Posts

প্রতি বছর পাকিস্তানে এক হাজার নারীকে জোর করে ধর্মান্তরিত করা হয়!

Image
  প্রতীকী ছবি ১৪ বছরের কিশোরী নেহা গান ভালোবাসতো। কিন্তু গত বছর থেকে গান গাওয়ার সেই সুযোগ হারিয়ে ফেলেছে সে। কারণ গত বছর খ্রিস্টান ধর্ম থেকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। তাকে জোর করে ৪৫ বছর বয়সী এক মুসলিম ব্যক্তির সঙ্গে বিয়েও দিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। এপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।  শুধু নেহা নয়। প্রতি বছর পাকিস্তানে এক হাজার নারীকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। অন্য ধর্মের মেয়েদের বিয়ে করার রাস্তাটা পাকা করার জন্যই মূলত ধর্মান্তরিত করা হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, করোনাভাইরাসের কারণে আরোপ করা লকডাউনের সময় ধর্মান্তরিতকরণের কাজটি আরো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ লকডাউনের সময় বিদ্যালয় বন্ধ থাকায় মেয়েরা মানুষের দৃষ্টিগোচর হয় বেশি। এদিকে, আবার কনে পাচারকারীরা ইন্টারনেটে বেশি সক্রিয়। পরিবারগুলোরও বেশি ঋণের বোঝা বইতে হচ্ছে।  এপির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু মার্কি...

কাশ্মীরে তৈরি হচ্ছে বিশ্বের সপ্তম বৃহত্তম তোরণাকার সেতু

Image
  জম্মু ও কাশ্মীরের রাইসি জেলায় চেনাব নদীর ওপর ভারতের প্রথম তোরণাকার সেতু নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। নির্মাণ শেষে এই সেতুটি হবে বিশ্বের সপ্তম বৃহত্তম তোরণাকৃতির সেতু।  বার্তা সংস্থা আইএএনএস জানায়, ভারতীয় রেলওয়ের প্রকৌশল সাফল্যের উজ্জ্বল নিদর্শন এই সেতুকে এনজি ব্রিজও বলা হয়ে থাকে। চেনাব নদীর দুই পাড়ের দুটি ইস্পাতের খুঁটির ওপর দাঁড়িয়ে থাকবে ৪৭০ দশমিক ২৫ মিটার দীর্ঘ এই সেতু। সিমেন্ট ও পাথরকুচির গাঁথুনিসমৃদ্ধ লোহার প্রতিটি খুঁটির উচ্চতা ১৩৩ মিটার। নদীর তলদেশ থেকে এনজি ব্রিজের উচ্চতা ৩৫৯ মিটার। যার মানে ফ্রান্সের প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে ৩০ মিটার উঁচু।  উত্তরাঞ্চলীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উধমপুর-শ্রীনগর-বারমুল্লা রেল সংযোগের অংশ এই সেতু কাটরা ও রাইসি জেলাকে সংযুক্ত করবে। ২৬০ কিমি গতির বাতাস প্রতিহত করার মতো মজবুত এনজি সেতুর মেয়াদ ১২০ বছর হবে বলে জানানো হয়। ফিনল্যান্ড ও জার্মানির কনসালট্যান্টদের তৈরি করা নকশায় সেতুটি খাড়া করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘কনকন রেলওয়েজ।’ মোটা মোটা ৯৬টি তার এমনভাবে আঁকড়ে থাকবে যে, দেখে মনে হবে চেনাব নদীতে পড়োপ...

মে-জুনের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষের টিকা

Image
করোনার টিকা রয়টার্সের ফাইল ছবি আগামী মে থেকে জুন মাস পর্যন্ত দেশে সাড়ে চার কোটি মানুষের জন্য টিকা আসবে। আগামী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমে দেড় কোটি মানুষের জন্য তিন কোটি টিকা আসবে। পরে আরও টিকা আসবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠকের শেষে অনির্ধারিত আলোচনায় টিকার বিভিন্ন তথ্য তুলে ধরা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, টিকা দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। ইপিআই দেওয়ার চেইনকে এখানে ব্যাপকভাবে কাজে লাগানো হবে। বিজ্ঞাপন মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক পরার ওপর আবারও গুরুত্বারোপ করেছেন। তিনি ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়েও আরও কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কুড়িগ্রাম জেলায় ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’ করার জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া একাদশ জাতীয় সংসদের আসন্ন নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, ত...

চীনকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা মার্কিন নৌবাহিনীর

Image
  মার্কিন নৌবাহিনী গত বৃহস্পতিবার যে কৌশল প্রকাশ করেছে রাতে দেশটির নৌ বাহিনী, মেরিন কোর এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান চীনকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন।  তিন বিভাগের প্রধান বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি চীনের আকাশচুম্বী সামরিক উন্নয়ন ও আগ্রাসী আচরণ বন্ধ করা না হয় তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী মোকাবেলার ঝুঁকি নিতে হবে। মার্কিন নৌবাহিনী প্রকাশিত ৩৬ পৃষ্ঠার এই কৌশলে বলা হয়েছে, প্রতিদিন সাগরে তাদেরকে চীন এবং রাশিয়ার মতো শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। আগামী দশকে সমুদ্রে ক্ষমতার ভারসাম্য কার দিকে ঝুঁকবে তা নির্ভর করছে আমেরিকা কীভাবে পাল্টা ব্যবস্থা নেয় তার ওপর। মার্কিন মেরিন কমান্ডার জেনারেল ডেভিড বার্গার, নৌবাহিনীর অপারেশন্স প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান অ্যাডমিরাল কার্ল শুলৎজ লিখেছেন, তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে, চীনা নৌবাহিনী অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করছে এবং রাশিয়া অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করছে।  তিন কর্মকর্তা বলেছেন, দুই দেশই আমেরিকার শত্রু...

মেক ইন ইন্ডিয়া’ পরিকল্পনায় বড় বিনিয়োগ

Image
  ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের দেশীয় শিল্প থেকে ২৭ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসি)।  গত বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ এ ক্রয় অনুমোদন দেয়। ডিএসি সভায় ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রয়োজনীয় বিভিন্ন অস্ত্র, প্ল্যাটফর্ম, সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সিস্টেম কেনার প্রস্তাব অনুমোদিত হয়। এ ক্রয়ের ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার কোটি টাকা। নতুন সরকারের অধীনে পরিচালিত প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়ার ২০২০ সালের প্রথম বৈঠক ছিল এটি। এছাড়া ভারতের নিজস্ব সামরিক কারখানা থেকে সরঞ্জাম কেনার চুক্তিরও প্রথম অধিবেশন ছিল এটি। বৈঠকে, বায় ইন্ডিয়ান (আইডিডিএম) এর সর্বোচ্চ শ্রেণিবিন্যাসের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে স্বীকৃতি প্রদান করা হয়।  এওএনএস- এর আওতায় উপস্থাপিত ৭টি প্রস্তাবের মধ্যে ৬ টি, অর্থাৎ ২৮ হাজার কোটি রুপির মধ্যে ২৭ হাজার কোটি রুপি দেওয়া হয়েছে ভারতের “মেক ইন ইন্ডিয়া” এবং “আত্মনির্ভর ভারত” সরকারের উদ্...

সোলেইমানি হত্যার বদলা নিতে হামলা চালাতে পারে ইরান, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

Image
নিহত সেনাকর্তা কাশেম সোলেইমানি হত্যার বদলা নিতে হামলা চালাতে পারে ইরান। আগামী ৩ জানুয়ারি ‘কাডস ফোর্স’-এর কমান্ডারের মৃত্যুবার্ষিকী। ওই দিনই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলোতে আক্রমণ শানাতে পারে ইরানের বাহিনী। এমনটাই আশঙ্কা করে পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। সম্ভাব্য হামলার বিষয়ে এক গোপন ঘাঁটি থেকে ফোনে সাংবাদিকদের একটি সাক্ষাৎকার দেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি। প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যে কোনও ধরনের হামলার জবাব দেয়ার জন্য আমরা প্রস্তুত। মধ্যপ্রাচ্যে আমাদের সহযোগিদের সুরক্ষা নিশ্চিত করতে ও প্রয়োজনে হামলাকারী ইরান ও ওই দেশের মদতদাতাদের উপর পাল্টা হামলা চালাতে আমরা সম্পূর্ণ সক্ষম। আমার কমান্ডারদের সঙ্গে রোজ কথা হচ্ছে। তারা সম্পূর্ণ তৈরি।”  তিনি আরও জানান, সম্প্রতি বাগদাদ গিয়েছিলেন তিনি। সেখানে আন্তর্জাতিক সন্ত্রাস দমন বাহিনীর প্রধান মার্কিন জেনারেল পল কালভার্ট ও ইরাকের সেনাপ্রধান জেনারেল আবদুল আমির ইয়ারাল্লার সঙ্গে সাক্ষাৎ করেন। জেনারেল ম্যাকেনজি সিরিয়া সফরের কথাও জানান সাংবাদিকদের। প্রসঙ্গত, গত বছরই ইরাক ও আ...

যে কারণে পার্লামেন্ট ভেঙে দিলেন নেপালের প্রধানমন্ত্রী

Image
  দলের অন্দরেই ভাঙন। ক্রমাগত চাপে এবার সরকার ভাঙলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সঙ্কট ক্রমেই বেড়েছে। রবিবার সকালে একটি জরুরি বৈঠক ডাকা হয়। আর তারপরই সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেন তিনি। এরপরই রবিবার সকালে ডাকা হয় মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক। এর আগে, গত মঙ্গলবার কন্সটিটিউশনাল কাউন্সিল অ্যাক্ট বা সাংবিধানিক পরিষদীয় আইন সংক্রান্ত অর্ডিন্যান্স জারি করেন ওলি। এবং ওইদিনই সেটা প্রেসিডেন্ট দেবী ভান্ডারীকে দিয়ে স্বাক্ষরও করিয়ে নেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই ওই অধ্যাদেশ প্রত্যাহারের জন্য চাপ বাড়ছিল ওলির উপর। গত ১৫ তারিখ ওই অর্ডিন্যান্স পেশ হয় নেপাল পার্লামেন্টে। এই আইন কন্সটিটিউশনাল কাউন্সিলকে অনুমতি দিচ্ছে, সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেই তারা বৈঠক ডাকতে পারে।  আর ওই আইন পেশ হওয়ার পর ১৫ তারিখ সন্ধ্যাতেই ওলি তার দলের সদস্যদের নিয়ে বৈঠক করেন। কন্সটিটিউশনাল কাউন্সিলের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী ওলি। এর অন্য সদস্যরা হলেন নেপালের প্রধান বিচারপতি, স্পিকার, জাতীয় অ্যাসেম্বলির চেয়...