Posts

যে কারণে পার্লামেন্ট ভেঙে দিলেন নেপালের প্রধানমন্ত্রী

Image
  দলের অন্দরেই ভাঙন। ক্রমাগত চাপে এবার সরকার ভাঙলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সঙ্কট ক্রমেই বেড়েছে। রবিবার সকালে একটি জরুরি বৈঠক ডাকা হয়। আর তারপরই সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেন তিনি। এরপরই রবিবার সকালে ডাকা হয় মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক। এর আগে, গত মঙ্গলবার কন্সটিটিউশনাল কাউন্সিল অ্যাক্ট বা সাংবিধানিক পরিষদীয় আইন সংক্রান্ত অর্ডিন্যান্স জারি করেন ওলি। এবং ওইদিনই সেটা প্রেসিডেন্ট দেবী ভান্ডারীকে দিয়ে স্বাক্ষরও করিয়ে নেন প্রধানমন্ত্রী। তারপর থেকেই ওই অধ্যাদেশ প্রত্যাহারের জন্য চাপ বাড়ছিল ওলির উপর। গত ১৫ তারিখ ওই অর্ডিন্যান্স পেশ হয় নেপাল পার্লামেন্টে। এই আইন কন্সটিটিউশনাল কাউন্সিলকে অনুমতি দিচ্ছে, সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেই তারা বৈঠক ডাকতে পারে।  আর ওই আইন পেশ হওয়ার পর ১৫ তারিখ সন্ধ্যাতেই ওলি তার দলের সদস্যদের নিয়ে বৈঠক করেন। কন্সটিটিউশনাল কাউন্সিলের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী ওলি। এর অন্য সদস্যরা হলেন নেপালের প্রধান বিচারপতি, স্পিকার, জাতীয় অ্যাসেম্বলির চেয়...

মার্কিন মহাকাশ বাহিনীর নতুন নাম ঘোষণা

Image
এবার মহাকাশের দখল নিতে প্রস্তুত ‘আঙ্কেল স্যাম’। অনন্ত আকাশে মার্কিন আধিপত্য বিস্তার করবে ‘গার্ডিয়ান্স’ বাহিনী। শুনতে কমিক ক্যারেক্টারের মতো হলেও সহজ কথায় এই ‘গার্ডিয়ান’রা হলেন মার্কিন মহাকাশ যোদ্ধা। একটি টুইট করে এই নামকরণের কথা জানিয়েছে আমেরিকার মহাকাশ বাহিনী। খবর নিউইয়র্ক টাইমসের।   ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রের নবগঠিত মহাকাশ বাহিনীর সদস্যদের নাম ঘোষণা করেছেন। গত শুক্রবার বাহিনীটির প্রথম বর্ষপূর্তিতে এই ঘোষণা দেন পেন্স। ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অন্যতম নীতি হিসেবে এই বাহিনী গঠন করা হয়। মহাকাশে রাশিয়া ও চীনের হুমকি বাড়তে থাকায় মহাকাশ বাহিনী (স্পেস আর্মি) গঠনের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।  সোভিয়েত আমল থেকেই মহাকাশের দখল নিতে মরিয়া ছিল আমেরিকা। আট ও নয়ের দশকে কমিউনিস্ট বলয়ে প্রচণ্ড ভাঙনের ফলে মহাকাশ দখলের দৌড়ে অনেকটাই পিছিয়ে যায় নবগঠিত রাশিয়া। ১৯৮০ সালে মহাকাশ যুদ্ধের পরিকল্পনা নিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর হিমঘরে চলে যায় সেই উদ্যোগ।  তারপর কেটে গিয়েছে ...

নওয়াজের মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে মোদির চিঠি

Image
  নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদি রয়টার্স ফাইল ছবি পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের মায়ের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানিয়ে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন বৃহস্পতিবার এই তথ্য জানায়। খবরে বলা হয়, মোদির পাঠানো চিঠিতে ২৭ নভেম্বর তারিখ উল্লেখ রয়েছে। তবে চিঠিটি গত সপ্তাহে নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল-এন-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের কাছে দেওয়া হয়। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন মরিয়মের কাছে চিঠিটি পৌঁছে দেয়। চিঠির বিষয়টি নওয়াজ শরিফকে জানানোর জন্য মরিয়মকে অনুরোধ করা হয়। পাকিস্তানে কারাদণ্ডিত নওয়াজ শরিফ প্রায় এক বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। তাঁর মা বেগম শামীম আক্তার গত ২২ নভেম্বর লন্ডনে মারা যান। পরে তাঁর মরদেহ পাকিস্তানে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞাপন চিঠিতে মোদি লিখেছেন, ‘প্রিয় মিয়া সাহেব, ২২ নভেম্বর লন্ডনে আপনার মা বেগম শামীম আক্তারের মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত। গভীর শোকের এই মুহূর্তে আপনার প্রতি আমার আমার আন্তরিক সমবেদনা রইল।’ ২০১৫ সালে...

গোপনে ইসরায়েল সফর করেছেন ইমরান খানের উপদেষ্টা!

Image
  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একজন সিনিয়র উপদেষ্টা গতমাসে গোপনে ইসরায়েল সফর করেছেন। ইসলামাবাদ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ‘প্রচণ্ড চাপ’ উপেক্ষা করছে বলে যখন ইমরান খান জোর গলায় বলে আসছেন তখন এ ধরনের খবর ছড়িয়ে পড়ল। ইসরায়েলি মন্ত্রিসভার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ‘ইসরায়েল হাইয়োম’সহ আরও কিছু পত্রিকা দাবি করেছে, গত ২০ নভেম্বর ইমরানের ওই উপদেষ্টা ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ইসলামাবাদ থেকে লন্ডন গেছেন এবং পরে সেখান থেকে একই এয়ারলাইন্সের বিএ১৬৫ নম্বর ফ্লাইটে তেল আবিবে পৌঁছেছেন। ইসরায়েলি পত্রিকাগুলো ইমরান খানের ওই উপদেষ্টার নাম প্রকাশ করেনি। ওই উপদেষ্টা কয়েকদিন তেল আবিবে অবস্থান করে বেশ কয়েকজন ‘পদস্থ’ ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছেন, ইমরান খান তেল আবিবের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ‘কৌশলগত সিদ্ধান্ত’ নিয়েছেন। এদিকে লন্ডন-ভিত্তিক ইসলামিক থিওলজি অব কাউন্টার টেরোরিজমের (আইটিসিটি) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নূর দাহরি এই ...

ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হতে কেন এত তোড়জোড় তুরস্কের?

Image
  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বামে) ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান। এ নিয়ে মুসলিম বিশ্বে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার মধ্যেই নতুন করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছে মরক্কো। মরক্কোর এই সিদ্ধান্তেও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে মুসলিম বিশ্বে। এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নে তোড়জোড়  শুরু করেছে তুরস্ক। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে ইতোমধ্যে তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগ করেছে দেশটি। তবে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে কেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভাল করতে তুরস্ক এই তোড়জোড়! মার্কিন গণমাধ্যম আল-মনিটর জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গবেষক উফুক উলুতাসকে রাষ্ট্রদূত করে তেল আবিবে পাঠিয়েছে তুরস্ক। উলুতাস পেশাদার কূটনীতিক না হলেও তিনি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। হিব্রু ভাষা জানা উলুতাস মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে বিশ্ববি...

সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে চীনের সঙ্গে আলোচনার পথ সব সময় খোলা : ভারত

Image
  লাদাখ সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে সব বদ্ধপরিকর ভারত। চীনের সামনে আলোচনার রাস্তা সব সময় খোলা বলে বৃহস্পতিবার নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে।  নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়, একাধিক বার সামরিক ও কূটনৈতিক স্তরে বৈঠক হয়েছে। কিন্তু সমাধান মেলেনি। ফের আলোচনার টেবিলে বসতে রাজি ভারত। চীন চাইলে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে ভারত মনে করে। নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, দুই দেশের সেনার মধ্যে সমঝোতা বজায় রেখে ও দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আলোচনার টেবিলে বসতে চায় ভারত।  সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চীনের সাংহাইতে ভারতীয় দূতাবাসে কমিউনিস্ট পার্টির এক সদস্যকে নিয়োগ করা হয়েছে। এই খবরের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, খবরের সত্যতা এখনও যাচাই করা হয়নি। অনেক সময়েই স্থানীয় লোকেদের নিযুক্ত করা হয়। এর আগে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেন, সীমান্তে যে কোনও ধরণের চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত ভারত। পাকিস্তান ও চীনের মোকাবিলা করতে পিছপা হবে না ভারত। দেশের সেনাবাহিন...

বিহারে বিনা মূল্যে সবার জন্য করোনার টিকার প্রস্তাব অনুমোদন

Image
  করোনার টিকার প্রতীকী ছবি ভারতের বিহার রাজ্যে সবার জন্য বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার একটি প্রস্তাব অনুমোদন করেছে নিতীশ কুমারের সরকার। আজ বুধবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার প্রস্তাবটি অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। বিহারে ক্ষমতায় রয়েছে এনডিএ জোট। এই জোটে আছে নিতীশ কুমারের জনতা দল সংযুক্ত (জেডি-ইউ) ও বিজেপি। খবরে বলা হয়, বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার প্রস্তাব অনুমোদনের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দিকে নীতিশ কুমারের সরকার এক ধাপ এগিয়ে গেল। বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। বিজ্ঞাপন নিতীশ কুমার ছবি: ফেসবুক থেকে নেওয়া বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি তাদের ইশতেহারে বিনা মূল্যে করোনার টিকা দেওয়ার ঘোষণা দেয়। এমন ঘোষণার পর বিজেপির সমালোচনায় মুখর হয় বিরোধীরা। তারা বলে, যে রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকবে না, সেখানকার কী হবে? যারা বিজেপিকে ভোট দেবে না, তারা কি করোনার টিকা পাবে না? ভারতে এখন...