Posts

বঙ্গোপসাগরে লঘুচাপ, ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহের আশঙ্কা

Image
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বরের শেষ ভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) কিংবা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ জানান, চলতি মাসজুড়ে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। অন্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও শেষার্ধে কমে যাবে। ডিসেম্বরে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত হবে।  আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও তার চেয়ে কম হতে পারে। কোনো সংকেত দেখাতে না হলেও নৌযান চালকদের সাবধানে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা প্রা...

আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় বেসরকারি সংস্থার প্রধানসহ নিহত ৬

Image
আফগানিস্তানের নানগারহার প্রদেশে জাপানি এক বেসরকারি সাহায্য সংস্থার গাড়িতে বন্দুকধারীর হামলায় সংস্থাটির প্রধানসহ ৬ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় ওই প্রদেশের রাজধানী জালালাবাদে বুধবার এ হামলার ঘটনা ঘটেছে। প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজ এ তথ্য জানিয়েছে। জানা যায়, জাপানি বেসরকারি সাহায্য সংস্থা পিস জাপান মেডিক্যাল সার্ভিসের প্রধান ড. তেতসু নাকামুরাসহ সংস্থাটির সঙ্গে আফগানিস্তানে কাজ করা  অপর পাঁচজন এ হামলায় নিহত হন। নিহত ড. তেতসু নাকামুরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চাষাবাদ ও কৃষির সংস্কারের সঙ্গে জড়িত ছিলেন।   এদিকে, নানগারহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, হঠাৎ হামলা করে পালিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো কেউ স্বীকার করে নি। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

ফিলিপাইনে ‘কামমুড়ি’র আঘাত, নিহত বেড়ে ১০

Image
‘কামমুড়ি’র আঘাতে বিধ্বস্ত হয়েছে দেশটির অনেক বাড়ি ঘর। ছবি: সংগৃহীত ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ‘কামমুড়ি’র আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে দেশটির লুজন দ্বীপের দক্ষিণ উপকূলে টাইফুন কামমুড়ি আঘাত হানে। এরপর মঙ্গলবার টাইফুনটি সোরসোগোন প্রদেশে ঢুকে তাণ্ডব চালায়। এসময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার যা দমকা হওয়া আকারে ঘণ্টায় ২৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। প্রতিবেদনে বলা হচ্ছে, টাইফুনের প্রভাবে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনো দেশটির ৩ লক্ষাধিক মানুষ নিরাপদ স্থানে অবস্থান করছেন। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বাতিল বা নতুনভাবে সময়সূচি নির্ধারণ করা হয়েছে দেশটিতে এসএ গেমসের বেশ কয়েকটি ইভেন্ট। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক প্রতিবেদনে জানায়, টাইফুনে কেন্দ্রীয় বিকল অঞ্চলে ৫ জন নিহত হয়েছে। এছাড়া দেশটির রাজধানীর দক্ষিণের এক অঞ্চলে আরো ৫ জন নিহত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মার্ক টিমবাল বলেন, অন্তত ৩ লাখ ৪৫ হাজার মানুষ এখনো নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে...

পানির সংকট মেটাতে ৩৬ বছর পাহাড় খনন! (ভিডিও)

Image
পানির অপর নাম জীবন। তাইতো বিশ্বজুড়ে এই পানির জন্যই যুদ্ধের দামামা বেজেছে। তবে এখানে যুদ্ধ নয়, পানির জন্য দীর্ঘ তিন যুগ তথা ৩৬টি বছর ধরে মাটি খুঁড়েছেন তিনি। ‘ইচ্ছা থাকলে উপায় হয়’ এ প্রবাদটি আমাদের সবারই জানা। এর স্বপক্ষে দুনিয়াজুড়ে বহু ঘটনা রয়েছে। তবে সম্প্রতি চীনে এমন একটি বাস্তব ঘটনা প্রকাশ্যে এসেছে, যা অন্য সব থেকে আলাদা। সেটি হচ্ছে দেশটির এক নাগরিক দীর্ঘ ৩৬ বছর ধরে নালা বা ড্রেন খুঁড়ে হয়েছেন কিংবদন্তি। চীনা ওই নাগরিকের নাম হুয়াং দাফা। তিনি দেশটির গুইঝো প্রদেশের জুনাই নগরের কাওয়াংবা গ্রামের বাসিন্দা। বর্তমানে তার বয়স ৮২ বছর। এক সময় তার নিজ গ্রাম কাওয়াংবাসহ পার্শ্ববর্তী তিনটি গ্রামে খাবার পানিসহ ক্ষেতে সেঁচের পানির তীব্র সংকট দেখা দেয়। এই গ্রামগুলো ছিল তিনটি কার্স্ট বা পাথরের পাহাড় দ্বারা বিচ্ছিন্ন। পানির জন্য তিনি জীবনের ঝুঁকি নিয়ে বৃদ্ধ বয়সেও একা কাজ করে গেছেন। অবশেষে সফলও হয়েছেন। পানির সংকট মেটাতে দাফা পরিকল্পনা নেন পাহাড় তিনটি কেটে একটি নালা বা ড্রেন তৈরি করার। পরিকল্পনা বাস্তবায়নে তিনি গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। কিন্তু কাজটি বিপজ্জনক এবং ড্রেনট...

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলে মন্ত্রিসভার অনুমোদন

Image
ছবি-সংগৃহীত অবশেষে দীর্ঘদিনের বিতর্কের পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল’ বা ‘নাগরিকত্ব সংশোধনী বিল’। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে এই বিলে বুধবার অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিলটি আগামী সপ্তাহে সংসদে গৃহীত হবে বলে আশা করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার বিজেপি সাংসদদের উদ্দেশে বলেন, এই বিলটি অগ্রাধিকার পাবে, বিলটি ঠিক জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা শেষ করার জন্যে ৩৭০ অনুচ্ছেদে বাতিলের বিষয়ে নেওয়া সিদ্ধান্তের মতোই গুরুত্বপূর্ণ। এনডিটিভি বলছে, এই বিলের লক্ষ্য হল হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সী এই ৬টি সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা। এই বিলে নির্বাচিত বিভাগগুলিতে অবৈধ অভিবাসীদের ছাড় দেওয়ার জন্য বিদ্যমান আইনটি সংশোধন করা হয়েছে। তবে বিরোধীরা এই বিলটিকে মুসলমানদের বাদ দেওয়া নিয়ে দেশের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসাবে সমালোচনা করেছে। এই বিলের বিরুদ্ধে দেশটির আসামসহ উত্তর-পূর্ব...

ভারতীয় জলসীমায় চীনা জাহাজ ধাওয়া করল নৌসেনারা

Image
ভারত মহাসাগরে ঢুকে পড়া চীনা জাহাজ ‘শি ইয়ান ১’ [ছবি: সংগৃহীত] দিল্লির অনুমতি না নিয়ে সম্প্রতি ভারত মহাসাগরে ঢুকে পড়েছিল ‘শি ইয়ান ১’ নামে একটি চীনা জাহাজ। পিছু তাড়া করে নৌবাহিনী সেটিকে এলাকাছাড়া করেছে। মঙ্গলবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিংহ এ কথা জানিয়েছেন। অ্যাডমিরাল করমবীর সিংহ জানিয়েছেন, ভারত মহাসাগরে উত্তরোত্তর উপস্থিতি বাড়াচ্ছে চীন। আচমকা ঢুকে পড়ছে চীনা জাহাজ। সীমানা লঙ্ঘন করে ঢুকে পড়ছে রণতরীও। গোপনে ঢুকে পড়ছে চীনের সাবমেরিন। ভারত মহাসাগরের অর্থনৈতিক জোনের কাছাকাছি এলাকায় গড়ে সাত থেকে আটটি চীনা জাহাজ ঘোরাফেরা করছে। ভারত সেগুলোর ওপর কড়া নজর রাখছে।’ আরো পড়ুন:  মুগাবের ১০ মিলিয়ন ডলারের মালিক নেই! তিনি আরো বলেন, ‘২০০৮ সাল থেকেই ভারত মহাসাগরে উত্তরোত্তর চীনের উপস্থিতি বাড়ছে। আমরা নজর রাখছি।’ নৌসেনা প্রধান বলেছেন, ‘নানাবিধ উদ্দেশে কখনো সমুদ্র সংক্রান্ত গবেষণার জন্য। কখনো বা সামুদ্রিক সম্পদের অনুসন্ধান অথবা উত্তোলনের জন্য। সূত্র: আনন্দবাজার পত্রিকা ইত্তেফাক/এমআর  ভারত  চীন

বরফে ঢাকা পর্বতে কিমের ‘আদর্শ’ শহর

Image
স্বনির্ভর শহর সিমচিওন উদ্বোধন করেন উত্তর কোরীয় নেতা কিম জং–উন। ছবি: রয়টার্স বরফে ঢাকা পর্বতে স্বনির্ভর ‘আদর্শ’ শহর গড়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ খবর নিশ্চিত করেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সোমবার কিম চীন সীমান্তের মাউন্ট পিকতুতে এই আদর্শ শহরের উদ্বোধন করেন। এই শহরে চার হাজার পরিবার থাকতে পারবে। এতে সরকারি ও শিল্প ভবন, হাসপাতাল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, শীতকালীন খেলাধুলার প্রশিক্ষণ কেন্দ্র, স্কি রিসোর্ট ও হোটেলসুবিধা রাখা হয়েছে। এই শহরকে কিমের ‘স্মৃতিস্মারক প্রকল্প’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শহরটির নাম দেওয়া হয়েছে সিমচিওন। বলা হচ্ছে, এই শহরকে কিমের পরিবার তাঁদের ‘শিকড়’ বলে দাবি করছেন। প্রচলিত আছে, এখানেই কিমের বাবার জন্ম হয়েছিল। পেছনে কিম জং ইলের ভাস্কর্য রেখে ছেলে কিম জং–উন সিমচিওন শহরের উদ্বোধন করেন। ছবি: রয়টার্স আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই শহরের গোড়াপত্তন কিমের অর্থনৈতিক উদ্যোগগুলোর মধ্যে অন্যতম। মূল উদ্দেশ্যে হলো এই শহরগুলো হবে স্বনির্ভর। এ ধরনের শহরগুলোয় সব নাগ...