সিরিয়ায় পৌঁছেছে আরো ৩০০ রুশ সামরিক পুলিশ

সিরিয়ায় পৌঁছেছে আরো ৩০০ রুশ সামরিক পুলিশ
ছবি-সংগৃহীত
মস্কো ও আঙ্কারার মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে আরো প্রায় ৩০০ রুশ সামরিক পুলিশ সিরিয়ায় পৌঁছেছে। এই চুক্তি অনুযায়ী, রুশ সামরিক পুলিশ এবং সিরীয় সীমান্ত রক্ষীরা আগামী মঙ্গলবারের মধ্যে সব কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে তুর্কি সীমান্তের ৩০ কিলোমিটার দূরে সরিয়ে দিবে।
গত ৯ অক্টোবর থেকে সিরিয়ার উত্তরাঞ্চলের ‘নিরাপদ এলাকা’ প্রতিষ্ঠায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল তুরস্ক। শেষ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপে কুর্দিদের ঐ এলাকা থেকে সরে যেতে পাঁচ দিনের সময় দেয় আঙ্কারা।
এরই মধ্যে গত মঙ্গলবার ওয়াইপিজি গেরিলা ও তাদের অস্ত্রশস্ত্র সরাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের চুক্তি হয়। চুক্তির পর সিরিয়া-তুরস্ক সীমান্তবর্তী কোবানিতে সামরিক পুলিশ পাঠাল রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোবানিতে রুশ সামরিক পুলিশ পাঠানোর মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে অন্তত ৩০ কিলোমিটার ভেতরে ওয়াইপিজি গেরিলাদের সরে যাওয়া পর্যবেক্ষণ করবে মস্কো ও দামেস্ক। ওয়াইপিজির সম্পূর্ণ প্রত্যাহারের অর্থ হচ্ছে সিরীয় কুর্দিদের বিরুদ্ধে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের একটি বড়ো বিজয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াইপিজি মিলিশিয়া প্রত্যাহার বা সরে যাওয়া পর্যবেক্ষণ করবে রুশ সামরিক পুলিশ। ষষ্ঠ দিন থেকে রুশ ও তুর্কি সেনারা যৌথভাবে সিরিয়ার ১০ কিলোমিটার ভেতরে টহল দেবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, কুর্দি যোদ্ধারা পিছু না হটলে সিরিয়ার সীমান্তরক্ষী ও রুশ সামরিক পুলিশ সরে যাবে। এর ফলে অবশিষ্ট কুর্দি যোদ্ধারা তুর্কি সেনাদের মুখে পড়বে।
এদিকে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আঙ্কারা ও মস্কোর চুক্তির শর্ত অনুযায়ী কুর্দি বাহিনী বিভিন্ন অবস্থান থেকে সরে যাওয়ার পরিপ্রেক্ষিতে সিরিয়ার উত্তর-পশ্চিমে তেলক্ষেত্র সুরক্ষায় যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি জোরদার করবে। এক বিবৃতিতে পেন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের মিত্র এসডিএফের (সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স) সঙ্গে সমন্বয় করে সিরিয়ার উত্তর-পূর্বে সামরিক উপস্থিতি জোরদারে আমরা অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি আইএসআই অথবা অন্যান্য বিদ্রোহী গ্রুপের হাত থেকে তেলক্ষেত্র সুরক্ষায় সামরিক উপস্থিতি বাড়ানো হবে।’
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা