Posts

পাকিস্তানে মরিয়ম নওয়াজের স্বামীকে হোটেল থেকে গ্রেফতার

Image
  বাঁ থেকে ক্যাপ্টেন সফদার ও মরিয়ম নওয়াজ পাকিস্তানের পুলিশ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করেছে। সোমবার দেশটির সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়। খবর ডন।   পাকিস্তানী সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়েছে, বর্তমান ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনার করেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ। এর জের ধরে মরিয়ম নওয়াজের স্বামী ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করে পুলিশ। আজ সোমবার সকালে মরিয়ম নওয়াজ টুইট করে তার স্বামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।  এক টুইট বার্তায় মরিয়ম লেখেন, করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরপর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।  যদিও পুলিশ এখনও তাকে গ্রেফতারের বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। এদিকে, ক্ষমতাসীন দল পিটিআই নেতা ও ইমরান সরকারের মন্ত্রী আল জাইদি মরিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারও কক্ষের দরজা ভাঙেনি। মরিয়ম মিথ্যাচার ক...

ভয়াবহ যুদ্ধ: আরও ১৩ এলাকা মুক্ত করলো আজারবাইজান

Image
  সংগৃহীত ছবি যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সত্ত্বেও থামছে না আজারবাইন ও আর্মেনিয়ার মধ্যকার ভয়াবহ যুদ্ধ। এমন পরিস্থিতিতে আজারবাইজানের সেনারা জাবারাইল জেলায় ১৩টির বেশি গ্রাম আর্মেনিয় দখল থেকে মুক্ত করেছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সোমবার টুইট বার্তায় তিনি জানান, জাবরাইল জেলার সোলতানলি, আমিরভারলি, মাশানলি, হাসানলি, আলিকেখানলি, গুমলাগ, হাজিলি, গায়ারচিনভেইসলি, নিয়াজগুজলার, কেচেল মেমমেডলি, শাহভেল্লি, হাজী ইসমাইলি ও ইসাগলি গ্রামগুলো আর্মেনিয় দখল থেকে মুক্ত করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী মানবিক যুদ্ধবিরতি ভঙ্গ করে আজারবাইজানের বেসমারিক এলাকা ও সেনা অবস্থানের উপর হামলা চালিয়েছে। তিনি বলেন, তাদের এই হামলায় কয়েকজনের মৃত্যু ও আহত হয়েছে। আজারবাইজানের সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে এবং বেশ কয়েকটি এলাকা মুক্ত করেছে। সূত্র: আনাদোলু এসেন্সি   বিডি প্রতিদিন/ ওয়াসিফ

লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া চীনা সদস্য আটক

Image
  ফাইল ছবি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া একা চীনা সদস্য আটককে আটক হয়েছে। সোমবার লাদাখের ডেমচক এলাকা থেকে ওই চীনা সদস্যকে আটক করে ভারতীয় সেনাবাহিনী। আটক ওই চীনা নাগরিক গোপনে ভারতীয় ভূখণ্ডে ঢুকে সেনা সদস্যদের গতিবিধির উপর নজর রাখার চেষ্টা করছিল কিনা তা জানার চেষ্টা চলছে। আটক ব্যক্তির কাছ থেকে চীনের সেনাবাহিনীর পরিচয়পত্র মিলেছে। লাদাখে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া এক চীনা সদস্যকে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী। জানা গেছে, ডেমচকে ওই সদস্যকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন ভারতীয় সেনাবাহিনী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছেন বলে এদিন ধরা পড়ার পর দাবি করেছেন ওই সদস্য। যদিও চীনা সেনার কর্পোরাল পদমর্যাদার এই বয়ানে এখনই কোনও স্পষ্ট সিদ্ধান্তে আসতে চাইছে না ভারতীয় সেনাবাহিনী। ওই সদস্যকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করছেন সেনাকর্তারা। ভারতীয় ভূখণ্ডে ঢুকে ওই চীনা সেনার অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা তা জানার চেষ্টা চলছে। একইসঙ্গে এদেশে ঢুকে ওই ব্যক্তি কার কার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন তাও জানার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। যদিও জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের পর যদি সত্যিই ...

নির্বাচনী চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠানে সংযত থাকবেন ট্রাম্প

Image
  সংগৃহীত ছবি প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ নির্বাচনী ম্যানেজার ইঙ্গিত দিয়েছেন, যে বৃহস্পতিবারের চূড়ান্ত বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প সংযত থাকবেন এবং কম বাধা দেবেন। প্রথম বিতর্কে বার বার বাধা দিয়ে তিনি সমালোচনার বিষয় বস্তু হয়ে দাঁড়িয়েছিলেন। নির্বাচনী উপদেষ্টা, জেসন মিলার 'ফক্স নিউজ সানডে' অনুষ্ঠানে মন্তব্য করেন, চূড়ান্ত বিতর্কে প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুর বিশ্লেষণ করতে, জো বাইডেনকে বেশি সময় দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জো বাইডেনের প্রথম বিতর্ক, বার বার দুজনার হস্তক্ষেপের কারণে বিঘ্নিত এবং নিন্দিত হয়েছিল। ফক্স নিউজ মাধ্যমের উপস্থাপক, ক্রিস ওয়ালেস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত ১৪৫ বার বিতর্কে হস্তক্ষেপ করেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীক্ষকেরা ৯০ মিনিটের সেই বিতর্ককে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচাইতে জঘন্য বিতর্ক বলে উল্লেখ করেন। সূত্র: ভয়েস অব আমেরিকা বিডি প্রতিদিন/আরাফাত

সেনা প্রত্যাহার ইস্যুতে তালেবান-আমেরিকার দর কষাকষি

Image
  আফগানিস্তানে মার্কিন সামরিক আগ্রাসনের ১৯তম বার্ষিকীতে এসে দেশটি থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে ওয়াশিংটন। প্রায় এক বছর আগে দু'পক্ষের মধ্যে কথিত শান্তি চুক্তি হলেও এখনো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আফগানিস্তান থেকে তালেবানের সন্ত্রাসবাদ উচ্ছেদ এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলে ২০০১ সালের অক্টোবর মাসে সামরিক আগ্রাসন চালিয়েছিল আমেরিকা। দুই দশকের লড়াইয়ের পর ময়দানের বাস্তব অবস্থা কিন্তু ভিন্ন। মার্কিন আগ্রাসনের ১৯তম বার্ষিকীতে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির একজন শীর্ষ উপদেষ্টা টুইটারে লিখেছেন, ১৯ বছর আগে এই দিনে আমেরিকা সন্ত্রাসীদেরকে উৎখাত করার নামে ‘অপারেশন এনডিউরিং ফ্রিডম’ শুরু করেছিল। ১৯ বছর পরে এসে আজকের দিনে সেনা প্রত্যাহারের ব্যাপারে সেই তালেবানের সঙ্গে আলোচনা করছে মার্কিন সরকার। তাহলে এই যুদ্ধে কে বিজয়ী এবং কে পরাজিত হলো? তালেবানের সঙ্গে আমেরিকার চুক্তি সই হলেও আফগানিস্তানে প্রকৃতপক্ষে শান্তি আসে নি। আফগান সরকার তালেবানের প্রায় পাঁচ হাজার বন্দীকে মুক্তি দিয়েছে কিন্তু আফগান ...

নীল রঙের আটটি চোখ! নতুন প্রজাতির মাকড়সা নিয়ে তোলপাড়

Image
  অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের বাসিন্দা আর্মান্দা ডি জর্জ। বছর দেড়েক আগে বাড়ির পাশে তিনি দেখেছিলেন অদ্ভুত রকমের মাকড়সা। সম্প্রতি নিজের বাড়ির পিছনে সেই মাকড়সাকে আবার দেখেছেন তিনি। নিপুণভাবে ক্যামেরাবন্দিও করেছেন। তারপর মাকড়সাকে বোতলবন্দি করে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছেন প্রকৃতিপ্রেমী আর্মান্দা। আর্মান্দার ধরা মাকড়সার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা গেছে, আর্মান্দার বাড়িতে লুকিয়ে থাকা প্রাণীটি জাম্পিং মাকড়সা। আর্মান্দা সেদিন বাড়িতে দু’টি মাকড়সা দেখেছিলেন। কিন্তু দু’টিকে এক সঙ্গে রাখেননি। কারণ, এই মাকড়সা একে অপরকে খেয়ে নেয়। সবথেকে অদ্ভুত হল এই মাকড়সার চোখ। এদের নীল রঙের আটটি চোখ আছে। মেলবোর্নের মাকড়সা বিশেষজ্ঞ স্কুবার্টের নজরেও এসেছে ওই পোস্টটি। তিনি ওই মাকড়সাটিকে পরীক্ষার জন্য নিয়ে গেছেন। এই কাজে সাহায্য করতে পেরে বেজায় খুশি আর্মান্দা। তিনি বলেছেন, ‘‘আমি প্রকৃতি ভালবাসি। কিন্তু ভাবিনি, এভাবে গবেষণার কাজে সাহায্য করতে পারব।’’ বিডি প্রতিদিন/ ওয়াসিফ

বগুড়ায় নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

Image
  দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের কর্র্মীরা। বৃহস্পতিবার সকালে ১১টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত পথ সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মতিয়ার রহমান।  বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, নাট্যভিনেতা উৎপল দত্ত, সংস্কৃতজন লায়ন আতিকুর রহমান মিঠু, নাট্যাভিনেতা খলিলুর রহমান চৌধুরী, নিভা সরকার পূর্ণিমা, জাহিদুর রহমান মুক্তা, রাকিবু জুয়েল, বাংলাদেশ গ্রাম থিয়েটারের পক্ষে মুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুল রশীদ রাজা, শিশু সংগঠক এড. পলাশ খন্দকার প্রমুখ।  বিডি প্রতিদিন/আল আমীন