রয়টার্সের প্রতিবেদন প্রবল রুশ গোলাবর্ষণের মধ্যে শস্য পরিবহন শুরু করতে যাচ্ছে ইউক্রেন
রাশিয়ার সঙ্গে চুক্তির আওতায় খাদ্যশস্য পরিবহন শুরু করতে যাচ্ছে ইউক্রেন। যুদ্ধের কারণে বিগত পাঁচ মাস যাবত জমে থাকা খাদ্যশস্য বিদেশে পাঠানো গেলে বৈশ্বিক খাদ্য সংকট লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে।
গত শুক্রবার আঙ্কারায় তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য পরিবহনে চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন।
ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রী ওলেকসান্দার কুবরাকভ বলেন, কৃষিপণ্য পরিবহনে আমাদের কারিগরি প্রস্তুতি চলমান রয়েছে।
খবরে বলা হয়েছে, খাদ্যশস্য পরিবহনে রাশিয়া-ইউক্রেনের চুক্তির অনিশ্চয়তার মধ্যে সোমবার বৈশ্বিক গমের দাম বেড়েছে। যদিও শুক্রবার চুক্তি হওয়ার পর দাম কমেছিল। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল
Comments