Posts

দুজনকে ছুরিকাঘাত করে পুলিশের গুলিতে নিহত সন্ত্রাসী

Image
গুলির পর ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। ০২ ফেব্রুয়ারি, লন্ডন, যুক্তরাজ্য। ছবি: রয়টার্স যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মহাসড়কে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলিতে নিহত হয়েছেন অভিযুক্ত ছুরিকাঘাতকারী ব্যক্তি। রোববার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা ‘সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্ট’ বলে উল্লেখ করেছে। পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের স্ট্রিথাম মহাসড়কে ছুরিকাঘাতের ঘটনায় দুজন আহত হলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জরুরি সেবা সংস্থা দ্রুত সাড়া দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে ধন্যবাদ জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ১৯ বছর বয়সী গুললেদ বুলহান নামে এক শিক্ষার্থী বলেন, একটি ওষুধের দোকানের সামনে গুলির ঘটনা ঘটে। তিনি রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তির কাছে ধারালো চাপাতি দেখতে পান। ওই শিক্ষার্থী বলেন, ‘পরে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আমি তিনটি গুলির শব্দ শুনেছি।’ তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই ব্যক্তিক...

পাকিস্তানে পঙ্গপালের হানায় জরুরি অবস্থা ঘোষণা

Image
পাকিস্তানের পাঞ্জাবে ফসল ধ্বংস করছে মরুভূমির পঙ্গপাল। ফলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ওই এলাকায়। ছবি: সংগৃহীত পাকিস্তানের পাঞ্জাবের একটি বৃহৎ অংশের ফসল ধ্বংস করে দিচ্ছে মরুভূমির পঙ্গপাল। মাঠের ফসল একেবারে শেষ করে দিচ্ছে। ফলে পঙ্গপালদের এ আক্রমণ দূর করতে দেশটির সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী ইমরান খান গত শুক্রবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও চারটি প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এর আগে সিন্ধু প্রদেশেও আক্রমণ করেছে মরুভূমির পঙ্গপাল। শুক্রবারের বৈঠকে অনুমোদিত হয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান। এর অধীনে পঙ্গপালের এই আক্রমণ কাটিয়ে উঠছে প্রয়োজন ৭৩০ কোটি রুপি। দেশে পঙ্গপালের প্রাদুর্ভাব জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ ও ফসলের ক্ষতি রোধে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন ইমরান খান। ২০১৯ সালের মার্চে পাকিস্তানে প্রথম পঙ্গপালের আক্রমণ হয়েছিল। পরে তা সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় কমপক্ষে ৯ লাখ হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছিল। ধ্বংস করে দেয় মাঠের ফসল। গাছের ফলও ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েক ক...

ময়ূর নদের সীমানা জরিপ করে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

Image
খুলনার ময়ূর নদ দখল করে নির্মাণ করা হচ্ছিল লিনিয়ার পার্কের স্থাপনা। ফাইল ছবি সিএস ও আরএস রেকর্ড অনুসারে খুলনার ময়ূর নদ জরিপ করে এর সীমানায় থাকা অবৈধ স্থাপনা অপসরণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও খুলনার জেলা প্রশাসকসহ বিবাদীদের নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অবৈধ দখলদারদের তালিকাও এই সময়ের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। ‘ নদী দখল করে পার্কের স্থাপনা ’ শিরোনামে ২০১৬ সালের ১২ জুলাই প্রথম আলোতে ছবিসহ একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, খুলনার ময়ূর নদ দখল করে নির্মাণ করা হচ্ছে লিনিয়ার পার্কের স্থাপনা। নগরের গল্লামারীতে নির্মাণাধীন পার্কটির জন্য নদীর পাঁচটি স্থানে স্থাপনাগুলো গড়ে তোলা হচ্ছে। প্রতিবেদনটি যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে (এইচআরপিবি) ওই বছরের ১৮ জুলাই হাইকোর্টে রিট করা হয়। এর প...

০২.০২.২০২০—হাজার বছর পর আসবে এমন এক দিন

Image
০২.০২.২০২০–এর মতো তারিখ দেখতে অপেক্ষা করতে হবে এক হাজার বছর। ছবি: টুইটার গতকাল রোববার ২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ০২.০২.২০২০ তারিখটি ছড়িয়ে পড়েছিল। আশ্চর্য এ তারিখের সাক্ষী ছিল কোটি কোটি মানুষ। আর এমন ঘটনার জন্য বিশ্বকে অপেক্ষা করতে হবে আরও এক হাজার বছর। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি মানুষ সাক্ষী রইল প্যালিনড্রমের। রোববার এই তারিখ (০২.০২.২০২০)–সংক্রান্ত আট সংখ্যার পোস্ট ফেসবুক, টুইটারে অনেকেই শেয়ার করেছিলেন। এই তারিখ সামনে থেকে বা পেছন থেকে দেখলে বা পড়লে একই থাকে। ফলে দিন–মাস–বছর বা বছর–মাস–দিন যা–ই লেখা হোক না কেন, যেকোনো দিক থেকেই তা একই থাকে। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে, প্যালিনড্রোম এমন একটি শব্দ, শব্দগুচ্ছ বা ক্রম, যা সামনের দিকে পেছনের দিকে এবং পেছনের দিকে থেকে সামনের দিকে একই থাকে। প্যালিনড্রম সাধারণ একটি ব্যাপার হলেও দিন–মাস–বছর বা বছর–মাস–দিন যেভাবেই লেখেন বা দেখেন, তা একই থাকে। ছবি: টুইটার মূলত সংখ্যা নিয়ে যাঁদের আগ্রহ অনেক বা যাঁরা এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাঁদের কাছে প্যালিনড্রম সাধারণ একটি ব্যাপার। এর আগে শেষ প্যালিনড্রম তারিখ ছিল ৯০০ বছর আগে, ১১.১১.১১১১। আর এ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস

Image
ছবি: সংগৃহীত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সোমবার (৩ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯ টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান তিনি। গত ২২ জানুয়ারি (বুধবার) ও ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চায়ের নগরী খ্যাত এ শ্রীমঙ্গলে। যা বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস ও বুধবার ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরো পড়ুন:  ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ২০১৪ সালে ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উল্লেখ্য, ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৭...

সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় তুরস্কের ৪ সেনা নিহত

Image
ছবি: সংগৃহীত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে সোমবার এক বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ সৈন্য। আহতদের একজনের অবস্থা গুরুতর। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, তুর্কিবাহিনী পাল্টা হামলা চালিয়ে লক্ষ্যসমূহ ধ্বংস করেছে। রুশ-তুরস্ক চুক্তির অংশ হিসেবে ওই এলাকায় আঙ্কারার ১২ টি পর্যবেক্ষণ চৌকি রয়েছে। এছাড়া রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সেনারা সম্প্রতি ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এই হামলার পর বলেছেন, এমন হামলার প্রতিশোধ তারা নিবে। ইত্তেফাক/এসআর

আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা, নিহত ৭

Image
ছবি: সংগৃহীত আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলার ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের অন্তত ৭ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। পাকিস্তানের স্থানীয় পুলিশের বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় বাজৌর জেলার সালারজাই এলাকার বাংরো বাটওয়ার গ্রামে মর্টার শেলের হামলা চালানো হয়। বাজৌরের জেলা পুলিশ কর্মকর্তা পির সাহাব বলেন, হামলায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক নারী ও চার শিশু আছে। এছাড়া হামলায় ওই পরিবারের একটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় বলে খবরে বলা হয়েছে। তবে ঠিক কারণে এই হামলার ঘটনা ঘটেছে বা কে হামলা চালিয়েছে এর বিস্তারিত কিছু বলতে রাজি হননি পির সাহাব। ইত্তেফাক/এসআর  পাকিস্তান  আফগানিস্তান  হামলা