Posts

বিস্ফোরণে কেঁপে ওঠে ৪ কিলোমিটার এলাকা

Image
  চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরেও কেঁপে ওঠে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রাথমিকভাবে তারা এটিকে ভূমিকম্প মনে করেছিলেন। চার কিলোমিটার দূরের এলাকার এক বাসিন্দার ঘরের সিসি ক্যামেরায় দেখা যায়, হঠাৎ করে একটি শব্দে বাসার বাইরে রাখা গাড়ি ও বাসা কেঁপে ওঠে। সীতাকুণ্ড এলাকার কাইয়ূম চৌধুরী ও আবুল বাশার সংবাদমাধ্যমকে জানান, বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশপাশের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। অগ্নিকাণ্ডস্থলের আশপাশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত ১১টার দিকে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এ ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

বিস্ফোরণে ভেঙে গেছে আশেপাশের এলাকার জানালার গ্লাস

Image
  চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের বিএম কন্টেইনারের ডিপোর আগুন এবং বিস্ফোরণের প্রভাব পড়েছে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। বিস্ফোরণের বিকট শব্দে ভেঙে গেছে ওই সব এলাকার কাঁচের দরজা, জানালা। নষ্ট হয়েছে গেছে ঘরে থাকা টিভি ফ্রিজ, ফ্যানসহ বৈদ্যুতিক নানান সরঞ্জাম। বিস্ফোরণের পর থেকো কালো ধোঁয়া এবং  রাসায়নিক পদার্থের পোড়া গন্ধে চরম অস্বস্তিতে পড়েছেন কয়েক গ্রামের বৃদ্ধ এবং শিশুরা। রবিবার সকালে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর, কেশবপুর, মোল্লাপাড়া, লালবাগসহ বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলে এ তথ্য জানা যায়। শীতলপুর এলাকার আবদুল করিম বলেন, বিস্ফোরণের বিকট শব্দে অনেক ঘরের কাঁচের দরজা এবং জানালা ভেঙে যায়। নষ্ট হয়ে যায় বৈদ্যুতিক নানা সরঞ্জাম। ক্যামিকেল পোড়া গন্ধ এবং কালো ধোয়ার কারণে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে শিশু ও বৃদ্ধদের। বিডি প্রতিদিন/হিমেল

আমাকে কালেমা পড়ে দেন’, শেষবার ফোনে বাবাকে বলেছিলেন ছেলে

Image
  ছেলে মমিনুল হকের ছবি দেখাচ্ছেন বাবা (ছবি সংগৃহীত) তিন মাস আগে চাকরি শুরু করেছিলেন মমিনুল হক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে কম্পিউটার অপারেটর পদে ছেলের চাকরিতে বাবা ফরিদুল হক খুশি ছিলেন। শনিবার রাতে ছেলের শেষ ফোন পান তিনি। ২৭ বছর বয়সী ছেলে মমিনুল তাকে বলেন, “বাবা এখানে কিছুক্ষণ পরে পরে ব্লাস্ট হচ্ছে।’’ এর ১০ মিনিট পরই আবার ছেলের ফোন পান তিনি।  শনিবার মাঝরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা ফরিদুল গণমাধ্যমকে জানান, “দ্বিতীয়বার ফোনে মমিনুল বলেন, “বাবা আমার একটা পা উড়ে গেছে। আমাকে কলমা পড়ে সাফ করে দেন। হাতে ফোন রেখেই মমিনুল বলছিল, ‘আমি মাটিতে পড়ে গেছি আমাকে কেউ একটু তুলে দাও। এসময় কেটে যায় ফোনের লাইন। ওটাই ছিল ছেলের সঙ্গে শেষ কথা।” শনিবার রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।    বিডি প্রতিদিন/ফারজানা https://www.blogger.com/blog/post/edit/8366252655969462823/1604745561921583730

সীতাকুণ্ডে বিস্ফোরণ, স্বজনের খোঁজে স্বজনরা

Image
  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গ। এখানে মর্গের সামনে ছোট ভাই আবদুর রহমানকে (৩১) খুঁজে বেড়াচ্ছেন বড় ভাই আলী নেওয়াজ। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অপেক্ষা করলেও খোঁজ মিলেনি আবদুর রহমানের। আলী নেওয়াজ বলেন, আমার ভাই, আমার অনেক আদরের। সে আমার ছোট। তবুও সে  আমার সব খেয়াল রাখতো। প্রতিদিন ফোন দিয়ে আমার খবর নিত। আমার সেই ভাই আজ কই। তার কোনো খোঁজ পাচ্ছিনা।’ তিনি বলেন, আমার ভাইটা মাত্র ৮ মাস আগে কন্যা সন্তানের বাবা হয়েছে। তার সে ছোট কন্যাকে আমরা কী জবাব দেব। কোথায় পাব আমার ভাইকে।      চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এখনও অনেক নিখোঁজ আছেন। এসব নিখোঁজদের খোঁজে স্বজনরা হাসপাতালের ওয়ার্ড থেকে ওয়ার্ড এবং মর্গে যাচ্ছেন। আজ বিকাল পর্যন্ত অন্তত ২৫ থেকে ৩০ জন নিজেদের স্বজনকে খুঁজছেন। কেউ ভাইকে, কেউ বাবাকে, কেউ নিকট আত্মীয়কে খুঁজছেন। অনেকে হাতে ছবি নিয়েও ঘুরছেন। অপেক্ষায় আছেন কখন স্বজনের দেখা মিলবে। জানা যায়, মো. সাকিব (১৯) নামে একজন বিএম কন্টেইনারে কাভার্ডম্যানের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সুবর্ণপুর উপজেল...

আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

Image
  আরিফ রাজধানী ঢাকার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি এক যুবক লটারির ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন (৪৮ কোটি ৫০ লাখ টাকা)।  স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে , শারজায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী আরিফ খান রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘মাইটি ২০ মিলিয়ন’ র‌্যাফেল ড্র-তে ২ কোটি দিরহাম জিতেছেন। গত চার বছর ধরে তিনি শারজায়  গাড়ি রক্ষণাবেক্ষণের দোকান চালান। খালিজ টাইমসকে ৩৬ বছর বয়সী এই বাংলাদেশি যুবক বলেন, জীবনে কোনো লটারির টিকিট কিনিনি। আমি শুধু আমার ভাগ্য বদলানোর চেষ্টা করছিলাম। বাংলাদেশি মুদ্রায় প্রাইজমানি কত জানতে চাইলে হিসাব করার চেষ্টা করে তিনি হাল ছেড়ে দেন। পরে বলেন, আমি জানি না। আমি যে ২০ মিলিয়ন দিরহাম জিতেছি, সে খবরেই এখনো ডুবে আছি। আরিফ বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বাসিন্দা। এত টাকা দিয়ে কী করবেন জানতে চাইলে তাৎক্ষণিক তিনি কোনো পরিকল্পনা জানাতে পারেননি। তিনি বলেন, আমার কোনো পূর্বপরিকল্পনা নেই। এর আগে ১২ বছর আরিফ সৌদি আরবে কাজ করেছেন জানিয়ে বলেন. সেখানে আমার ব্যবসা ধস নেমেছে, কিন্তু এখন সব ঠিক আছে। খালিজ টামসের খবরে আরও বলা ...

যুদ্ধের ১০০ দিন পর ইউক্রেনে কতটুকু সাফল্য পেল রাশিয়া?

Image
  সংগৃহীত ছবি গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। শুক্রবার (৩ জুন) ১০০তম দিনে গড়িয়েছে এই যুদ্ধ। রুশ-ইউক্রেন যুদ্ধ এখন ঠিক কি অবস্থায় আছে - তার অনেকখানি ধারণা পাওয়া যেতে পারে নিচের তিনটি উক্তি থেকে। এক.  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, তার দেশের ২০ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। দুই.  যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা বিভাগ তাদের সবশেষ মূল্যায়নে বলছে, রাশিয়া এখন পূর্ব ডোনবাসে কৌশলগত সাফল্য পাচ্ছে, যদিও এর জন্য তাকে প্রচুর মূল্য দিতে হচ্ছে। তিন.   ন্যাটোর প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ অন্যদিকে বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন 'ওয়ার অব অ্যাট্রিশন' বা 'দাঁতে দাঁত চেপে যুদ্ধ চালিয়ে যাওয়া'-র অবস্থায় উপনীত হয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য' তৈরি হতে হবে। রাশিয়ার সাফল্য যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের মূল্যায়নে বলছে, ডোনবাস দখলের যুদ্ধে রাশিয়া এখন নিয়ন্ত্রক অবস্থানে আছে বলেই মনে হচ্ছে, তারা লুহানস্ক অঞ্চলের ৯০ শতাংশ ভূখণ্ডের দ...

ইউটিউব অ্যান্ড্রয়েডে নতুন পেয়ারিং ফিচার আনল গুগল

Image
  প্রতীকী ছবি ইউটিউব ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা প্রদানে নতুন নতুন পরিবর্তন আনতে কাজ করছে গুগল। ইউটিউব টেলিভিশন বা টিভি অ্যাপ চালুর পর থেকেই এ বিষয়ে নানা উন্নত সেবা নিয়ে এসেছে টেক জায়ান্টটি। এর অংশ হিসেবে এবার পেয়ারিংয়ে আনল নতুন ফিচার।  আগে শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে ইউটিউব টিভি অ্যাপ যুক্ত করা যেত। নতুন আপডেটের অংশ হিসেবে এখন থেকে ব্যবহারকারীরা তাদের টিভির সঙ্গে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস যুক্ত করতে পারবেন। ফলে টেলিভিশনে কনটেন্ট দেখার সময় ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে ইউটিউব ব্রাউজ করতে পারবেন। নতুন আপডেটের আগে পর্যন্ত ডিভাইসের সঙ্গে টিভি অ্যাপ যুক্ত করার জন্য লিংক কোড ব্যবহার করতে হতো। এখন থেকে ব্যবহারকারীরা তাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই টিভি অ্যাপে ডিভাইস যুক্ত করতে পারবেন। সূত্র: গ্যাজেটসনাউ বিডি প্রতিদিন/কালাম