যে ঘনিষ্ঠ দৃশ্যের জন্য আজও অনুশোচনায় পুড়ছেন মাধুরী

যে ঘনিষ্ঠ দৃশ্যের জন্য আজও অনুশোচনায় পুড়ছেন মাধুরী
মাধুরী দীক্ষিত

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। অভিনয় ও নাচের সহজাত প্রতিভা দিয়ে রূপালি জগতে ঝড় তোলেন তিনি। উপহার দেন অনেক হিট ও প্রশংসিত সিনেমার। তবে তার অভিনীত একটি ছবি নিয়ে এখনও অনুশোচনা করেন মাধুরী।
১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘দয়াবান’ ছবিতে মাধুরীর বিপরীতে ছিলেন ২০ বছরের বড় বিনোদ খান্না। ওই ছবিতে ছিল ঘনিষ্ঠ কিছু দৃশ্য। সিনেমাটির একটি লিপলক ওই সময় বেশ হইচই তোলে। সেই দৃশ্য দেখার জন্যই নাকি অনেকে সিনেমা হলে গিয়েছিলেন।
মাধুরীর আগে বেশ কয়েকজন নায়িকাকে মাধুরীর করা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন নির্মাতা। কিন্তু সবাই ফিরিয়ে দেন। মাধুরীর রাজি হওয়ার কারণও ছিল। প্রথম সিনেমা ‘অবোধ’-এর পরপর অনেক ছবি ফ্লপ হওয়ার কারণে তাকে কেউ আর ডাকছিল না, এর মাঝে পান ‘দয়াবান’-এর প্রস্তাব। তাই বোল্ড সিন থাকা সত্ত্বেও রাজি হয়ে যান।
এই ছবির ‘আজ ফির তুমসে প্যায়ার আয় হ্যায়’ গানের বিনোদ-মাধুরীর লিপলক দৃশ্যকে বলিউডের ইতিহাসে অন্যতম হট সিন বলে ধরা হয়।
পরে এক সাক্ষাৎকার ‘সাজন’ তারকা জানান, ওই ছবিতে অভিনয়ের সময় বেশ অস্বস্তি নিয়ে দৃশ্যগুলো করেন। এর জন্য পরে অনুতপ্তও হন।
মজার বিষয় হলো, পরবর্তীকালে বিনোদের ছেলে অক্ষয় কুমারের বিপরীতেও অভিনয় করেছেন মাধুরী।
ভিডিও: 
বিডি প্রতিদিন/কালাম

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা