আবারও ছুটিতে যাবেন তামিম!
তামিম ইকবাল [ফাইল ছবি] গত এক দশক ধরেই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি। বিশ্বকাপের আগের বছর চারেক ছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফর খারাপ যাওয়ার পর নিজেই ক্লান্তির কারণে ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন। তারপর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি। এর মধ্যেই আবার ছুটিতে যেতে হতে পারে তামিম ইকবালকে। যতদূর জানা গেছে, পারিবারিক কারণে তামিম এবার অল্প কিছু দিনের জন্য ছুটিতে যেতে পারেন। তিনি মিস করতে পারেন ভারত সফরের প্রথম অংশ। তামিম ইকবাল দ্বিতীয় বারের মতো বাবা হতে যাচ্ছেন। তার স্ত্রী সুস্থ থাকলে ছুটির হয়তো দরকার হবে না। কিন্তু কোনো জটিলতা হলে ভারত সফরের প্রথম অংশের সময়েই পৃথিবীতে আসতে পারে তামিমের এই সন্তান। সেক্ষেত্রে এই সময়ে তিনি স্ত্রীর পাশে থাকতে চাইবেন। যদিও তাকে ছুটি দেওয়া বা না দেওয়ার বিষয়ে বিসিবি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সূত্রগুলো জানাচ্ছে যে, তামিম খুব দ্রুতই তার স্ত্রীর শারীরিক অবস্থার পরীক্ষার রিপোর্টগুলো হাতে পেয়ে যাবেন। এই রিপোর্ট পেলে তার চিকিৎসকরা জানাতে পারবেন যে, কবে নাগাদ তার স্ত্রীর পাশে থাকতে হবে। এটা জানা গেছে যে, প্রয়োজন ...