ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরিতে সুদানকে আমেরিকার চাপ

 ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরিতে সুদানকে আমেরিকার চাপ

ছবি সংগৃহীত

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করতে আফ্রিকার দেশ সুদানের ওপরে মারাত্মক চাপ সৃষ্টি করেছে মার্কিন সরকার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সুদানকে শর্ত দিয়েছে- যদি তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে সুদানকে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি দেয়া হবে।

এদিকে, সুদানের তিনজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বৃহস্পতিবার জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক তৈরি করার সঙ্গে সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট করার প্রচেষ্টা প্রতিহত করার চেষ্টা করছেন তারা।

একজন কর্মকর্তা বলেন, সন্ত্রাসবাদের তালিকা থেকে সুদানের নাম প্রত্যাহার করার জন্য যা কিছু করা দরকার খার্তুম তার সবই করেছে।

সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করেছেন বলে ১৯৯৩ সালে আমেরিকা সুদানকে কালো তালিকাভুক্ত করে। গতবছর ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক বাহিনী বশিরকে ক্ষমতাচ্যুত করে।

সুদানের বর্তমান সরকার যুক্তি দেখাচ্ছে যে, ওমর আল-বশির যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছেন সেক্ষেত্রে সুদানকে এখন আর কোনরকম সন্ত্রাসবাদের তালিকাভুক্ত দেশ হিসেবে রাখার যৌক্তিকতা নেই। পার্স টুডে

ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা