ভাতে চুল পাওয়ায় স্ত্রীকে মারপিট করে মাথা ন্যাড়া, স্বামী গ্রেফতার

নির্যাতনের শিকার আরজিনা বেগম। পাশে গ্রেফতার তার স্বামী। ছবি: ইত্তেফাক
ভাতের মধ্যে চুল পাওয়ায় ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারপিট করে চুল কেটে মাথা ন্যাড়া করে দিয়েছে স্বামী। এ ঘটনায় স্বামী বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের শালগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদরের পুরানাপৈল ইউপির শালগ্রামের দিনমজুর বেলাল হোসেনের মেয়ে আরজিনা বেগমের (২২) সঙ্গে একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবুলের (৪০) বিয়ে হয় এক বছর আগে। এটি ছিল বাবুলের ২য় বিয়ে। পরিবারে অভাবকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।
আরো পড়ুন: আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে: চিকিৎসক
এ অবস্থায় সোমবার সকালে ভাত রান্না করে স্বামী বাবুলকে খেতে দিলে ভাতের প্লেটে চুলের একটি টুকরা পাওয়া যায়। এতে ক্ষিপ্ত হয়ে আরজিনা বেগমের উপর চালানো হয় নির্যাতন। মারপিট করে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। খবর গেয়ে জয়পুরহাট থানা পুলিশ আরজিনাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত ) রায়হান হোসেন জানান, আরজিনা বেগমকে নির্যাতন করায় তার বাবা বেলাল হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
Comments