সিরিয়ায় তুরস্কের হামলার ঘোষণা, ট্রাম্পের সবুজ সংকেত
তুর্কি বাহিনীর হামলার প্রস্তুতি। ছবি-সংগৃহীত সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র এতে হস্তক্ষেপ করবে না বলে সোমবার এক বিবৃতিতে দিয়েছে হোয়াইট হাউজ। তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপে তায়েপ এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার এক ফোনালাপের পর এমন ঘোষণা এলো। খবর বিবিসির। চলতি বছরের জানুয়ারীতে প্রেসিডেন্ট ট্রাম্প তুরস্ককে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এসডিএফ এর উপর হামলা চালালে তুরস্কের অর্থনীতি ধংস করে দেয়া হবে। কিন্তু আজ দুই প্রেসিডেন্টের ফোনালাপের পর ট্রাম্প আগের অবস্থান থেকে সরে এসেছেন। বিবৃতিতে বলা হয়, তুরস্ক শীঘ্রই সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের দীর্ঘ পরিকল্পিত সামরিক অভিযান চালাবে। এতে মার্কিন সামরিক বাহিনী নিজেদের জড়াবে না। বিবৃতিতে আরও জানানো হয়, গত ২ বছরে কুর্দি মিলিশিয়াদের হাতে আটক আইএস যোদ্ধাদের দায়িত্বও তুরস্ক গ্রহণ করবে। আরও পড়ুন : আবরার হত্যায় চার ছাত্রলীগ নেতা আটক তুর্কি প্রেসিডেন্ট দপ্তর ফোনালাপের সত্যতা স্বীকার করে বলেছে, সিরিয়ার উত্তর-পূবাঞ্চলী...