ব্রাজিল যেতে ভিসা লাগবে না ভারতীয় ও চীনাদের

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। ছবি: রয়টার্সব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। ছবি: রয়টার্সব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো বলেছেন, দক্ষিণ আমেরিকান এই দেশটিতে যেতে চীনা ও ভারতীয় পর্যটক বা ব্যবসায়ীদের ভিসার প্রয়োজন হবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন সফরকালে গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট এ ঘোষণা দিয়েছেন।
ডানপন্থী রাজনীতিবিদ বলসোনারো চলতি বছরের শুরুতে ক্ষমতায় এসেছেন। বেশ কয়েকটি উন্নত দেশের নাগরিকদের জন্য তিনি ইতিমধ্যে ভিসার প্রয়োজনীয়তা শিথিল করার নীতি হাতে নিয়েছেন। তবে উন্নয়নশীল বিশ্বের কোনো দেশের জন্য প্রথমবারের মতো এমন ঘোষণা দিলেন বলসোনারো।
এই বছরের শুরুর দিকে ব্রাজিল সরকার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং অস্ট্রেলিয়ার পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ভিসা ব্যবস্থা বাতিল করেছে। এর বদলে দেশগুলো ব্রাজিলের নাগরিকদের জন্য ভিসা ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা করেনি।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা