Posts

পাকিস্তানের নির্যাতন থেকে মুক্তি পেতে লড়াই চালিয়ে যাচ্ছে বেলুচিস্তান'

Image
  বেলুচ ভয়েস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুনির মেঙ্গাল। পাকিস্তানের নির্যাতন থেকে মুক্তি পেতে লড়াই চালিয়ে যাচ্ছে বেলুচিস্তানের জনগণ। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে এমনটি জানিয়েছেন বেলুচ ভয়েস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুনির মেঙ্গাল। বেলুচিস্তান গুম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মুনির মেঙ্গাল বলেন , বেলুচিস্তানের জনগণ পাকিস্তান সরকারের অত্যাচার, নির্যাতন এবং জোর করে সংযোজনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি বেলুচিস্তানে গুমের চিত্র তুলে ধরতে ভয়েস অব বেলুচ মিসিং পার্সন নামের একটি বেসরকারি সংস্থার তথ্য প্রকাশ করেন। সেখানে বলা হয়, গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত ৫৭ জনের বেশি মানুষ বেলুচিস্তান থেকে গুম হয়েছে। এদের মধ্যে ১২ জ নারী, ৪ জন শিশু রয়েছে। এই গুমের বিষয়ে কোনো মামলাও পাকিস্তান সরকার নিচ্ছে না বলে অভিযোগ করেন মেঙ্গাল। গুম করার ঘটনা পাকিস্তানে নতুন কিছু নয়। এর আগেও সরকার এবং সেনাদের সমালোচক এবং মানবাধিকার কর্মীদের পাকিস্তানে গুম করা হয়েছে। এই মাসের শুরুতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত(আইসিজে) পাকিস্তানে গুম বিষয়ক তদন্ত কমিশন কে সতর্ক করে দিয়ে বলে যে গত কয়েক বছর ধরে অপরাধীদ...

ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরিতে সুদানকে আমেরিকার চাপ

Image
  ছবি সংগৃহীত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করতে আফ্রিকার দেশ সুদানের ওপরে মারাত্মক চাপ সৃষ্টি করেছে মার্কিন সরকার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সুদানকে শর্ত দিয়েছে- যদি তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি দেয়া হবে। এদিকে, সুদানের তিনজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরি করার সঙ্গে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট করার প্রচেষ্টা প্রতিহত করার চেষ্টা করছেন তারা। একজন কর্মকর্তা বলেন, সন্ত্রাসবাদের তালিকা থেকে সুদানের নাম প্রত্যাহার করার জন্য যা কিছু করা দরকার খার্তুম তার সবই করেছে। সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করেছেন বলে ১৯৯৩ সালে আমেরিকা সুদানকে কালো তালিকাভুক্ত করে। গতবছর ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক বাহিনী বশিরকে ক্ষমতাচ্যুত করে। সুদানের বর্তমান সরকার যুক্তি দেখাচ্ছে যে, ওমর আল-বশির যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছেন সেক্ষেত্রে সুদানকে এখন আর কোনরকম সন্ত্রাসবাদের তালিকাভুক্ত দেশ হিসেবে রাখার যৌক্তিকতা নেই। পার্...

স্কুলে আরেক দফায় ছুটি বৃদ্ধির ইঙ্গিত

Image
  করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফায় বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। এমন অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসা ছুটি কি আরও বাড়বে, নাকি খুলে দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁরা মনে করেন এখনো স্কুল খুলে দেওয়ার মতো পরিবেশ হয়নি। তবে ছুটির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হাতে এখনো সময় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ছুটির বিষয়ে কি হবে সেটি অনুমেয়। বিজ্ঞাপন করোনার বাস্তবতায় দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় চার কোটি শিক্ষার্থীর পড়াশোনা অত্যন্ত ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ...

খাগড়াছড়িতে নারীকে গণধর্ষণ, গ্রেফতার ৭ জনকে আদালতে প্রেরণ

Image
  প্রতীকী ছবি খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। রবিবার জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ। গ্রেফতার ব্যক্তিরা হলেন-নুরুল আমিন, বেলাল হোসেন, ইকবাল হোসেন, আব্দুল হালিম, শাহিন মিয়া, মো. অন্তর ও আব্দুর রশিদ। তাদের সবার বাড়ি খাগড়াছড়ি সদর, গুইমারা, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলায়।  মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, ৯ জনের সংঘবদ্ধ একটি দল গণধর্ষণের পাশাপাশি ওই বাড়িতে লুটপাট চালায়। আসামিদের গ্রেফতারের পাশাপাশি লুটপাট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখিত অভিযোগের সাথে আসামিদের স্বীকারোক্তির মিল রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরও বলেন, গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় অংশ নেওয়া ৯ জনের মধ্যে আটজনের বিরুদ্ধে ধর্ষণ, অস্ত্র, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। কারাগারে বসে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। জামিনে বের হয়ে তারা বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ডাকাতি করত। গত বুধবার রাতেও ডাকাতি করার জন্য তারা আগে থেকে পরিকল্পনা করে।...

১১০ বছরের ইতিহাসে এমন বৃষ্টি হয়নি রংপুরে!

Image
  রংপুরে এক রাতের বৃষ্টিতে মহাপ্লাবন হয়েছে। ১১০ বছর আগে রংপুরে এমন বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে নগরীর ৩৩ টি ওয়ার্ড, সড়ক, মহাসড়ক কোমর পানি পর্যন্ত তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে ৫ লাখের ওপর মানুষ। খাল বিল ও পুকুরের কোটি টাকার মাছ ভেসে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে নগরীর নিম্নাঞ্চলের মানুষ।  আবহাওয়আ অফিস জানিয়েছে, ১৫ ঘণ্টায় ৪৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাত ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নগরী ছিল বিদ্যুৎবিহীন। মোবাইল ফোনের নেটওয়ার্কেও মারাত্মক বিঘ্নিত হয়। বেশ কিছু প্লাবিত এলাকার লোকজন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রায় নিয়েছে।  আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও রাত ১০ টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তা চলে সকাল ১০ টা পর্যন্ত। টানা বৃষ্টিতে নগরীর কামালকাছনা, শাহিপাড়া, খাসবাগ, মুন্সপাড়া, কামারপাড়া,শালবনসহ নগরীর দেড়শতাধিক পাড়া মহল্লা ২ থেকে ৩ ফিট পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে নিম্নাঞ্চলের ৮ লাখ মানুষ। কাঁচা বাড়ির বাসিন্দারা ছিল চরম বিপাকে। অনেকের বাড়ি ও রান্নাঘরে পানি প্রবেশ করায় অনেকের বাড়িতে রান্না পর্যন্ত...

যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর ‘মগজ-খেকো’ প্রাণীর হানা, ৮ শহরে সতর্কতা

Image
  যুক্তরাষ্ট্রের টেক্সাসে কলের পানিতে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। এরপরই আটটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, এককোষী মুক্তজীবী এ প্রাণীটি মানুষের শরীরে ঢুকতে পারলে মস্তিষ্ক ধ্বংস করে দেয়। এর আগে পাকিস্তানে ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ নামের এ অ্যামিবার সন্ধান পাওয়া যায়। ২০১২ সালে অনেক মানুষের মৃত্যু হয় এ অ্যামিবার কারণে। বিজ্ঞানীরা জানান, এটি সাধারণত সাঁতারের সময় নাক দিয়ে প্রবেশ করে। বিজ্ঞানীরা একে ‘মগজ-খেকো’ অ্যামিবাও বলে থাকেন। ‘নাইজেলরিয়া ফ্লাওয়ারি’ পানির মাধ্যমে ছড়ায়। মস্তিষ্কে ঢুকে স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হ্রদ ও ঝরনার পানি যেখানে উষ্ণ, সেখানে এ ধরনের অ্যামিবা বাস করে। এ ছাড়া শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন মাটি ও সুইমিং পুলেও এ ধরনের অ্যামিবার দেখা মেলে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

তুরস্ক গ্লোবাল ব্র্যান্ড হওয়ার জন্যই বারবার কাশ্মীরকে হাতড়াচ্ছে!

Image
  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সুযোগ পেলেই কাশ্মীর প্রসঙ্গে নানা অভিমত জাহির করছেন। এর কারণ কী? বিশ্লেষকদের কারও কারও ধারণা, এরদোগান তার দেশকে গ্লোবাল ব্র্যান্ডে উন্নীত করতে চাইছেন।  তাই নানা মঞ্চে গিয়ে বারবার কাশ্মীর প্রসঙ্গে পন্ডিতি অভিমত ব্যক্ত করছেন। এই তো সেদিন তিনি জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতের সমালোচনা করলেন। ভারতও কঠোর ভাষায় পাল্টা জবাব দিয়েছে।  বিবিসি জানায়, প্রেসিডেন্ট এরদোগান তার ভাষণে বলেছেন, জাতিসংঘে গৃহীত প্রস্তাবের কাঠামোর মধ্যে আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে- কিন্তু কাশ্মীরে দিল্লির সিদ্ধান্তই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। জবাবে ভারত বলেছে, এ মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং তা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।  প্রেসিডেন্ট এরদোগান বারবার কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেছেন, কিন্তু এর মাধ্যমে তুরস্ক ঠিক কী লক্ষ্য অর্জন করতে চাইছে? তুর্কি প্রেসিডেন্টের পরপর দুই বছর জাতিসংঘে কাশ্মীর প্রসঙ্গ তোলার পর ভারত এবার রীতিমতো কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ইউ এন তিরুমূর্...