Posts

ফ্রাইডে ফর ফিউচার’: পরিবেশ বাঁচাতে বিশ্বজুড়ে আন্দোলন

Image
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে ‘ফ্রাইডে ফর ফিউচার’ কর্মীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত পরিবেশ বাঁচাতে স্কুলপড়ুয়ারা শুরু করেছে নতুন আন্দোলন ‘ফ্রাইডে ফর ফিউচার’। পরিবেশদূষণের বিরুদ্ধে এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। স্কুল ফেলে আজ শুক্রবার বিশ্বজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীরা। ‘ফ্রাইডে ফর ফিউচার’ আন্দোলনের উদ্যোক্তারা জানিয়েছেন, বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে বিশ্বের ১৬০টি দেশের ২ হাজার ৬০০ শহরে আজ পরিবেশ বাঁচানোর দাবিতে স্কুল ছেড়ে রাস্তায় নামবে শিক্ষার্থীরা। স্কুলের শিক্ষার্থীদের এই পরিবেশ বাঁচানোর আন্দোলনে জার্মানির দুই শতাধিক পরিবেশ, সামাজিক, শ্রমিকসহ নানা সংগঠন একাত্মতা প্রকাশ করে রাজপথে নামার ঘোষণা দিয়েছে। পরিবেশ বাঁচানোর এই নতুন আন্দোলনের কারিগর মূলত স্কুলের শিক্ষার্থীরা। নতুন আদলে তাদের এই আন্দোলন ক্রমেই বেড়ে চলেছে। আন্দোলনের শুরুটা হয়েছিল সুইডেনে। তারপর তা ইউরোপের নানা দেশের গণ্ডি পেরিয়ে ব্যাপ্তি লাভ করেছে বিশ্বজুড়ে। এর আগে চলতি বছরের ১৫ মার্চ বিশ্বের ১১০টি দেশের ১ হাজার ৭০০ শহরে এই আন্দোলনের সপক্ষে স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। সে দিন শুধু জার্মানিতেই এ...

সৌরজগতের বাইরে মিলল নতুন ধূমকেতু

Image
ফাইল ছবি দুই বছর পর আবারো একটি মহাজাগতিক ধূমকেতুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সদ্য আবিষ্কৃত এই বস্তুটির নাম দেওয়া হয়েছে ধূমকেতু সি/২০১৯ কিউ ৪ (বোরিসভ)। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মাইনর প্লানেট সেন্টার (এমপিসি) এই আবিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অবশ্য প্রথমে এই ধূমকেতুটির নাম দেওয়া হয়েছিল জিবি ০০২৩৪। গত ৩০ আগস্ট বাখচিসারাই-এর ক্রিমিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরি থেকে একজন অপেশাদার জ্যোতির্বিদ প্রথম এটিকে শনাক্ত করেন। তার নাম গেন্নাদি বরিসভ। ওই সময় এটির অবস্থান ছিল সূর্য থেকে প্রায় ৪৫০ মিলিয়ন বা ৪৫ কোটি কিলোমিটার দূরে। মহাজাগতিক বস্তুটির একটি ‘হাইপারবোলিক’ কক্ষপথ রয়েছে। এ কারণেই প্রমাণ হয় এটি আমাদের পরিচিত জগতের বাইরের একটি মহাজাগতিক বস্তু। হাইপারবোলিক কক্ষপথ পূর্ণ বৃত্তের পরিসরের আকার সব সময় মেনে চলে না। এটির আকার গোল হলেও তা সব সময় বৃত্তের মতো হয় না। একটি নিখুঁত বৃত্তের কেন্দ্রের কৌণিক পরিমাণ হয় শূণ্য ডিগ্রি। বহু গ্রহ, গ্রহাণু এবং ধূমকেতুর উপবৃত্তাকার কক্ষপথের কেন্দ্রীয় দূরত্ব ১ থেকে ০ পর্যন্ত হয়। এর আগে ২০১৭ সালে আবিষ্কৃত হয় দীর্ঘায়িত মহাজাগতিক বস্ত...

দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

Image
ফাইল ছবি দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আরও পড়ুন:  হোমনায় ট্রাকচাপায় শিশু নিহত আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উড়িষ্যা,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ইত্তেফাক/এমআরএম

১৬১ কোটি টাকায় বিক্রি মস্ত জাহাজ

Image
  পুরো জাহাজ ঘুরে দেখতে হলে তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যেতে পারে। জাহাজটি লম্বায় ৩৪০ মিটার। আয়তনে তা ১৯ হাজার বর্গমিটার। ২৩ বছর জ্বালানি তেল পরিবহনের পর জাহাজটির শেষ গন্তব্য এখন সীতাকুণ্ডের উপকূল। এমন লম্বা জাহাজ গত এক দশকে ভেড়েনি এই উপকূলে। জ্বালানি তেল পরিবহনের এ জাহাজটির নাম ‘এমটি অ্যাটবান’। ২৩ বছরের পুরোনো হলেও জাহাজটির কদর একটুও কমেনি। ১ কোটি ৯১ লাখ ডলার বা প্রায় ১৬১ কোটি টাকায় বিক্রি হয়েছে জাহাজটি। এ জাহাজটি থেকে সরকার রাজস্ব পেয়েছে ১৯ কোটি টাকা। এ হিসাবে জাহাজটির দাম পড়েছে ১৮০ কোটি টাকা। এ ধরনের নতুন জাহাজ কিনতে গুনতে হবে ১ হাজার কোটি টাকা। চট্টগ্রামের উঁচু ভবন আজিজ কোর্টের (৩২ তলা) তিন গুণ সমান লম্বা জাহাজটি। বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন সিটি সেন্টারের দ্বিগুণ। আয়তন হিসাব করলে জাহাজটিতে তিনটি ফুটবল মাঠের সমান। জাহাজটি লম্বায় ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়ে বড়। জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তৈরি হয় জাহাজটি। কাস্টমস–এর আনুষ্ঠাকিতা শেষে চট্টগ্রাম বন্দরের জলসীমা থেকে চালিয়ে শেষ ঠিকানায় নিয়েছেন ক্যাপ্টেন মোবারক হোসেন। তিনি  প্রথম আ...

ইয়েমেনে ফের সৌদি আগ্রাসন শুরু

Image
ইয়েমেনে আবারও সামরিক আগ্রাসন শুরু করেছে সৌদি আরব নেতৃত্বাধীন জোট। সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাহের উত্তরে শুক্রবার এই সামরিক অভিযান শুরু করে এই জোট। খবর রয়টার্সের। গত ১৪ সেপ্টেম্বর শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে সৌদির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে।  ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুতিরা এই হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এর পেছনে ইরানকে দায়ী করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ওই হামলার জবাব দেওয়ার সক্ষমতা রিয়াদের আছে বলে সে সময় হুঁশিয়ারি দেয় দেশটি। এর পরিপ্রেক্ষিতে ওই সামরিক অভিযান চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। বিডি প্রতিদিন/কালাম

প্রথমবারের মতো নোঙরে কয়লাবাহী জাহাজ

Image
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের টার্মিনালে গতকাল প্রথমবারের মতো নোঙর করে কয়লাবাহী জাহাজ এমভি ঝিং হাই টং-৮                -বাংলাদেশ প্রতিদিন

মোদি-শি বৈঠকে কাশ্মীর আলোচনার প্রধান বিষয় নাও হতে পারে: চীন

Image
ছবি: সংগৃহীত আসন্ন মোদি-শি বৈঠকে আলোচনার প্রধান বিষয় কাশ্মীর নাও হতে পারে বলে জানিয়েছে চীন। আগামী অক্টোবরে ভারত সফরে আসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে শি'র। খবর এনডিটিভির। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনাইং বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ‘কাশ্মীর ওই বৈঠকের আলোচ্য সূচিতে থাকবে কিনা আমি নিশ্চিত নই কারণ এটি একটি অনানুষ্ঠানিক বৈঠক হবে। আমাদের উচিত দুই দেশের শীর্ষনেতা কী নিয়ে আলোচনা করতে চান তা তাঁদের উপরেই ছেড়ে দেয়া।’ তিনি আরও বলেছেন, তবে আমার মনে হয় যে আলোচনার মধ্যে অবশ্যই কাশ্মীর প্রসঙ্গ উঠবে। কাশ্মীর ইস্যু সমাধানের বিষয়ে চীনের অবস্থান সম্পর্কে ওই মুখপাত্র বলেন, আমরা কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ইস্যু হিসাবেই দেখছি। ‘আমরা জানি যে কাশ্মীর সম্পর্কে জাতিসংঘের একটি নির্দিষ্ট প্রস্তাব রয়েছে। আমরা আশা করি ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে’, বলেন হুয়া চুনাইং। আরও পড়ুন:  কেউ জাকির নায়েককে নিতে...