আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় বেসরকারি সংস্থার প্রধানসহ নিহত ৬

আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় বেসরকারি সংস্থার প্রধানসহ নিহত ৬

আফগানিস্তানের নানগারহার প্রদেশে জাপানি এক বেসরকারি সাহায্য সংস্থার গাড়িতে বন্দুকধারীর হামলায় সংস্থাটির প্রধানসহ ৬ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় ওই প্রদেশের রাজধানী জালালাবাদে বুধবার এ হামলার ঘটনা ঘটেছে।
প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আজ এ তথ্য জানিয়েছে।
জানা যায়, জাপানি বেসরকারি সাহায্য সংস্থা পিস জাপান মেডিক্যাল সার্ভিসের প্রধান ড. তেতসু নাকামুরাসহ সংস্থাটির সঙ্গে আফগানিস্তানে কাজ করা  অপর পাঁচজন এ হামলায় নিহত হন। নিহত ড. তেতসু নাকামুরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চাষাবাদ ও কৃষির সংস্কারের সঙ্গে জড়িত ছিলেন।  
এদিকে, নানগারহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি জানান, হঠাৎ হামলা করে পালিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা।
তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো কেউ স্বীকার করে নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা