ফ্রাইডে ফর ফিউচার’: পরিবেশ বাঁচাতে বিশ্বজুড়ে আন্দোলন
- Get link
- X
- Other Apps

‘ফ্রাইডে ফর ফিউচার’ আন্দোলনের উদ্যোক্তারা জানিয়েছেন, বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে বিশ্বের ১৬০টি দেশের ২ হাজার ৬০০ শহরে আজ পরিবেশ বাঁচানোর দাবিতে স্কুল ছেড়ে রাস্তায় নামবে শিক্ষার্থীরা। স্কুলের শিক্ষার্থীদের এই পরিবেশ বাঁচানোর আন্দোলনে জার্মানির দুই শতাধিক পরিবেশ, সামাজিক, শ্রমিকসহ নানা সংগঠন একাত্মতা প্রকাশ করে রাজপথে নামার ঘোষণা দিয়েছে।
পরিবেশ বাঁচানোর এই নতুন আন্দোলনের কারিগর মূলত স্কুলের শিক্ষার্থীরা। নতুন আদলে তাদের এই আন্দোলন ক্রমেই বেড়ে চলেছে। আন্দোলনের শুরুটা হয়েছিল সুইডেনে। তারপর তা ইউরোপের নানা দেশের গণ্ডি পেরিয়ে ব্যাপ্তি লাভ করেছে বিশ্বজুড়ে। এর আগে চলতি বছরের ১৫ মার্চ বিশ্বের ১১০টি দেশের ১ হাজার ৭০০ শহরে এই আন্দোলনের সপক্ষে স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল। সে দিন শুধু জার্মানিতেই এই আন্দোলনকে সমর্থন জানায় ৩ লাখের বেশি মানুষ।
২০১৮ সালের গ্রীষ্মে সুইডেনের গ্রের্টা থুনবের্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে। আন্দোলনটির মূলনীতি হলো—স্কুলের আগে পরিবেশ। আর সেই নীতিবাক্য মেনে আজ শুক্রবার শেষের দুটি পিরিয়ড ফেলে রেখে স্কুল ছেড়ে পরিবেশের জন্য বিশ্বব্যাপী লাখো শিক্ষার্থী রাজপথে নেমেছে।
আজকের কর্মসূচিতে আন্দোলনের ব্যাপকতা আরও বেড়েছে। ওয়েলিংটন, সিডনি, টোকিও, হংকং, বেঙ্গালুরু, কিয়েভ, এথেন্স, মাদ্রিদ, রোম, বার্লিন, প্যারিস, লন্ডন হয়ে আটলান্টিকের অপর পাশে যুক্তরাষ্ট্রের অনেক শহরে তা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের উদ্যোক্তা গ্রের্টা থুনবের্গ আজ ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে উপস্থিত থেকে বিক্ষোভে যোগ দেবেন।
বিভিন্ন শহরের প্রশাসন আজকের বিক্ষোভকে সামনে রেখে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে। বিভিন্ন শহরের কেন্দ্রগুলোতে যানচলাচল নিষিদ্ধ করা হয়েছে। জার্মানির রাজধানী বার্লিনে স্থানীয় সময় দুপুর ১২টায় আজকের এই বিক্ষোভে হ্যানোভারের আট হাজার শিক্ষার্থী যোগ দেবে।
ইউরোপীয় স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও ফ্রাঙ্কফুর্টসহ নানা শহরে সকাল ৯টা থেকেই বিক্ষোভকারীদের ঢল নেমেছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ৩ লাখ শিক্ষার্থী পরিবেশ বাঁচানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে।

- Get link
- X
- Other Apps
Comments