Posts

পরমাণু চুক্তিতে ফিরতে বাইডেনকে শর্ত দিলো ইরান

Image
  যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন যদি নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে আবারো পরমাণু চুক্তিতে ফিরবে ইরান। এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। এর আগে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আন্তর্জাতিক সমঝোতার রীতি নীতি ভেঙে পড়ছে। তিনি যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন এবং বলেছেন যে সেই কাজটা তিনি খুব দ্রুতই করবেন। এধরনের বিষয়ে কাজের যে লম্বা তালিকা জো বাইডেনের হাতে রয়েছে তার একটি হচ্ছে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিতে পুনরায় যোগ দেওয়া। চুক্তিতে ফেরার বিষয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, বাইডেন পররাষ্ট্র ইস্যুতে অভিজ্ঞ । সে ইরানের ওপর সকল নিষেধাজ্ঞা তিনটি নির্বাহী আদেশের মাধ্যমে তুলে দিতে পারেন। যদি বাইডেন প্রশাসন এমনটি করে তাহলে ইরান দ্রুত পরমাণু চুক্তিতে ফিরে যাবে। ইরানের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ নামের এই চুক্তিটি সই হয়েছিল ২০১৫ সালে। এই চুক্তির লক্ষ্য ছিল ইরা...

গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করল চীন ও রাশিয়া

Image
  রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতাসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। মস্কো থেকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পরররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে পরমাণু সমঝোতা রক্ষার উপায় নিয়ে কথা বলেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারির মধ্যে রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে দুই মন্ত্রী আলোচনা করেন। এছাড়া, চীনের উদ্যোগে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্প এবং দু দেশের মধ্যে সই হওয়া ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়ন চুক্তির সর্বশেষ পরিস্থিতি নিয়েও তারা কথা বলেন। চীন ও রাশিয়া হচ্ছে ইরানের পরমাণু সমঝোতার দুই গুরুত্বপূর্ণ স্বাক্ষরকারী দেশ। এ ইস্যুতে তারা ইরানের অবস্থানের প্রতি সমর্থন দিয়ে আসছে এবং তেহরানের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। সূত্র : পার্সটুডে। বিডি-প্রতিদিন/শফি

আরও শক্তিশালী ভারত, ফের যুক্তরাষ্ট্র থেকে এল ক্ষেপণাস্ত্রবাহী বিমান

Image
  ফাইল ছবি সীমান্তে সংঘাতের মধ্যেই ভারতের নৌবাহিনীর অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী হল। যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্রবাহী পি-৮আই বিমান এল ভারতে। ২০০৯ সালেই সাবমেরিন বিধ্বংসী এই এয়ারক্রাফ্টের জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করেছিল ভারত। আটটি বিমান ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে। ন’নম্বরটি এসেছে বুধবার সকালে। লাদাখ সীমান্ত থেকে পিছু হটতে রাজি নয় চীন। চুসুল সেক্টরে শেষ বৈঠকে দুই দেশই সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও, চীনের বাহিনীর হাবভাবে পিছিয়ে যাওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। অন্যদিকে ভারত মহাসাগরেও অধিকার ফলাবার চেষ্টা করছে চীন। এমন পরিস্থিতিতে ভারত মহাসাগরে নজরদারি চালানোর জন্য এমন অস্ত্রবাহী বিমানের প্রয়োজন ছিল তাদের। ডুবোজাহাজ গোপনে হানা দিলে তা রুখে দিতে পারবে পি-৮আই বিমান। ২০০৯ সালে আটটি পি-৮আই বিমানের জন্য চুক্তি হয়েছিল। পরে আরও চারটি বিমানের জন্য ২০১৬ সালে চুক্তি করে ভারত। ২০১৭ সালে ডোকলামে যখন চীন ও ভারতের বাহিনী মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ছিল, সে সময়েও সমুদ্র সুরক্ষার জন্য পি-৮আই বিমান ভারত মহাসাগরে মোতায়েন করা হয়েছিল। উল্লেখ্য, পুর...

১৫ বছর ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা ‌ঘুরছিলেন ভিখারির বেশে

Image
  গাড়ি চালিয়ে বিয়ে বাড়ি যাচ্ছিলেন ভারতের মধ্যপ্রদেশ পুলিশের দুই কর্মকর্তা ডিএসপি রতনেশ সিং তোমার এবং বিজয় সিং বাহাদুর। হঠাৎ পথে এক ভিখারির সঙ্গে তাদের দেখা। কিন্তু দুজনকে চমকে দিয়ে ওই ভিখারি দুই পুলিশ কর্মকর্তার নাম ধরে ডাকলেন। ফলে অবাক দুজনেই। কাছে যেতেই বেরিয়ে এলো সত্য। ওই ভিখারি আর কেউ নন, ১৫ বছর আগে নিখোঁজ হওয়া তাদের সহকর্মী। শুনতে অবাক লাগলেও এভাবেই মধ্যপ্রদেশের দুই পুলিশ কর্মকর্তা নিজেদের হারিয়ে যাওয়া এক সহকর্মীর খোঁজ পেলেন।  হারিয়ে যাওয়া ওই পুলিশকর্মীর নাম মনীশ মিশ্র। ১৫ বছর আগে মানসিক রোগে ভুগতে শুরু করেন। এরপর হঠাৎ তিনি হারিয়ে যান। চারদিকে খোঁজ নিয়েও কোনও সন্ধান মেলে না তার।  পরিবার সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন তিনি। এরপর হতাশ হয়ে কার্যত তার খোঁজ বন্ধ করে দেয় পুলিশও। কিন্তু  গত মঙ্গলবার দুই সহকর্মীর মুখোমুখি হন মনীশ। সেসময় খাবার খুঁজছিলেন তিনি। এরপরই দুই বন্ধু তাকে সেখান থেকে উদ্ধার করেন। মনীশকে নিয়ে আসেন একটি হোমে। পরবর্তী ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপাতত সেখানেই  থাকবেন মনীশ।  এ প্রসঙ্গে ডিএসপি তোমার বলেন, ‘‌‌এতদিন মনীশ কোথায় ...

ইরাকের সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চায় ইরান

Image
  লে. জেনারেল জুমা আনাদ সাদুন ও ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে বাগদাদকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল জুমা আনাদ সাদুন শনিবার তেহরানে তার ইরানি সমকক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।  আমির হাতামি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; বহিঃশক্তি দিয়ে এই নিরাপত্তা প্রতিষ্ঠা করা যাবে না। মধ্যপ্রাচ্যে বহিঃশক্তির উপস্থিতি এ অঞ্চলের নিরাপত্তাহীনতার মূল কারণ।  ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত ইরাক পুনর্গঠনের কাজে ইরান অংশ নিতে আগ্রহী।  জেনারেল হাতামি বলেন, আমেরিকার নেতৃত্বাধীন বৃহৎ শক্তিগুলোর এ যাবতকালের আচরণ থেকে বোঝা যায়, মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদে অনিরাপদ করে রাখার জন্য তাদের সুদূরপ্রসারি পরিকল্পনা রয়েছে। কাজেই এরকম কুচক্রী পরিকল্পনার বির...

সংসদে পুলওয়ামা হামলাকে ইমরানের বড় সাফল্য বললেন পাকিস্তানের মন্ত্রী

Image
  পুলওয়ামা হামলায় জঙ্গিদের মদদ দেওয়া নিয়ে ভারতের অভিযোগ বার বার অস্বীকার করেছে পাকিস্তান। কিন্তু বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থলের বিড়াল বের করে ফেললেন ইমরান খান সরকারেরই মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাল কাজের ফিরিস্তি দিতে গিয়ে পুলওয়ামা হামলাকে ইমরানের সরকারের ‘বিরাট সাফল্য’ বলে ব্যাখ্যা করে বসেছেন ফাওয়াদ। বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বোমা ফাটিয়েছিলেন পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর সদস্য আয়াজ সাদিক। তার মতে, সৌজন্যের বার্তা দিতে নয়, ভারতের প্রত্যাঘাতের ভয়েই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল ইমরানের সরকার। বিরোধী দলের নেতার ওই মন্তব্যের জবাব দিতে গিয়ে ফাওয়াদ বলেন, ‘আমরা ভারতে (হিন্দুস্তান) ঢুকে মেরেছি। পুলওয়ামায় আমাদের ওই সাফল্য, ইমরান খানের আমলে গোটা দেশের সাফল্য। আমরা সকলেই তার শরিক’। সরকার পক্ষের প্রশংসা করতে গিয়ে পুলওয়ামা নিয়ে এমন মন্তব্য করে ফাওয়াদ বস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চাপে ফেলে দিয়েছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘ...

কাশ্মির-গিলগিট পাক মানচিত্র থেকে বাদ, ভারতের প্রতি 'দিওয়ালি উপহার' সৌদির!

Image
  এক সময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সাথে সাম্প্রতিক নানা ইস্যুতে তিক্ত সম্পর্ক যাচ্ছে সৌদি আরবের। পাকিস্তানের ক্রমাগত চীন ও তুরস্ক ঘেঁষা পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্যে তুর্কি নীতিকে সমর্থনের খেসারত স্বরুপ পাকিস্তানকে দেয়া অনেক সুবিধাই তুলে নিচ্ছে সৌদি আরব। সম্প্রতি বিশ্বের অর্থনৈতিক ভাবে শক্তিশালী ২০ দেশের সংগঠন জি-২০’র রিয়াদ সম্মেলনকে কেন্দ্র করে ছাপানো নতুন ২০ রিয়ালের মুদ্রার পিছন দিকে একটি বিশ্ব মানচিত্রের ছবি ছাপা হয়েছে। সেখানে পাক শাসিত কাশ্মির ও গিলগিট বালতিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে আলাদা করে একটি অন্য দেশ হিসেবে দেখানো হয়েছে। আর এটিকে ভারতের প্রতি সৌদি আরবের ‘দিওয়ালি উপহার’ বলে কটাক্ষ করছেন পাক শাসিত কাশ্মিরের অ্যাকটিভিস্ট আইয়ুব মির্জা। আইয়ুব মির্জা তার টুইটে লেখেন, পাকিস্তানের মানচিত্র থেকে কাশ্মির ও গিলগিট বালতিস্তানকে মুছে দেয়া যেন সৌদি আরবের পক্ষ থেকে ভারতের জন্য দীপাবলির উপহার স্বরূপ!  সম্প্রতি কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলোকে নিয়ে বৈঠক না করায় সৌদি আরবের সমালোচনা করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ফলে পাকি...