নওয়াজের মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে মোদির চিঠি
নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদি রয়টার্স ফাইল ছবি পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের মায়ের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানিয়ে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন বৃহস্পতিবার এই তথ্য জানায়। খবরে বলা হয়, মোদির পাঠানো চিঠিতে ২৭ নভেম্বর তারিখ উল্লেখ রয়েছে। তবে চিঠিটি গত সপ্তাহে নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল-এন-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের কাছে দেওয়া হয়। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন মরিয়মের কাছে চিঠিটি পৌঁছে দেয়। চিঠির বিষয়টি নওয়াজ শরিফকে জানানোর জন্য মরিয়মকে অনুরোধ করা হয়। পাকিস্তানে কারাদণ্ডিত নওয়াজ শরিফ প্রায় এক বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। তাঁর মা বেগম শামীম আক্তার গত ২২ নভেম্বর লন্ডনে মারা যান। পরে তাঁর মরদেহ পাকিস্তানে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞাপন চিঠিতে মোদি লিখেছেন, ‘প্রিয় মিয়া সাহেব, ২২ নভেম্বর লন্ডনে আপনার মা বেগম শামীম আক্তারের মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত। গভীর শোকের এই মুহূর্তে আপনার প্রতি আমার আমার আন্তরিক সমবেদনা রইল।’ ২০১৫ সালে...