বিস্ফোরণে কেঁপে ওঠে ৪ কিলোমিটার এলাকা
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরেও কেঁপে ওঠে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রাথমিকভাবে তারা এটিকে ভূমিকম্প মনে করেছিলেন। চার কিলোমিটার দূরের এলাকার এক বাসিন্দার ঘরের সিসি ক্যামেরায় দেখা যায়, হঠাৎ করে একটি শব্দে বাসার বাইরে রাখা গাড়ি ও বাসা কেঁপে ওঠে।
শনিবার রাত ১১টার দিকে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এ ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
Comments