জিম্বাবুয়েকে মুঠোর মধ্যেই রাখল বাংলাদেশ
জিম্বাবুয়ে ওপেনারকে তুলে নেওয়ার পর সতীর্থদের সঙ্গে উল্লাস আল আমিনের। ছবি: প্রথম আলো বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান তুলেছে জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে আগে ব্যাট করার সুযোগ পায়নি জিম্বাবুয়ে। শেষ ওয়ানডেতে তো টস জিতেও নিয়েছে ফিল্ডিং। প্রথম টি-টোয়েন্টিতেও তা–ই। শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতেই পছন্দ করে সবাই। কিন্তু অধিনায়ক মাহমুদউল্লাহ টস জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এ দুই সিরিজে জিম্বাবুয়ে বরাবরই রান তাড়ার চাপ নিয়ে হেরেছে। প্রতিপক্ষের ফাঁস খানিকটা আলগা করতেই কি বাংলাদেশ অধিনায়কের পরে ব্যাট করার সিদ্ধান্ত! মজা করে এমন ভাবতেই পারেন বাংলাদেশের সমর্থকেরা। দ্বিতীয় ওয়ানডে ছাড়া কোনো ম্যাচে জিম্বাবুয়ে তো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। আজ আগে ব্যাট করেও তারা এমন বড় কোনো সংগ্রহ গড়তে পারেনি। ৭ উইকেটে ১১৯ রানেই থেমেছে জিম্বাবুয়ের ইনিংস। সিরিজে রানখরার মধ্যে থাকা ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে এসেছে ৪৮ বলে ৫৯ রানের ইনিংস। ৬ চার ও ১টি ছক্কা মারেন তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এটাই সর্বনিম্ন স্কোর জিম্বাবুয়ের। ঘরের মাঠে স্পিন...