Posts

আবারও ছুটিতে যাবেন তামিম!

Image
তামিম ইকবাল [ফাইল ছবি] গত এক দশক ধরেই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি। বিশ্বকাপের আগের বছর চারেক ছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফর খারাপ যাওয়ার পর নিজেই ক্লান্তির কারণে ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন। তারপর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি। এর মধ্যেই আবার ছুটিতে যেতে হতে পারে তামিম ইকবালকে। যতদূর জানা গেছে, পারিবারিক কারণে তামিম এবার অল্প কিছু দিনের জন্য ছুটিতে যেতে পারেন। তিনি মিস করতে পারেন ভারত সফরের প্রথম অংশ। তামিম ইকবাল দ্বিতীয় বারের মতো বাবা হতে যাচ্ছেন। তার স্ত্রী সুস্থ থাকলে ছুটির হয়তো দরকার হবে না। কিন্তু কোনো জটিলতা হলে ভারত সফরের প্রথম অংশের সময়েই পৃথিবীতে আসতে পারে তামিমের এই সন্তান। সেক্ষেত্রে এই সময়ে তিনি স্ত্রীর পাশে থাকতে চাইবেন। যদিও তাকে ছুটি দেওয়া বা না দেওয়ার বিষয়ে বিসিবি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সূত্রগুলো জানাচ্ছে যে, তামিম খুব দ্রুতই তার স্ত্রীর শারীরিক অবস্থার পরীক্ষার রিপোর্টগুলো হাতে পেয়ে যাবেন। এই রিপোর্ট পেলে তার চিকিৎসকরা জানাতে পারবেন যে, কবে নাগাদ তার স্ত্রীর পাশে থাকতে হবে। এটা জানা গেছে যে, প্রয়োজন ...

উত্তপ্ত এফডিসি, পরিচালক সমিতির বিক্ষোভ

Image
আজ শুক্রবার সকাল দশটা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সিনিয়র-জুনিয়র শিল্পীরা এফডিসিতে ভিড় করছেন।  শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট চললেও বেলা সাড়ে এগারটার পরে হঠাৎই পরিচালক সমিতির সামনে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিচালক সমিতির অভিযোগ, তাদের এফডিসিতে ঢুকতে দিতে হবে।  এব্যাপারে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন অভিযোগ করেন, এফডিসিতে শিল্পী সমিতির ভোটার বাদে, অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের দাবি পরিচালক সমিতির সদস্যসহ সব সমিতির কলাকুশলীদের এফডিসিকে ঢুকতে দিতে হবে।  এক পর্যায়ে পরিচালক সমিতির উত্তপ্ত পরিবেশ শান্ত করতে সেখানে হাজির হন এফডিসির এমডি আবদুল করিম ও শিল্পী সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর। বদিউল আলম খোকন তাদের কাছে জানতে চান, আজ এফডিসি কার নিয়ন্ত্রণে। জবাবে এমডি বলেন, আজ যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। তাই শিল্পী সমিতির নির্বাচন কমিশন এফডিসি নিয়ন্ত্রণ করছেন। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছ...

ব্রাজিল যেতে ভিসা লাগবে না ভারতীয় ও চীনাদের

Image
ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। ছবি: রয়টার্স ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো বলেছেন, দক্ষিণ আমেরিকান এই দেশটিতে যেতে চীনা ও ভারতীয় পর্যটক বা ব্যবসায়ীদের ভিসার প্রয়োজন হবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন সফরকালে গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট এ ঘোষণা দিয়েছেন। ডানপন্থী রাজনীতিবিদ বলসোনারো চলতি বছরের শুরুতে ক্ষমতায় এসেছেন। বেশ কয়েকটি উন্নত দেশের নাগরিকদের জন্য তিনি ইতিমধ্যে ভিসার প্রয়োজনীয়তা শিথিল করার নীতি হাতে নিয়েছেন। তবে উন্নয়নশীল বিশ্বের কোনো দেশের জন্য প্রথমবারের মতো এমন ঘোষণা দিলেন বলসোনারো। এই বছরের শুরুর দিকে ব্রাজিল সরকার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়ার পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ভিসা ব্যবস্থা বাতিল করেছে। এর বদলে দেশগুলো ব্রাজিলের নাগরিকদের জন্য ভিসা ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা করেনি।

অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশের আশিক

Image
আশিক আহমেদ। সম্প্রতি সামনে এসেছে অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীদের তালিকা। এই তালিকাটি প্রকাশ করেছে ব্যবসা ও অর্থ বিষয়ক দৈনিক ‘অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ’। অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর ওই তালিকায় আছেন বাংলাদেশের আশিক আহমেদ। তিনি ২৫তম অবস্থানে রয়েছেন। আশিক 'ডেপুটি' হিসাব রক্ষণাবেক্ষণকারী একটি সফটওয়্যারের প্রধান নির্বাহী (সিও) ও সহ-প্রতিষ্ঠাতা। বয়স ৩৮ বছর। আশিকের সম্পদের পরিমাণ ১৪৮ মিলিয়ন ডলারের। অর্থাৎ এক হাজার ২৫০ কোটি টাকারও বেশি। আশিক জানিয়েছেন, তিনি ঘণ্টাভিত্তিক বেতনে কাজ করতেন। তখন তিনি অনুধাবন করেন রোস্টারের ক্ষেত্রে হিসাব রাখা বেশ সমস্যার। এ সমস্যা সমাধানের লক্ষ্যে গণিত, বিজ্ঞান ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয়ে প্রতিষ্ঠা করে ফেলেন ‘ডেপুটি’ নামের সফটওয়্যারটি। ২০০৮ সালে সফটওয়্যারটি তৈরির পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তালিকায় স্থান পাওয়ার বিষয়ে আশিক বলেন, এটা আমার জন্য দারুণ একটি ব্যাপার। তবে আমি কখনোই শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে কাজ করিনি, কখনো করবোও না। বরং শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিলো সমস্যার সমাধান করা। উল্লেখ্য, 'ডেপুটি এ...

সার্বিয়াতে সামরিক মহড়ায় ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র পাঠাল রাশিয়া

Image
সার্বিয়াতে একটি সামরিক মহড়ায় অংশ নিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ‘এস-৪০০’ পাঠিয়েছে রাশিয়া। প্রথমবারের মতো বিদেশে কোনো মহড়ায় নিজেদের দূরপাল্লার ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’র একটি ডিভিশন পাঠিয়েছে রাশিয়া।  বৃহস্পতিবার রুশ গণমাধ্যম ‌‘মস্কো টাইমস’ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।  সামরিক মহাড়ায় অংশ নিতে শুধু এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, প্যান্টসির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যাটারিও পাঠানো হয়েছে। বর্তমান বিশ্বে অন্যতম কার্যকরী ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে ‘এস-৪০০’। রাশিয়ার তৈরি এ উন্নত প্রযুক্তি পেতে বিশ্বের অনেক দেশ আগ্রহী। মূলত দেশটির আগেরকার ‘এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’র উন্নত সংস্করণ এটি। সার্বিয়া তার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার জন্য সূক্ষ্ম ভারসাম্যমূলক কাজ করে চলেছে। একইসঙ্গে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ধরে রাখতেও কাজ করছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

নিজের ঘাঁটিতেই সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি, শিবসেনার ৫০-৫০ দাবি

Image
ছবি: সংগৃহীত নিজেদের শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত হরিয়ানাতে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আরেক শক্তিশালী ঘাঁটি মহারাষ্ট্রেও দলটির জনপ্রিয়তা পড়তির মুখে। কিন্তু প্রধান শরিকদল শিবসেনার বদৌলতে এবারের মত ঘাঁটিটি হারাতে হচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলকে। এই সুযোগে ক্ষমতার সমবন্টনের দাবি জানিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে। নির্বাচনের ফলে দেখা গেছে, হরিয়ানা রাজ্যে ৪০ আসন পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু ৯০ আসনের হরিয়ানা রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ৪৬ আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৩১ টি আসন। হরিয়ানাতে এবার নির্ণায়কের ভূমিকা নিতে পারে শিখ নেতা দুষ্মন্ত চৌটালার দল জেজেপি। ইতিমধ্যে কংগ্রেসের সাথে হাত মেলাবেন বলে ইঙ্গিত দিয়েছেন জেজেপি প্রধান। দুষ্মন্ত চৌটালা বলেছেন, 'ফলাফল যেমন দেখা যাচ্ছে, তাতে পরিষ্কার, মানুষ পরিবর্তন চাইছে।' পাশাপাশি তিনি এও বলেন, 'সরকার গঠনের চাবি থাকবে জেজেপির হাতে।' কংগ্রেস নেতা দীপন্দর হুদা বলেন, 'দুষ্মন্ত চৌটালাকে আমাদের ...

তুরস্ক সীমান্তবর্তী এলাকা থেকে কুর্দি গেরিলা প্রত্যাহার শুরু

Image
সিরিয়ার কুর্দি গেরিলারা তুরস্কের দীর্ঘ সীমান্ত এলাকার বেশ কয়েকটি অবস্থান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলবর্তী সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানের মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় কুর্দি গেরিলারা এসব অবস্থান ছেড়ে দিল। কুর্দি গেরিলাদের প্রত্যাহারের পর এসব এলাকায় সিরিয়ার সরকারি সেনা মোতায়েন করা হয়েছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার জানিয়েছে, কুর্দি গেরিলারা সীমান্তের বেশকিছু অবস্থান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। সংস্থার প্রধান রামি আব্দুর রহমান জানান, তুরস্কের সীমান্তবর্তী বহু এলাকায় এখনও কুর্দি গেরিলা মোতায়েন রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের সঙ্গে সিরিয়ার প্রায় ৪০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। রাশিয়ার অন্যতম বার্তাসংস্থা রিয়া নিউজও সীমান্ত থেকে কুর্দি গেরিলা প্রত্যাহারের খবর দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তুরস্ক সীমান্ত থেকে সিরিয়ার ৩২ কিলোমিটার ভেতরে কুর্দি গেরিলারা সরে গেছে। এদিকে, কোনও কোনও সূত...