ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ‘হিমার্স’ অস্ত্র রাখার গুদাম উড়িয়ে দেয়ার দাবি রাশিয়ার

 ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ‘হিমার্স’ অস্ত্র রাখার গুদাম উড়িয়ে দেয়ার দাবি রাশিয়ার

ফাইল ছবি

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট সিস্টেম রাখার গুদাম উড়িয়ে দেয়ার দাবি করেছে রাশিয়া।



সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের পশ্চিম দিকের শহর খেমেলেনতেস্কি শহরে হামলা চালিয়ে তাদের সেনারা একটি অস্ত্রের গুদাম উড়িয়ে দিয়েছে।

এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বেশ কয়েকটি হিমার্স রকেট সিস্টেম ধ্বংস করে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন দুই পক্ষই বিষয়টি অস্বীকার করেছে। 



যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিলে বলেছিলেন, রাশিয়া এখন পর্যন্ত একটি হিমার্স বা ওই গোত্রের কোনো অস্ত্র ধ্বংস করতে পারেনি। 

রাশিয়া সর্বশেষ যে হামলার কথা জানিয়েছে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন। তবে রাশিয়ার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 



রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (ব্যবস্থা) তথা হিমার্স দিয়েছে যুক্তরাষ্ট্র। হিমার্স ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। 

সূত্র: আল-জাজিরা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা