ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, বৃদ্ধার মৃত্যু

ধানমণ্ডির ১২তলা আবাসিক ভবনে আগুন। ছবি: দৈনিক ইত্তেফাক
রাজধানীর ধানমণ্ডিস্থ বহুতল ভবনের আগুনে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
এর আগে আজ শনিবার সকাল নয়টা ২৫ মিনিটে ৬/এ এলাকার ঈদগাহ ময়দানের বিপরীতে একটি ১২তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে তিনি সক্ষম হয়।
ঘটনার পরপরই ধানমণ্ডি মডেল থানা জানায়, এতে দুইজন নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
ইত্তেফাক/এএম
Comments