ইরান কেন হঠাৎ গোয়েন্দাপ্রধান পরিবর্তন করল
ইরানের সদ্য সাবেক গোয়েন্দাপ্রধান মোহাম্মদ তইয়্যেব মধ্যপ্রাচ্যের দেশ ইরান বৃহস্পতিবার বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন গোয়েন্দাপ্রধান নিয়োগ দিয়েছে । তবে হঠাৎ করে কেন দেশটি শক্তিশালী সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান পরিবর্তন করল তার কোনো ব্যাখা দেয়নি। আরব নিউজের খবরে বলা হয়েছে , তেহরান সদ্য সাবেক গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করেছে। দেশের মধ্যে কয়েকটি টার্গেটকৃত গুপ্তহত্যা এবং অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের পর ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। এসব ঘটনার জন্য ইরান বরাবরই চিরশত্রু ইসরায়েলকে দায়ী করে আসছে। খবরে আরও বলা হয়েছে, ইস্তামবুলে ইসরায়েলি নাগরিকদের হত্যার পরিকল্পনার অভিযোগে তুরস্কের নিরাপত্তা বাহিনী ৮ ইরানি নাগরিককে আটক করেছে। এরপর ইরান আইআরজিসির গোয়েন্দাপ্রধান হুসেইন তইয়্যেবকে সরিয়ে নুতন গোয়েন্দাপ্রধান নিয়োগ দিয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে ইরান ও ইসরায়েল ছায়া যুদ্ধে লিপ্ত। পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ইরান বরাবরই ইসরায়েলকে দোষারোপ করে আসছে। এছাড়া কয়েকজন বিজ্ঞানী এবং সেনা কমান্ডারকেও হত্যায় ইহুদি রা...