বগুড়ায় নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের কর্র্মীরা। বৃহস্পতিবার সকালে ১১টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত পথ সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি মতিয়ার রহমান।
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জোটের সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, নাট্যভিনেতা উৎপল দত্ত, সংস্কৃতজন লায়ন আতিকুর রহমান মিঠু, নাট্যাভিনেতা খলিলুর রহমান চৌধুরী, নিভা সরকার পূর্ণিমা, জাহিদুর রহমান মুক্তা, রাকিবু জুয়েল, বাংলাদেশ গ্রাম থিয়েটারের পক্ষে মুক্তিযোদ্ধা কৃষিবিদ বজলুল রশীদ রাজা, শিশু সংগঠক এড. পলাশ খন্দকার প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন
Comments