাধ্যমে কেন্দ্র থেকে প্রাদেশিক সরকারগুলোকে জমি অধিগ্রহণের জন্য বাধ্যতামূলক নির্দেশ জারি করার ক্ষমতাও দেওয়া হয়েছে। অধ্যাদেশে, পাকিস্তান সরকার আদালতকে অন্য রাষ্ট্রের সরকারি কোম্পানির সম্পদ ও শেয়ার বিক্রির বিরুদ্ধে কোনো আবেদন গ্রহণে বাধা দেওয়া হ...

নিষেধাজ্ঞা শেষে ধরা পড়ছে শত শত মণ ইলিশ

Image
  বরিশাল মোকামে শত শত মণ ইলিশ আসছে নিষেধাজ্ঞা শেষে বরিশালের পোর্ট রোড মোকামে আসতে শুরু করেছে শত শত মণ সামুদ্রিক ইলিশ। তবে নদীর ইলিশ আসছে কম। নদীর ইলিশের দাম তুলনামূলক বেশি। আর সামুদ্রিক ইলিশ বিক্রি হচ্ছে কম দামে। আগামী কয়েকদিন সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে ধারণা করছেন মৎস্য কর্মকর্তারা। ইলিশ প্রজনন নিরাপদ করতে প্রতি বছর সাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময়ে অভ্যন্তরীণ বিভিন্ন নদী থেকে গড়ে প্রতিদিন ৫০ থেকে ১০০ মণ ইলিশ আসতো বরিশাল মোকামে। তবে ২৩ জুলাই মধ্যরাতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ২৪ ঘণ্টা পার না হতেই শত শত মণ সাগরের ইলিশ আসতে শুরু করেছে বরিশাল মোকামে। সোমবার বরিশাল মোকামে এসেছে প্রায় ১ হাজার মণ সামুদ্রিক ইলিশ। আর স্থানীয় নদীর ইলিশ এসেছে ৫০ থেকে ৬০ মণ। পোর্ট রোডের ইলিশ ব্যবসায়ী হালিম সিকদার জানান, সোমবার নদীর ইলিশ চড়া দামে বিক্রি হলেও সামুদ্রিক ইলিশ প্রতিমণ সাইজ ভেদে বিক্রি হয়েছে ২৪ হাজার থেকে ২৮ হাজার টাকা। আগামী দিনে ইলিশের সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে মনে করেন তিনি। আরেক ইলিশ ব্যবসায়ী মো. হারুন বলেন, ক্রেতাদের আকর্ষণ নদীর ইলিশে। স্থানীয়দের মাঝে সা...

ইবির শারীরিক শিক্ষা বিভাগের ভর্তি আবেদন শুরু ১ আগস্ট

Image
  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষে (১ম বর্ষ স্নাতক) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি আবেদন ১ আগস্ট শুরু হয়ে চলবে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক ভর্তি আবেদনের ফি ধরা হয়েছে ১ হাজার টাকা। পরীক্ষা আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ভর্তি পরীক্ষায় শারীরিক শিক্ষা বিভাগে কোটা ব্যতীত ২৫টি আসন রাখা হয়েছে। বিকেএসপি’র সনদধারী ভর্তিচ্ছুদের জন্য ২০% বিশেষ কোটা সুবিধা রাখা হয়েছে। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দেশিত পন্থায় ১ হাজার টাকা ফি মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। শারীরিক শিক্ষা বিভাগের ভর্তি পরিক্ষা ১০০ নম্বরের হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। ব্যবহারিক পরীক্ষায় ৩০ নম্বর রাখা হয়েছে। পরীক্ষায় এমসিকিউ এ পাশ নম্বর ৪০ এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ নম্বর ১২ রাখা হয়েছে। বিকেএসপি সনদধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ২০ প্রযোজ্য হবে। প্রস...

সুইডিশ কূটনীতিককে তলব তুরস্কের, ন্যাটোর সদস্যপদ ‘আটকে দেয়ার হুমকি’

Image
  সুইডেনের গোথেনবার্গ শহরে একটি কুর্দি গোষ্ঠীর মিছিল-সমাবেশের কড়া প্রতিবাদ করেছে তুরস্ক।  গতকাল শনিবার আঙ্কারায় নিযুক্ত সুইডেনের শীর্ষ পর্যায়ের একজন কূটনীতিককে তলব করে এর প্রতিবাদ জানিয়েছে তুরস্ক।  তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় সুইডিস  দূতাবাসের অন্তর্বর্তী প্রধানকে তলব করে কুর্দি গোষ্ঠীর ওই বিক্ষোভের ব্যাপারে প্রচণ্ড রকমের অসন্তুষ্টি জানায়। তুরস্ক কুর্দি সংগঠনগুলোকে সন্ত্রাসী বলে মনে করে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে যে চুক্তি হয়েছে তার আলোকে আমরা আশা করি গেথেনবার্গ শহরে কুর্দি সন্ত্রাসীরা যে সমাবেশ ও মিছিল করেছে সে ব্যাপারে সুইডিশ সরকার প্রয়োজনীয় আইন এবং বিচারিক ব্যবস্থা গ্রহণ করবে।” তুরস্কের সঙ্গে সুইডেনের নতুন করে এই টানাপড়েন এমন সময় শুরু হল যখন তুর্কি প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন যে, সুইডেন এবং ফিনল্যান্ড যদি কুর্দি সন্ত্রাসীদেরকে সমর্থন দেয়া বন্ধ না করে তাহলে তাদের ন্যাটো সামরিক জোটে অংশগ্রহণের বিষয়টি তার সরকার আটকে দেবে।  গত মাসে স্পেনের মাদ্রিদ শহরে তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যে একটি চুক্তি হ...

বৈঠকে বসতে পারেন মোদি-শেহবাজ

Image
  নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফ। ফাইল ছবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানে একটি বৈঠক করতে পারেন। উজবেকিস্তানের সমরখন্দে ১৫-১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বার্ষিক সম্মেলন। সেখানেই দুই প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। খবর পাকিস্তানের দ্য নিউজের।  এই সংবাদমাধ্যমের বরাতে খবরটি  ভারতের বিজনেস স্ট্যান্ডারও প্রকাশ করেছে।  এসসিও মহাসচিব ঝাং মিং শুক্রবার তিন দিনের শফরে পাকিস্তান গেছেন। সেখানে অংশ নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানাবেন মিং।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ সম্মেলনে যোগ দেবেন। ফলে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন। গত ৬ বছরের মধ্যে প্রথমবার দুই প্রধানমন্ত্রী এক জায়গায় উপস্থিত থাকবেন। খবরে বলা হয়েছে, উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার জানায়, শেহবাজ ও মোদির মধ্যে একটি সুযোগ বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ উভয়েই দুই দিনের জন্য একই প্রাঙ্গণে থাকবেন। ভারত এখনো অনুরোধ না করায...