Posts

নাশকতা নয়, বেকারত্বের জ্বালা মেটানোর আন্দোলনে রক্তাক্ত ইরাক

Image
সরকারবিরোধী আন্দোলনে রক্তাক্ত ইরাক। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষের জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিবিসি ও আল জাজিরর খবর, অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা আরও বেশি। রাজধানী শহর বাগদাদ অবরুদ্ধ করার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। ইরাকে বেড়েছে বেকারত্ব দুর্নীতি তারই প্রতিবাদে লক্ষাধিক ইরাকি রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বাগদাদের সুরক্ষিত গ্রিন এলাকায় ঢুকতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এই এলাকা প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনীতিকদের আবাস্থল। এখানে রয়েছে সংসদ। গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় বিক্ষোভের কারণে অচলাবস্থা বাগদাদে। সাদ্দাম হোসেনের পতনের পর থেকে সর্বশেষ ইসলামিক স্টেট জঙ্গিদের নির্মূল অভিযানে বারেবারে রক্তাক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। আইএস হামলায় ইরাকে মৃত্যুর মিছিল দেখেছে দুনিয়া। কিন্তু ইরাকের মাটি থেকে আইএস বিরোধী অভিযানের পর নতুন করে সরকারবিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। ইরাকের প্রধানমন্ত্রী আব্দুল মেহেদী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তিত। তিনি বিবৃতি দিয়ে...

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, বৃদ্ধার মৃত্যু

Image
ধানমণ্ডির ১২তলা আবাসিক ভবনে আগুন। ছবি: দৈনিক ইত্তেফাক রাজধানীর ধানমণ্ডিস্থ বহুতল ভবনের আগুনে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। এর আগে আজ শনিবার সকাল নয়টা ২৫ মিনিটে ৬/এ এলাকার ঈদগাহ ময়দানের বিপরীতে একটি ১২তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে তিনি সক্ষম হয়। ঘটনার পরপরই ধানমণ্ডি মডেল থানা জানায়, এতে দুইজন নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। ইত্তেফাক/এএম

এবার হাসপাতালেই হার্ট অ্যাটাক নওয়াজ শরিফের

Image
ফাইল ছবি আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এবার সেখানেই আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি। শনিবার সকালে হার্ট অ্যাটাক হয়েছে নওয়াজ শরিফের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে যে মাইনর হার্ট অ্যাটাক হয়েছে নওয়াজের। তবে, ইকোকার্ডিওগ্রাফি ও ইলেকট্রোকার্ডিওগ্রাম রিপোর্ট যদিও নর্মাল। একাধিক রোগের জন্যই হাসপাতালে ভর্তি আছেন তিনি। গত পাঁচদিন ধরে তাঁ চিকিৎসা চলছে সার্ভিস হাসপাতালে। কোট লাখপাত জেল থেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, সারা রাত অসম্ভব বুকে ব্যাথা হয়েছে নওয়াজ শরিফের। বেশ কয়েকটা এনজাইম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে বলেও জানিয়েছেন তারা। এর আগে, গত সোমবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন নওয়াজ শরিফ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাহোরের কোট লাখপত জেল থেকে তাকে স্থানান্তরিত করা হয় লাহোর সার্ভিস হাসপাতালে। সেখানে দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন নওয়াজ-কন্যা মরিয়মও। রক্তচাপ কমে যাওয়ায় মরিয়ম অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।    উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে জেলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন পা...

সিরিয়ায় পৌঁছেছে আরো ৩০০ রুশ সামরিক পুলিশ

Image
ছবি-সংগৃহীত মস্কো ও আঙ্কারার মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে আরো প্রায় ৩০০ রুশ সামরিক পুলিশ সিরিয়ায় পৌঁছেছে। এই চুক্তি অনুযায়ী, রুশ সামরিক পুলিশ এবং সিরীয় সীমান্ত রক্ষীরা আগামী মঙ্গলবারের মধ্যে সব কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে তুর্কি সীমান্তের ৩০ কিলোমিটার দূরে সরিয়ে দিবে। গত ৯ অক্টোবর থেকে সিরিয়ার উত্তরাঞ্চলের ‘নিরাপদ এলাকা’ প্রতিষ্ঠায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল তুরস্ক। শেষ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপে কুর্দিদের ঐ এলাকা থেকে সরে যেতে পাঁচ দিনের সময় দেয় আঙ্কারা। এরই মধ্যে গত মঙ্গলবার ওয়াইপিজি গেরিলা ও তাদের অস্ত্রশস্ত্র সরাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের চুক্তি হয়। চুক্তির পর সিরিয়া-তুরস্ক সীমান্তবর্তী কোবানিতে সামরিক পুলিশ পাঠাল রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোবানিতে রুশ সামরিক পুলিশ পাঠানোর মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে অন্তত ৩০ কিলোমিটার ভেতরে ওয়াইপিজি গেরিলাদের সরে যাওয়া পর্যবেক্ষণ করবে মস্কো ও দামেস্ক। ওয়াইপিজির সম্পূর্ণ প্রত্যাহারের অর্থ হচ্ছে সিরীয় কুর্দিদের বিরুদ্ধে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের একটি ব...

সিরিয়া-তুরস্ক সীমান্তে ৩০০ সামরিক পুলিশ পাঠাল রাশিয়া

Image
ফাইল ছবি সিরিয়ার উত্তরাঞ্চলের নিরাপদ এলাকা প্রতিষ্ঠায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল তুরস্ক। গত ৯ অক্টোবর থেকে এ অভিযান শুরু করে তুরস্ক। শেষ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপে কুর্দিদের ঐ এলাকা থেকে সরে যেতে পাঁচ দিনের সময় দেয় আঙ্কারা। এরপর গত মঙ্গলবার ওয়াইপিজি গেরিলা ও তাদের অস্ত্রশস্ত্র সরাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের চুক্তি হয়। চুক্তির পর সিরিয়া-তুরস্ক সীমান্তবর্তী কোবানিতে ৩০০ সামরিক পুলিশ পাঠাল রাশিয়া।  চুক্তি অনুযায়ী, রুশ সামরিক পুলিশ এবং সিরীয় সীমান্ত রক্ষীরা আগামী মঙ্গলবারের মধ্যে সব কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে তুর্কি সীমান্তের ৩০ কিলোমিটার দূরে সরিয়ে দিবে। এর জন্য সিরিয়ার অভ্যন্তরে অন্তত ৩০ কিলোমিটার ভেতরে ওয়াইপিজি গেরিলাদের সরে যাওয়া পর্যবেক্ষণ করবে মস্কো ও দামেস্ক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াইপিজি মিলিশিয়া প্রত্যাহার বা সরে যাওয়া পর্যবেক্ষণ করবে রুশ সামরিক পুলিশ। ষষ্ঠ দিন থেকে রুশ ও তুর্কি সেনারা যৌথভাবে সিরিয়ার ১০ কিলোমিটার ভেতরে টহল দেবে।  বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ...

বিশ্বের কোন দেশের মানুষের কত সম্পদ

Image
শীর্ষ ধনীদের সংখ্যায় প্রথমবারের মত যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে চীন। ক্রেডিট সুইসের প্রকাশিত গ্লোবাল ওয়েলথ রিপোর্ট ২০১৯ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মাথাপিছু সম্পদের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। বিশ্বে সম্পদের পরিমান বেড়েছে গ্লোবাল ওয়েলথ রিপোর্ট ২০১৯ অনুযায়ী গত এক বছরে বিশ্বে মানুষের ধন-সম্পদের পরিমাণ দুই দশমিক ছয় ভাগ বেড়েছে, ডলারের হিসাবে দাড়িয়েছে ৩৬০ ট্রিলিয়নে। পূর্ণবয়স্ক মানুষের মাথাপিছু সম্পদের পরিমাণ ছুয়েছে রেকর্ড ৭০ হাজার ৮৫০ ডলারে। এগিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ বিশ্বে সম্পদ বৃদ্ধিতে অবদান রেখেছে মূলত যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের দেশগুলো। তাদের আয় বেড়েছে যথাক্রমে তিন দশমিক আট ট্রিলিয়ন, এক দশমিক নয় ট্রিলিয়ন এবং এক দশমিক এক ট্রিলিয়ন ডলার। মাথাপিছু সম্পদে শীর্ষে সুইজারল্যান্ড পূর্ণবয়স্কদের মাথাপিছু সম্পদের দিক থেকে শীর্ষে আছে সুইজারল্যান্ড। ১৭ হাজার ৭৯০ ডলার বেড়ে তাদের মাথাপিছু সম্পদের পরিমান দাড়িয়েছে ৫ লাখ ৬৪ হাজার ৬৫৩ ডলারে। এরপরই আছে যুক্তরাষ্ট্র, তাদের মাথাপিছু সম্পদ চার লাখ ৩২ হাজার ৩৬৫ ডলার।। আর অস্ট্রেলিয়ার মানুষের মাথাপিছু সম্পদ ...

সবচেয়ে বেশি স্বর্ণের মালিক যে ১০ দেশ

Image
কোন দেশে মজুদ রয়েছে কত স্বর্ণ, এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। ২০১৯ সেপ্টেম্বর পর্যন্ত যাচাই করে যে তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল তার মধ্যে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকা নিম্নে দেওয়া হল:- নেদারল্যান্ডস (১০):  ডাচ সেন্ট্রাল ব্যাঙ্কে মোট ৬১৩ টন স্বর্ণ জমা রাখা হয়েছে। ডাচ সেন্ট্রাল ব্যাঙ্কের স্বর্ণের ভল্ট রয়েছে আমস্টারডামে। নিরাপত্তার স্বার্থে সেই ভল্ট নিউ আমস্টারডামে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ঘোষণা করে দিয়েছে ডাচ সেন্ট্রাল ব্যাঙ্ক। সঞ্চিত স্বর্ণের নিরিখে নেদারল্যান্ডস বিশ্বের দশম দেশ। ভারত (৯):  স্বর্ণের দাম বাড়লেও ২০১৮-এর তুলনায় ২০১৯ সালে অনেক বেশি স্বর্ণ  সঞ্চয় করেছে ভারত। ২০১৮ সালে সঞ্চিত স্বর্ণের পরিমাণ ছিল ৫৬০.৩ টন, ২০১৯-এ সমীক্ষার রিপোর্ট জানাচ্ছে, স্বর্ণের পরিমাণ বর্তমানে ৬১৮ টন। স্বর্ণ সঞ্চয়ের নিরিখে ভারত বিশ্বের নবম দেশ। জাপান (৮):  বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপানেরই। আর সঞ্চিত স্বর্ণের নিরিখে জাপান বিশ্বে অষ্টম। জাপানের সেন্ট্রাল ব্যাঙ্কে সঞ্চিত স্বর্ণের পরিমাণ ৭৬৫ টন। সুইৎজারল্যান্ড (৭):  সঞ্চি...