সৌদিতে যা দেখার আছে
আল ওয়াহবাহ আগ্নেয়গিরির জ্বালামুখ। ছবি: বিবিসি এত দিন প্রবাসী শ্রমিক, ব্যবসায়ী এবং হজযাত্রীদেরই কেবল সৌদি আরবের ভিসা দেওয়া হতো। কিন্তু আজ শনিবার থেকে সৌদি আরবে যাওয়ার জন্য অনলাইনে ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন ৪৯টি দেশের নাগরিকেরা। রাজতান্ত্রিক দেশটি গতকাল শুক্রবার বিশ্বের ৪৯টি দেশের জন্য ভিসার নতুন নিয়ম চালু করছে। সৌদি আরবে নতুন ভিসার ব্যবস্থা চালুর পর দেশটির যেখানে যেখানে দর্শনার্থীরা যেতে পারবেন, এরই এক ছোট তালিকা নিচে দেওয়া হলো। আল ওয়াহবাহ আগ্নেয়গিরির জ্বালামুখ মরুভূমির মধ্যে, তাইফ শহর থেকে প্রায় আড়াই শ কিলোমিটার দূরে পড়বে আল ওয়াহবাহ আগ্নেয়গিরির জ্বালামুখ। বিশালাকৃতির মৃত জ্বালামুখটি প্রায় ৮২০ ফুট গভীর। এটি সাম্প্রতিক বছরগুলোতে পরিব্রাজকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জ্বালামুখটির নিচে নামতে এবং উঠতে দক্ষ পরিব্রাজকদের দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে। যাঁদের জ্বালামুখটিতে নামার শখ নেই, তাঁরাও সদলবলে সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন। প্রাচীন নগরী মাদাইন সালেহ ২০০৮ সালে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মাদাইন সালেহর নাম ওঠে। প্রাচীন এই শহরে অনেকগুলো সমাধিক্ষেত্র রয়েছে।...