পদ্মা সেতু উদ্বোধন: দলে দলে সমাবেশের পথে ছুটছে মানুষ
শনিবার ভোরের আলো ফোটার আগে থেকেই প্রধানমন্ত্রীর জনসভাস্থলের দিকে ছুটতে শুরু করেছে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ।
শনিবার ভোর থেকে শিবচরের প্রত্যন্ত অঞ্চল থেকে জনসভার উদ্দেশে সাধারণ মানুষ যাত্রা শুরু করেছে। আড়িয়াল খাঁ নদ সংলগ্ন ইউনিয়নগুলো থেকে লঞ্চে করে ইতোমধ্যেই সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছে কয়েক হাজার মানুষ। এছাড়া বিভিন্ন যানবাহনে চরে সমাবেশ থেকে দূরবর্তী স্থানে নেমে হেঁটে জনসভাস্থলের অভিমুখে যাচ্ছে নানা শ্রেণীপেশার মানুষ।
সরেজমিনে দেখা গেছে, সমাবেশ স্থলে যেতে শিবচরের পাঁচ্চর এলাকা, বাখরেরকান্দি, কাওড়াকান্দি, মাদবরচর, চরজানাজাত, বন্দোরখোলা, কতুবপুর, কাদিরপুরসহ নিকটবর্তী এলাকা থেকে অসংখ্য মানুষ হেঁটে রওনা দিয়েছে। এছাড়া দূরবর্তী এলাকা থেকে লঞ্চ, বাসসহ বিভিন্ন যানবাহনে সমাবেশ স্থলে যাচ্ছে জনগণ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
Comments