আমাকে কালেমা পড়ে দেন’, শেষবার ফোনে বাবাকে বলেছিলেন ছেলে

 ‘আমাকে কালেমা পড়ে দেন’, শেষবার ফোনে বাবাকে বলেছিলেন ছেলে

ছেলে মমিনুল হকের ছবি দেখাচ্ছেন বাবা (ছবি সংগৃহীত)

তিন মাস আগে চাকরি শুরু করেছিলেন মমিনুল হক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে কম্পিউটার অপারেটর পদে ছেলের চাকরিতে বাবা ফরিদুল হক খুশি ছিলেন। শনিবার রাতে ছেলের শেষ ফোন পান তিনি। ২৭ বছর বয়সী ছেলে মমিনুল তাকে বলেন, “বাবা এখানে কিছুক্ষণ পরে পরে ব্লাস্ট হচ্ছে।’’ এর ১০ মিনিট পরই আবার ছেলের ফোন পান তিনি। 

শনিবার মাঝরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা ফরিদুল গণমাধ্যমকে জানান, “দ্বিতীয়বার ফোনে মমিনুল বলেন, “বাবা আমার একটা পা উড়ে গেছে। আমাকে কলমা পড়ে সাফ করে দেন। হাতে ফোন রেখেই মমিনুল বলছিল, ‘আমি মাটিতে পড়ে গেছি আমাকে কেউ একটু তুলে দাও। এসময় কেটে যায় ফোনের লাইন। ওটাই ছিল ছেলের সঙ্গে শেষ কথা।”

শনিবার রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

https://www.blogger.com/blog/post/edit/8366252655969462823/1604745561921583730

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা